IFIC Bank TSO Written Test Exam - 5

*** ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত IFIC Bank TSO পদের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে নিন । যাদের প্রিপারেশন নেবার মত সময় খুব কম তারা IFIC Bank TSO সম্পূর্ন প্রশ্নব্যাংক সংগ্রহ করতে পারেন নিচে লিংক দেওয়া আছে ***

 আজ TSO  Written exam দিয়ে আসলাম,টপিক গুলো নিম্মরূপ
১. বাংলা ফোকাস রাইটিং, ( শৈশবের এমন কোন ঘটনা যা,এখন ও পিড়া দেয়,যেটা ঠিক করতে পারলে জীবন পরিবর্তন হয়ে যেত)
২. English focus writing (About the  journy on the way home to today's exam center) 15 marks 150 words
3. Sentence making 10 marks
4. E2B, Translation  ( covid-19) 5 marks
5. E2B ( 10 word)
6. B2E, Translation  ( শেয়াল ও কাকের গল্প মাংসের টুকরো নিয়ে, এটা ইংরেজি করতে হয়েছিল) 5 marks
7. Right from of the verb. 5 marks
8. B2E (10 words)
9. 2 math( নল দ্বারা ট্যাংক পুরন সংক্রান্ত , % ডিসকাউন্ট ২ বাড়ে নির্নয়)20 marks.
১০. ৫ টা মানষিক দক্ষতা
১১. ক্লু দেওয়া ছিল, সে অনুযায়ী কাজিন কে চাকরি বিষয়ক পরামর্শ কেন্দ্রীয় Letter writing. 5 marks
১১. MCQ English grammar. 5 mark( Gerund, infinite and participles)


যারা IFIC Bank TSO পরীক্ষা দিবেন তাদের জন্য এই শীট একটা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন । অযথা অনলাইনে খোঁজাখুঁজি করে যেটুকু সময় নষ্ট করবেন সে সময়ে আপনার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে । শীটে ৪০ টিরও বেশি ইনিশিয়াল ভাইবা বিগত প্রশ্ন দেওয়া হয়েছে । ২০টি রিটেন প্রশ্ন, ২০টি কম্পিউটার টেস্ট প্রশ্ন এবং ১৫টি ফাইনাল ভাইবা প্রশ্নসহ খুটিনাটি বাস্তব অভিজ্ঞতা দেওয়া আছে ।
কি কি পাবেন সম্পূর্ন শীটে –
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
v ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url