IFIC Bank TSO Written Test Exam - 4

*** ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত IFIC Bank TSO পদের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে নিন । যাদের প্রিপারেশন নেবার মত সময় খুব কম তারা IFIC Bank TSO সম্পূর্ন প্রশ্নব্যাংক সংগ্রহ করতে পারেন নিচে লিংক দেওয়া আছে ***

 বাংলা ২০ নাম্বার
১. পুনরায় করোনা সংক্রমণের কারন ও করণীয়। ১০ মার্ক
২. বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। ৫ মার্ক
৩. বাংলা থেকে ইংরেজি শব্দার্থ। ৫ মার্ক
English 45 Marks
1. Focus writing about TSO. 15 marks
2. English to Bangla translation. 5 marks
3. English to Bangla word meaning. 5 marks
4. Tense MCQ. 10 marks
5. Sentence making. 10 marks
Maths 20 marks.
1. একটি বই ৩৬ টাকায় সেল করলে লস হয়। ৭২ টাকায় সেল করলে লাভ হয়। কস্ট প্রাইস কত?
2. একটি ক্লাবে ২১০ জন মেম্বার আছে। ১৩০ জন ব্যাডমিন্টন ও ১১০ জন ক্রিকেট খেলে। যদি ১০% কোনো খেলায় অংশগ্রহণ না করে তাহলে মিনিমাম কতজন উভয় খেলায় অংশগ্রহণ করে?
5 Analytical questions, 10 marks.
Letter writing, 5 marks.
"Write a letter to your younger brother to focus more on study and less on social media".


যারা IFIC Bank TSO পরীক্ষা দিবেন তাদের জন্য এই শীট একটা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন । অযথা অনলাইনে খোঁজাখুঁজি করে যেটুকু সময় নষ্ট করবেন সে সময়ে আপনার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে । শীটে ৪০ টিরও বেশি ইনিশিয়াল ভাইবা বিগত প্রশ্ন দেওয়া হয়েছে । ২০টি রিটেন প্রশ্ন, ২০টি কম্পিউটার টেস্ট প্রশ্ন এবং ১৫টি ফাইনাল ভাইবা প্রশ্নসহ খুটিনাটি বাস্তব অভিজ্ঞতা দেওয়া আছে ।
কি কি পাবেন সম্পূর্ন শীটে –
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
v ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url