IFIC Bank TSO Written Test Exam - 2

*** ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত IFIC Bank TSO পদের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে নিন । যাদের প্রিপারেশন নেবার মত সময় খুব কম তারা IFIC Bank TSO সম্পূর্ন প্রশ্নব্যাংক সংগ্রহ করতে পারেন নিচে লিংক দেওয়া আছে ***

 

নেগেটিভ মার্কিং নেই
০১.বাগধারা এবং ফ্রেস এন্ড ইডিয়মস  - ১০
০২.সাধারন জ্ঞান- ২০ ( শুধুমাত্র প্রশ্ন থাকবে উত্তর করতে হবে,  অপশন থাকবে না ) 
০৩.২টা ম্যাথ- ২০
০৪.এনালাইটিক্যাল এবিলিটি- ৫/১০
০৫.শুন্য স্থান পূরন (প্রিপজিসন, ফ্রেস)- ৫

০৬.লেটার / এপ্লিকেশন - ৫
০৭.ভাবসম্প্রসারন-৫
০৮.ইংরেজি রচনা (Eassy)- ১৫
০৯.বাংলা টু ইংরেজি বা ইংরেজি টু বাংলা- ১০
১০.এছারা অনেক সময় সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন দেয়া হয়।

Experience Review:
বাংলাঃ বাগধারা, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন ইত্যাদি বিষয়গুলো বিগত চাকরির প্রশ্ন থেকে পড়বেন পাশাপাশি নিজে সাজেশন করে নিয়ে পড়বেন ।

সাধারন জ্ঞানঃ পূর্বের ৩ - ৪ মাসের কারেন্ট এফেয়ার্স দেখতে পারেন সেই সাথে একদম সম্প্রতি বিষয়গুলো ভালো করে পড়ে যেতে হবে ।

গনিতঃ এটা অনেকেই জেনে থাকবেন গনিতের কোন সাজেশন হয়না  তবে সুদ, কাজ ও সময়, স্রোত, অংশিদারী ব্যাবসা, ক্রয় বিক্রয় অনুপাত বেশি ভালো করে করতে হবে ।
বেসিক অংক দেওয়া হয় তাই একটু চর্চা করলেই পারবেন ।

এনালাইটিক্যাল এবিলিটিঃ এনালাইটিক্যাল এর ক্ষেত্রে আগে ভাল করে প্রশ্ন পড়ুন। বুঝে তার পরে উত্তর দিন। বিগত চাকরির প্রশ্ন দেখবেন পাশাপাশি নিজে সাজেশন করে নিয়ে পড়বেন ।

এছাড়া লেটার / এপ্লিকেশন, ভাবসম্প্রসারন, ইংরেজি রচনা, অনুবাদ অনেকটা লিখিত বলা যেতে পা্রে এগুলো মোটামুটি অনেকেই পারে । তাই বাগধারা এবং ফ্রেস এন্ড ইডিয়মস , সাধারন জ্ঞান, অংক, এনালাইটিক্যাল এবিলিটি, শুন্য স্থান পূরন এগুলো ভালো করতে পারলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন ।

Candidate's Experience:
1)English:
preposition, phrase & idioms, article এই টপিক গুলো ভালো করে পড়বেন । এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাবেন ।
Reference book: English For Competitive Exam

2) Focus Writing:
Covid-19,
Mujib Year,
What's the role of bank to prevent covid-19
Reference Book:
Recently Based Bank Written Solution (2017-2020)

3) Math:
profit-loss,
percentage,
partnership,
interest,
ratio-proportion
এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি আসে । ভালো করে করুন ।

4) Bangla:
ভাব-সম্প্রসারণ,
বাগধারা,
এক কথায় প্রকাশ

5) General Knowledge:
Ific bank সম্পর্কে সম্পুর্ন জানতে হবে
ific এর abbreviation,
current affrs,
budget,
international price.

6) IQ:
prism defense services গাইড পড়তে পারেন

7) letter or application.format
ভালো করে দেখে যেতে হবে ১৫ নম্বর কমন পাবেন । 
(Marks distribution changable)
ব্যাংক অথোরিটি চাইলে তদের প্রশ্ন প্যাট্রার্ন যেকোনো সময় পরিবর্তন করতে পারে তাই আপনি অনলাইনে যেগুলো দেখছেন এখান থেকে একটা ধারনা নিতে হবে । এগুলো পূর্বের অভিজ্ঞতা, সাধারনত এরকম হয়ে আসছে ।

যারা IFIC Bank TSO পরীক্ষা দিবেন তাদের জন্য এই শীট একটা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন । অযথা অনলাইনে খোঁজাখুঁজি করে যেটুকু সময় নষ্ট করবেন সে সময়ে আপনার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে । শীটে ৪০ টিরও বেশি ইনিশিয়াল ভাইবা বিগত প্রশ্ন দেওয়া হয়েছে । ২০টি রিটেন প্রশ্ন, ২০টি কম্পিউটার টেস্ট প্রশ্ন এবং ১৫টি ফাইনাল ভাইবা প্রশ্নসহ খুটিনাটি বাস্তব অভিজ্ঞতা দেওয়া আছে ।
কি কি পাবেন সম্পূর্ন শীটে –
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
v ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url