IFIC Bank TSO Written Test Exam - 19

 ১. তোমার প্রিয় অনুকরণীয় ব্যাক্তিত্ব সম্পর্কে একটি প্রবন্ধ লেখ।
২. বাংলা টু ইংরেজি ১০ টা শব্দার্থ
৩. English To Bengali Translation (কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে এলিভেটেড রোড নিয়া একটা অনুচ্ছেদ ছিল)
৪. Aptitude Test 4 টা ছিল
৫. ম্যাথ ২ টা ছিল ১০*১০
[ 1.The marked price of a product is X. The discount rate of the marked price is 20% for general customers. Again 10% discount for staff. If a staff buy this product which amount he have to pay for that products? Show in terms of X.
2. Shayla works 8 hours on Monday, Wednesday and Friday. She works 6 hours on another day. And she doesn't work on Saturday and Sunday. If she got 10800 Tk last week. Which amount she got for per hour in the last week.]
৬. Write three strengths and weakness of yourself. And explain how those affects on your future endeavors. How will you overcome your weakness?
৭. বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসছে ( অ্যালিস নামের একটা ছেলে ছিল তাকে একজন লেখক একটা বই গিফট করেছিল এই রিলেটেড)
৮. ১০ টা ইংরেজি শব্দ দিয়েছিলো যেগুলা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল।
৯. ইংরেজি টু বাংলা শব্দার্থ
১০. Tense Correction ছিল ৫টা
১১.Right form of verbs ছিল ৫ টা
১২. Write a letter to your elder brother to share your excitement about to earn National debate championship.
[ প্রশ্নটা এরকম ছিল,, হবহু উল্লেখ করতে পারিনি হয়তো,,, যেহেতু প্রশ্ন তারা নিয়ে গেছিলো সবকিছু মনে নাই]


যারা IFIC Bank TSO পরীক্ষা দিবেন তাদের জন্য এই শীট একটা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন । অযথা অনলাইনে খোঁজাখুঁজি করে যেটুকু সময় নষ্ট করবেন সে সময়ে আপনার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে । শীটে ৪০ টিরও বেশি ইনিশিয়াল ভাইবা বিগত প্রশ্ন দেওয়া হয়েছে । ২০টি রিটেন প্রশ্ন, ২০টি কম্পিউটার টেস্ট প্রশ্ন এবং ১৫টি ফাইনাল ভাইবা প্রশ্নসহ খুটিনাটি বাস্তব অভিজ্ঞতা দেওয়া আছে ।
কি কি পাবেন সম্পূর্ন শীটে –
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
v ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url