IFIC Bank TSO Written Test Exam - 13

*** ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত IFIC Bank TSO পদের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে নিন । যাদের প্রিপারেশন নেবার মত সময় খুব কম তারা IFIC Bank TSO সম্পূর্ন প্রশ্নব্যাংক সংগ্রহ করতে পারেন নিচে লিংক দেওয়া আছে ***

 

EXAM Date: 12/05/2023
Time: 1 Hours 30 Min
Total marks: 100
1.Bangla Focus Writting (15): TSO তে কেন জয়েন করতে চান
2.English Focus Writting      
(10): IFIC recruitment process
3.B2E Translation (5): গিজার পিরামিড
4.E2B Translation (5): Bangabandhu Tunnel
5.B2E Word Meaning (5)
6.E2B Word Meaning (5)
7.Identify Tense (5)
8.Right Forms of verb (5)
9.Analytical ability (10)
10.Sentence Making (10)
11.Math 1ta Math (10):  
২০% সাইকোলজিস্ট ৬০% বায়োলজিস্ট আর ১২ জন ইকোনমিস্ট।  এদের মধ্যে  ২০ জন চশমা পড়ে। চশমা পড়ে না কত পার্সেন্ট।
+ 5ta math mcq (2*5=10)
12.Letter  (5): সংবাদপত্রে প্রকাশ "Misuse Of Park in Dhaka"

যারা IFIC Bank TSO পরীক্ষা দিবেন তাদের জন্য এই শীট একটা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন । অযথা অনলাইনে খোঁজাখুঁজি করে যেটুকু সময় নষ্ট করবেন সে সময়ে আপনার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে । শীটে ৪০ টিরও বেশি ইনিশিয়াল ভাইবা বিগত প্রশ্ন দেওয়া হয়েছে । ২০টি রিটেন প্রশ্ন, ২০টি কম্পিউটার টেস্ট প্রশ্ন এবং ১৫টি ফাইনাল ভাইবা প্রশ্নসহ খুটিনাটি বাস্তব অভিজ্ঞতা দেওয়া আছে ।
কি কি পাবেন সম্পূর্ন শীটে –
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
v ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url