IFIC Bank TSO Written Test Exam - 10

*** ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত IFIC Bank TSO পদের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে নিন । যাদের প্রিপারেশন নেবার মত সময় খুব কম তারা IFIC Bank TSO সম্পূর্ন প্রশ্নব্যাংক সংগ্রহ করতে পারেন নিচে লিংক দেওয়া আছে ***

 #লিখিত_প্রস্তুতি:
যারা লিখিত পরীক্ষার জন্যে ডাক পেয়েছেন তাদের অভিনন্দন। যারা ডাক পাননি তাদের জন্যে হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে।
লিখিত পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয় তবে সময় তুলনামূলক কম থাকে। তাই সময়ের দিকে মনোযোগ দেয়া জরুরি।
সত্যি বলতে পড়ার তেমন কিছু নেই তবুও বিস্তারিত লিখছি।
১: #বাংলা:
ফোকাস রাইটি:
খুবই সহজ টপিক আসে যেমন: পহেলা বৈশাখ, প্রিয় শিক্ষক, শীতের সকাল, প্রিয় খেলা ইত্যাদি।  চেষ্টা করবেন Real life Experience  থেকে লেখার জন্যে। সাথে কিছু বিষয়ে ডাটা থাকলে ভালো হয়।
২: #গণিত:
ইংরেজিতে প্রশ্ন হয়। দুটো ম্যাথ আসে। সাধারানত গড়, লাভ ক্ষতি, সুদ আসল, নল চৌবাচ্চা,কাজ,সময়,  অংশীদারিত্ব, ঐকিক নিয়ম থেকে একদম ব্যাসিক ম্যাথ আসে। ইংরেজি প্রশ্ন যে বুঝতে পারবে সে অন্তত একটা ম্যাথ উত্তর করতে পারবে তা শিউর। দুইটা ম্যাথই উত্তর করতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। আমি একটা ম্যাথ উত্তর করেছিলাম।
৩: #মানসিক_দক্ষতা:
৫ টা প্রশ্ন থাকে। প্রতিটাতে ৪ টা করে অপশন থাকবে। সঠিক উত্তরে টিক দিতে হবে। এই পার্টেও তেমন কোনো অসুবিধা হবেনা। ইংরেজিতে প্রশ্ন হয়।
৪: ইংরেজি:
#ভোকাবুলারি: খুবই সহজ প্রশ্ন হয় এই অংশে। B2E এবং E2B টাইপ প্রশ্ন হয়।
#অনুবাদ: B2E এবং E2B মোট দুইটা অনুবাদ থাকে। সাধারণত স্কুল কলেজে পড়া Completing Story গুলো থেকে কিছু অংশ তুলে দেয়। তুলনামূলক সহজ হয়।
#বাক্য_গঠন: কিছু ইংরেজি শব্দ দিয়ে দিবে তা দিয়ে বাক্য গঠন করতে হবেআ। সহজ সরল ভাষায় লিখে দিবেন।
#ফোকাস_রাইটিং: আমাদের সময় এসেছিলো "ক্যারিয়ার গঠনে কিভাবে প্রস্ততি নেয়া উচিত" এই বিষয়ের উপর। চেষ্টা করবেন অনেক বেশি না লিংে পয়েন্টে মূল কথা লিখতে।
#Letter: একদম ইজি পার্ট। আমাদের সময়, করোনায় সতর্কতার কথা উল্লেখ করে ছোটো ভাইকে পত্র।
#Grammar: Right form of verbs ও Tense পড়ে গেলেই চলবে।
****মূলত বিগত একবছরের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে লেখা।
অনেকে ভাবছেন প্রশ্ন তো সহজ বাট এটা মনে রাখতে হবে যে সবার জন্যেই প্রশ্ন সহজ কিন্তু সেই সহজ প্রশ্নের উত্তর কে কতটা গুছিয়ে লিখতে পারবেন তার উপর নির্ভর করবে সফলতা।
**ক্যালকুলেটর নিতে পারবেন এবং উত্তর করতে হবে প্রশ্নে থাকা খালি অংশে।
**সাধারণত ৬০ নাম্বার পেলেই আশা রাখতে পারবেন।
সবার জন্যে শুভকামনা।


যারা IFIC Bank TSO পরীক্ষা দিবেন তাদের জন্য এই শীট একটা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন । অযথা অনলাইনে খোঁজাখুঁজি করে যেটুকু সময় নষ্ট করবেন সে সময়ে আপনার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে । শীটে ৪০ টিরও বেশি ইনিশিয়াল ভাইবা বিগত প্রশ্ন দেওয়া হয়েছে । ২০টি রিটেন প্রশ্ন, ২০টি কম্পিউটার টেস্ট প্রশ্ন এবং ১৫টি ফাইনাল ভাইবা প্রশ্নসহ খুটিনাটি বাস্তব অভিজ্ঞতা দেওয়া আছে ।
কি কি পাবেন সম্পূর্ন শীটে –
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
v ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url