IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee - 36
ইনিশিয়াল ভাইবা অভিজ্ঞতাঃ
বোর্ড ৫
সিরিয়াল ৫
সময়ঃ ২৬ এপ্রিল, সকাল ১০.৩০-১২.৩০ টা পর্যন্ত।
প্রায় ৩৫-৪০ মিনিট অপেক্ষার পর,
জয়েন
আমিঃ আসসালামু আলাইকুম স্যার।
স্যার (ভিডিও অন করতে বলে) জিজ্ঞেস করলেন
*বাণিজ্যিক ব্যাংকের কাজ কি?
-উত্তর দিয়েছি।
*আপনি কি এখন কিছু করছেন?
-উত্তর দিয়েছি।
স্যারঃ আপনার সাবজেক্ট তো ❝ফিন্যান্স এন্ড ব্যাংকিং❞ তাহলে এই
*ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের মধ্যে সম্পর্ক কি?
-উত্তর দিয়েছি।
তারপর স্যার বললেন "ঠিক আছে ম্যা'ম প্রশ্ন করেন।"
ম্যামঃ (নাম ধরে) ব্যাংক রেট কি?
-উত্তর দিয়েছি।
ম্যামঃ কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি?
-উত্তর দিয়েছি।
ম্যামঃ আপনি কি কোন জব করছেন?
-উত্তর দিয়েছি।
(আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট সবারই জানা। ২০১৭ সালের পরীক্ষার ফলাফল ২০১৯ এর নভেম্বরে পেয়েছি। ২০২০ প্যানডেমিকের কারণে চাকরি পরীক্ষাগুলো তেমন একটা হয়নি।)
ম্যামঃ ঠিক আছে আপনি লিভ নিতে পারেন।
আমিঃ ধন্যবাদ এবং সালাম দিয়ে লিভ নিলাম।
আমার কি রিটেনের মেইল আসার সম্ভাবনা আছে?