IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -8
এমডি স্যারঃ শোনেন আপনি এখানে জব পাওয়ার পরেও অন্যান্য জবে এপ্লাই করবেন,
এদিকওদিক ছুটাছুটি করবেন এটা সত্য, তবে বর্তমান প্রেক্ষাপটে জব পাওয়ার
সম্ভাবনা একটু কম। এসব ছুটাছুটি করা যাবে না, আমরা একটা কাজ দিচ্ছি এখানে
মন দিয়ে কাজ করতে হবে।
আমিঃ জ্বী স্যার, আমি চেষ্টা করবো।
এমডি স্যারঃ চেষ্টা না, বলেন করবোই, you do it!
আমিঃ
জ্বী স্যার আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ( মূখ
ফসকে আবারো 'চেষ্টা ' শব্দটা অনিচ্ছাসত্ত্বেও বের হয়ে গেছিলো বুঝতে পারিনি
🤪)।
স্যারঃ ঠিক আছে আপনি আসুন
বের হওয়ার সময় শুনছিলাম এমডি স্যার নিজে নিজে ফিস ফিস করে বলছিলেন --" I hate the word চেষ্টা " 🙄😒
এই 'চেষ্টা' শব্দটি আমাকে কনফার্ম মেইল না পাওয়া পর্যন্ত হালকা টেনশনে ফেলে দিয়েছিলো