IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -6


Interviewee - 06

-Serial 03
*May I Come in sir?
- Yes, Come.  বসো বসো!
-নাম কি, বাসা কোথায়, বাবা কি করেন?
*Answered!
- সাবজেক্ট তো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং! কি কি পড়ে আসলা তাহলে? কি কি কোর্স  ছিলো?
* ৬/৭ টা বলতেই থামিয়ে দিলেন! যার মধ্যে Principles of Finance ছিলো।
- আচ্ছা Principles of Finance এ কি কি পড়েছেন?
*  স্যার, Introduction, Time Value of Money, Capital Budgeting, Pay out policy, Leasing etc.
- ওকে, ধরেন আমরা কিছু বুঝি না, Time value of money টা বাংলায় বুঝান।
*যতটুকু পারি বললাম, (সন্তুষ্ট হলেন না মনে হলো)। ওকে, এবার একটা Project এর ক্ষেত্রে Time Value of Money এর প্রভাব বা কি হয়ে থাকে মূলত?
- বলতেছি আমার মতো। এই ফাকে থামিয়ে বললেন,  আন্দাজি বলার চেষ্টা কইরো না, আন্দাজি বলার চেষ্টা কইরো না।
*সরি স্যার, এই মুহূর্তে আর মনে পরতেছে না।
- আচ্ছা আসো।
* সালাম দিয়ে বের হয়ে আসলাম।
#একদম হতাশ হয়ে গেলাম। এ পর্যন্ত যা শুনেছি আমার সাথে তার পুরো উল্টোটা হলো। নিচে অলমোস্ট ৫/৬ জনের সাথে কথা হলো সবারই মন খারাপ + ঝারি খেয়েছে। আমিও Kind of ঝারির উপ্রেই ছিলাম। ড্রেস কোড নিয়ে কিছু বলে নাই আমাকে।
** চাকরিটা মনে হয় আর হলো না।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url