IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -20

 

ফাইনাল ভাইভা অভিজ্ঞতাঃ
বাইরে থেকে অনুমতি নিয়ে রুমে ঢুকে স্যারকে আদাব দিলাম, এরপর স্যার বসতে বলার পর বসে তাকে ধন্যবাদ দিলাম। এরপর ল্যাপটপের দিকে তাকিয়ে zoom এ কানেক্টেড থাকা এমডি স্যারকে আদাব দিলাম।
এমডি স্যারঃ আদাব,  অঞ্জন সরকার আপনার পড়াশোনা কোন স্টেজে?
আমিঃ স্যার আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে EEE তে গ্র‍্যাজুয়েশন কম্পলিট করেছি।
এমডি স্যারঃ এখন পড়াশোনার স্টেজ কি?
আমিঃ স্যার, এখন পড়াশোনা করছি না, আপাতত চাকরির চেষ্টাতেই আছি।
এমডি স্যারঃ আমাদের এখানকার চাকরি হলো ফুলটাইম চাকরি, আপনি শখ করে এসে চাকরি করবেন আর চলে যাবেন সেটা আমরা হতে দেবো না।
আমিঃ না স্যার, বিষয়টা আসলে এমন না। আমি যদি এখানে চাকরি পাই তাহলে আমার সর্বোচ্চটুকুই দেয়ার চেষ্টা করবো।
এমডি স্যারঃ আচ্ছা, আপনার পোস্টিং চয়েস কি?
আমিঃ স্যার, আমার ফার্স্ট চয়েস রংপুর, সেকেন্ড চয়েস দিনাজপুর ...(এইটুকু বলার পর আমাকে থামিয়ে দিলেন)
এমডি স্যারঃ আপনি তো পোস্টিং এর ব্যাপারে flexible তাই আপনার একটা সুযোগ আছে। আপনি এখন আসতে পারেন।
আমিঃ ধন্যবাদ স্যার।  


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url