IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -2

 

Interviewee - 02
প্রথমে HR sir যেভাবে ইন্সট্রাকশন দেন সেই প্রসেস অনুযায়ী কাজগুলা করি।  
viva room এ যাওয়ায় আগে স্যার আমাদের সবাইকে একটা সেল্ফ ইন্ট্রোডাকশন ফরমেট বলে দেন যেটা আমরা মনে মনে রপ্ত করে ফেলি, যদিও ভাইবার সময় কোনোটাই কাজে লাগে নি। কারন সেখানে নিজে থেকে বলার কিছু সুযোগ পাইনি, যেটা প্রশ্ন করেছেন তার উত্তর দিয়েছি শুধু) এখন আসি একচুয়াল ভাইভায়।
★ রুমের ভিতরে একজন স্যার বসা ছিলেন এবং ল্যাপটপে জুম এপে এমডি স্যার কানেক্টেড ছিলেন।
আমি: নক-নক, আসতে পারি স্যার?
স্যার: হ্যাঁ হ্যাঁ আসো
আমি: আসসালামু আলাইকুম স্যার।
স্যার: ওয়ালাইকুম আসসালাম, বস এখানে।
আমি: চেয়ারে বসে লাপটপের দিকে তাকিয়ে- আসসালামু আলাইকুম স্যার।
স্যার: ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মার্জিয়া?
আমি: জ্বি স্যার আমার নাম মার্জিয়া সিদ্দিকা।
স্যার: ফ্যামিলিতে কে কে আছেন?
*কোন একটা কারনে আমি এই প্রশ্নটা ভালো করে বুঝতে/শুনতে পারিনি এবং অন্যকিছু একটা ভেবে খুবই সিলি একটা আন্সার দেই যেটা শুনে তারাও হেসে ফেলেন আর আমিও।🤣 কাইন্ডি কেউ জিজ্ঞেস করবেন না কি বলেছিলাম এক্সাটলি) যাইহোক, আমি স্যারকে বলি যে স্যার দুঃখিত আমি ঠিকমতো শুনতে পাইনি প্রশ্নটা। এমডি স্যার আবার জিজ্ঞেস করেন ফ্যামিলিতে কে কে আছেন?
আমি: উত্তর দেই।
স্যার: বাবা কি করতেন, মা কি করেন, ভাই কি করেন?
আমি: উত্তর দেই।
স্যার: তোমার পোস্টিং কোথায় দিলে ভালো হবে?
আমি: স্যার আমার স্পেসিফিক কোনো চয়েস নেই, যে কোনো যায়গায় দিলেও আমি করতে পারবো।
স্যার: আচ্ছা বুঝতে পারলাম কিন্তু এরপরেও একটা প্রিফারেন্স বলো কারন ধরো তোমাকে যদি কুমিল্লার কোনো মফস্বলে পোস্টিং দেয়া হয় তবে কিভাবে করবে? অসুবিধা হবে না?
আমি: স্যার নতুন জায়গার সাথে মানিয়ে নিতে কিছুটা হয়তো অসুবিধা হবে তবু একবার গুছিয়ে নিলে এডজাস্ট করে নিতে পারবো স্যার যেহেতু জব করতেই হবে। আর প্রেফারেন্স যদি বলতেই হয় তবে স্যার সিলেটে দিলে ভালো হয় যেহেতু আমি সিলেটেই থাকি।
স্যার: আচ্ছা সিলেটে থাক তুমি!
আমি: জি স্যার
স্যার: পারমানেন্ট এড্রেস কোথায়?
আমি: স্যার হবিগঞ্জ।
স্যার: তোমার একাডেমিক্স তো অনেক ভালো, (আমার সিজি তো কোনোমতে ৩, উনি সম্ভবত ইন্সটিটিউট মিন করেছেন)
আমি: থ্যাংক ইউ স্যার।
স্যার: তুমি যদি আমাদের এখানে থাকো তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবে। আমাদের এখান থেকে অনেক ভালো করা সম্ভব।
আমি: জি স্যার আমিও সেই আশা রাখি।
স্যার: ঠিক আছে তবে (৩/৪ সেকেন্ডস অফ অকওয়ার্ড সাইলেন্স.. বুঝতে পারছিলাম না ভাইভা কি শেষ নাকি! পাশের চেয়ারে বসা স্যারের দিকে তাকাতে উনি বললেন আসতে পারো।
আমি: ২জনকেই- জি আচ্ছা স্যার ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আসসালামু আলাইকুম। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url