IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -13
#Final_Viva
প্রথমেই বলি ভয় পাওয়া বা টেনশন করার কিচ্ছু নাই।
ফাইনাল ভাইবা অনেকটা ডিরেক্টর বোর্ডের সাথে একটা ফরমাল কনভারসেশন।
সকাল ৯ টার পর পর ই পৌঁছে গিয়েছিলাম। কেও কেও ১০টা ১০.৩০ টার পরে ও ঢুকছে।
সুরমা টাওয়ারের নিচে যেয়ে গেটের সামনে ডেস্কে কথা বললাম, লিফটে ৫ এ যেতে বললো, চলে গেলাম সেখানে।
ওখান থেকে সিরিয়াল অনুযায়ী ১৫ জন করে করে ঐ বিল্ডিং এর লেভেল ১৩ তে নিয়ে গেল।
ওখানে একজন HR বলে দিলেন-
"১/ সিভি (সব পেজে সাইন করা,, পারমানেন্ট এড্রেস কলম দিয়ে বক্স করে হাইলাইট করা) ,
২/ প্রি-ইন্টারভিউ ফর্ম (ফিল আপ করে সাইন করা)
৩/ SSC মার্কশিট" এভাবে সাজিয়ে পিন আপ করতে। তারপর ওগুলো জমা নিয়ে নিলো।
এরপর বললেন, সিরিয়াল অনুযায়ী ভাইবা হবে,
ভাইবা রুমে একজন HR sir ছিলেন, আর কম্পিউটার এ আরো কয়েকজন এড ছিলেন ( ওনারা MD sir and Heigher Authorities,)
আমার
সিরিয়াল অনুযায়ী বেল বাজলে ,, HR যেভাবে শিখিয়ে দিয়েছিলেন সেইভাবে দরজা নক
করলে ভিতরে যেই স্যার ছিলেন তার কাছপ রুমে ঢোকার জন্য অনুমতি চাইলাম,
অনুমতি পেয়ে রুমে ঢুকে সালাম দিলাম, বসতে বললেন, বসলাম। বসে স্ক্রিন এর
দিকে তাকিয়ে সালাম দিলাম।
স্ক্রিন থেকে একজন স্যারঃ আপনার নাম?
উত্তর দিলাম
এরপর উনি আমার বাসা এবং তার আশেপাশের এলাকা নিয়ে জিগাস করলেন।
উত্তর দিলাম।
স্কুল আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলেন।
বললাম।
ব্রান্ঞ্চ প্রেফারেন্স জানতে চাইলেন
বললাম। ঢাকা আর খুলনা।
তারপর বললেন এগুলোর কোনটাই খালি নাই, অন্য কোথায় করতে পারবেন?
বললাম স্যার যেখানে দিবেন সেখানে করবো।
বললেন আচ্ছা যান।
সালাম দিয়ে চলে আসলাম।