IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -12
ফাইনাল ভাইভার অভিজ্ঞতাঃ
নক দিয়ে জিজ্ঞেস করে ভেতরে ডুকে স্যারকে একটা সালাম দিলাম। স্যার বসতে বললেন। আমি বসলাম এবং স্ক্রিনে এমডি স্যারকে সালাম দিলাম।
স্যারঃ আপনার নাম কি?
আমিঃ উত্তর দিলাম
স্যারঃ ব্রাঞ্চ প্রিফারেন্স কোথায় দিয়েছেন।
আমিঃ উত্তর দিলাম।(ঢাকার বাহিরে সবগুলো)
স্যারঃ আপনার সিভিতে দাড়ি রাখা ছবি দিয়েছেন কিন্তু এখন দাড়ি কাটলেন কেন?
আমিঃ
স্যার ছবিতে দাড়ি থাকলে লুকটা একটু প্রফেশনাল মনে হয় সেটা ভেবে
দিয়েছিলাম।(আসলে হাতের কাছে ছবি যেটা ছিলো সেটা দিয়েই এপ্লাই করেছিলাম। এমন
প্রশ্নের মুখোমুখি হবো সেটা ভাবতে পারিনি।)
স্যারঃ ঠিক আছে আপনি আসতে পারেন।
আমিঃ ধন্যবাদ স্যার, আসসালামু ওয়ালাইকুম।
---------
সিনিয়রদের
কাছে আমার জিজ্ঞেস করার ছিলো, দাড়ির ব্যাপারটা নিয়ে এমন প্রশ্নের মুখোমুখি
হয়েও কেউ কি ফাইনালি সিলেক্ট হয়েছেন? আমি বুঝতেছিনা আসলে বাদ দেয়ার জন্য
এটা মেজর কোন কারন কিনা?