IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee - 43
Initial Viva Experience
Date -08-09-21
Time -.3.00 pm-5.00 pm
৩ টা থেকে জুমে ঢুকে বসে ছিলাম।। দুবার কানেক্ট হয়ে কেটে গেছে ৩য় বার কানেক্ট হয়ছিল। ৩.২৫ এর দিকে কানেক্ট হয় ফাইনালি?? আস্ক করে আমার সিরিয়াল কত??
আমি ঃ আসসালামু আলাইকুম স্যার
sir : ওয়ালাইকুম আসসালাম। কি করছেন আপনি এখন??
আমি ঃ Sir আমি এখন এমসি করতেছি।।
sir : কোথায়??
আমি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীন ঢাকা কলেজ sir
Sir : কোন সাবজেক্ট??
আমি ঃ জুওলজি sir
Sir : ভাই জুওলজি থেকে পড়ে ব্যাংকে কেন আসতে চান ভাই??
আমি ঃ Sir আসলে আমার আব্বুর খুব সখ আমি ব্যাংকার হই।। আর তাছাড়া ব্যাংক জব টা আমার ও বেশ ভাল লাগে
Sir : এত সখ কেন ভাই?
আমি ঃ Sir জানি না তবে ব্যাংক জব টাকে আমার কাছে খুব ডিসেন্ট মনে হয়
Sir : Bank এর কাজ কী?
আমি ঃ sir বানিজ্যিক bank সাধারণত গ্রাহক দের ঋন সেবা দেবার মাধ্যমে মুনাফা অর্জন করে
sir : bank কোথায় টাকা পায়?
আমি ঃ আমানত থেকে
sir: আর?
Ami : প্রয়োজনে বাংলাদেশ bank commercial bank গুলোকে ঋন দিয়ে সহায়তা করে স্যার
Sir ঃ কোন Bank এ এপ্লাই করছেন??
আমি ঃ IFIC sir
Sir: Full meaning ki??
আমি ঃ International Finance investment and Corporation,,, Sorry sir . international Finance investment and Commerce bank limited sir
Sir : IFIC bank এর একটি প্রোডাক্ট নাম বলেন তো
আমি ঃ Banking service, Investment banking, Corporate banking
sir : মনে করেন আপনাকে ১ কোটি টাকা দেওয়া হলো আর IFIC bank job দেওয়ক হলো আপনি কোনটা নিবেন??
আমি : Bank জব করার সপ্ন টা আমি অনেক দিন ধরে লালন করছি।। তাই আমি ব্যাংক জব কেই প্রেফার করবো
Sir : ১ কোটি টাকা পাইলে ও
আমি ঃ sir আমি আসলে কখনো ভাবি নি ১ কোটি টাকা পেলে কি করবো
Sir : ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান??
আমি ঃ একজন ভাল ব্যাংকার হিসেবে sir
Sir: কোন কোন bank এ এপ্লাই করছেন??
আমি ঃ আমি আর কোন কোন bank এ এপ্লাই করেছি??
Sir: হুম
আমি ঃ সত্য বলতে আমি প্রাইভেট bank গুলোর মধ্যে শুধু আই এফ আই সি তেই এপ্লাই করছি। কেন জানি আমার IFIC bank এর প্রতি একটা ভাল লাগা কাজ করে।। তাছাড়া আমি সব সরকারী bank এ এপ্লাই করছি।। বাংলাদেশ bank এ এপ্লাই করছি আর অনান্য কম্বাইন্ড bank circular এ এপ্লাই করছি
sir : বাংলাদেশ bank আর IFIC bank এ জব হলে আপনি কোনটা করবেন??
আমি ঃ বাংলাদেশ bank এ sir
sir : okay
আমি ঃ আসসালামু আলাইকুম
আর কিছু বলছিল নাকি এখন মনে পড়ছে না