IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee - 9
ইনিশিয়াল ভাইবা-০২.০২.২২
১। ব্যাংকের কাজ কি?
২। বিস্কুট ফ্যাক্টরিতে ব্যাংকের কাজ কি?
৩। আইএফআইসি ব্যংক সম্পর্কে কি জানেন?
৪। আইএফআইসি ব্যংকের প্রোডাক্ট কি কি?
৫। আপনি কি দেশের যে কোন জায়গায় জব করতে পারবেন?
-প্রথম প্রশ্নে আমি TSO'র রেসপন্সিবিলিটি বলে ফেলছিলাম পরে স্যার বললেন আপনি তো TSO'র রেসপন্সিবিলিটি বলছেন।
-দ্বিতীয় প্রশ্নে স্যার বললেন, ওকে আমি আপনাকে ১টা উদাহরণ দেই, বিস্কুট ফ্যাক্টরিতে ব্যাংকের কাজ কি?
আমার এক কথায় উত্তর ছিলো বিস্কুট ফ্যাক্টরিকে ফিনানশিয়াল সাপোর্ট দেয়া ব্যাংকের কাজ।
-তৃতীয় পশ্নের উত্তর খুব ভালো ভাবেই দিয়েছি।
-চতুর্থ প্রশ্নের উওর
*IFIC আমার একাউন্ট,
*IFIC কারেন্ট একাউন্ট
*IFIC সেভিংস একাউন্ট
*FDR
*Credit Card
--পঞ্চম প্রশ্নের উওর ছিলো - Yes
সর্বশেষ আমাকে আমার দাড়ি নিয়ে বললেন( আমি আমার অনার্স লাইফ থেকে চাপ দাড়ি রাখি)। দাড়ি সহ এটা আমার ফর্মাল লোক কিনা জানতে চাইলেন? স্যার বললেন দাড়ি হয় বড় না হলে আমাদের মতো ক্লিন শেভ ব্যাংক প্রেফার করে 😊 BTW It's up to you বলে স্যার হাসলেন 😊
*স্যার বাংলায় প্রশ্ন করলেও আমি ইংরেজিতে উত্তর দেয়ার চেষ্টা করেছি।
**অভিজ্ঞ ভাইদের মতামত চাচ্ছি, আমার এই শর্ট এন্সার এবং ২ মিনিটের ইন্টারভিউতে রিটেনের জন্য ডাক পাওয়ার চান্স কতটুকু?
*** ইনিশিয়াল ভাইবার কদিন পর রিটেনের জন্য মেইল আসে?
ধন্যবাদ ❤️