IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee - 37
ভাইভা অভিজ্ঞতা (আমার দুটি ভাইভার যে বিষয়টা আনকমন মনে হচ্ছে সেটাই শেয়ার করছি, বাকিগুলো সাধারণত সবারই একই হয়ে থাকে যে গুলো অন্যরা শেয়ার করেছেন অনেকবার)
ইনিশিয়াল - ১৮ আগস্ট ------
TSO এর কাজ বলতে বললো--
অন্যান্য কাজ গুলোর সাথে এটাও বললাম যে - Selling banking products
ম্যাডামঃ কখনো কোন প্রডাক্ট সেল করেছেন?
আমিঃ ব্যাংকিং প্রডাক্ট নাকি ফিজিক্যাল প্রডাক্ট?
ম্যাডামঃ ফিজিক্যাল
আমিঃ না করিনি, তবে সরাসরি ব্যবসা/পণ্য বিক্রয় না করলেও, ভার্সিটিতে প্রজেক্ট / প্রেজেন্টেশনের কাজ এর অংশ হিসেবে এরকম ডেমু কাজ করেছি, এটা ছিলো নিউ বিজনেস আইডিয়া ডেভেলপমেন্ট।
ম্যাডামঃ আচ্ছা ধরেন আমার হাতে এই পেন্সিলটি আছে, এটি যদি আপনাকে বিক্রি করতে বলি আপনি কিভাবে করবেন?
আমিঃ বলেছি, মনে হলো তিনি সন্তুষ্ট