Teletalk alljobs সাইটে প্রিমিয়াম মেম্বার হবেন কিভাবে ?

Teletalk alljobs সাইটে প্রিমিয়াম মেম্বার হবে কিভাবে ?

Alljobs এর 'Premium Member': সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপনসমূহ নিয়ে টেলিটকের চাকরি বিষয়ক ওয়েবসাইটে (https://alljobs.teletalk.com.bd) আপনি Premium Member হলে Yes Option নির্বাচন করে আপনাকে Alljobs ID দিয়ে চাকরির আবেদন করতে হবে। তবে Premium Member না হলে No Option নির্বাচন করে চাকরির আবেদন করতে পারবেন।


☞☞ Premium Member হতে আপনাকে ২০ টাকা চার্জ দিয়ে নিবন্ধন করতে হবে, মেয়াদ ৬ মাস। অর্থাৎ ২০ টাকায় আপনি ৬ মাস পর্যন্ত Premium Member দের জন্য নির্ধারিত সুবিধাসমূহ পাবেন।
☞☞ Premium Member দের জন্য সুবিধাসমূহ:
(i) শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কিত চাকুরীর জন্য এসএমএস/ ইমেল প্রদান।
(ii) যাচাই করা ডেটা (নাম, পিতার নাম, মাতার নাম, এসএসসি, এইচএসসির তথ্য, জন্ম তারিখ ইত্যাদি)।
(iii) সার্টিফিকেট আপলোড সুবিধা (এনআইডি, এসএসসি, এইচএসসি, স্নাতক/ সম্মান ইত্যাদি)।
(iv) সরকারী সংস্থার জন্য আপনার তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান (Auto fill facility) সুবিধা।
(v) লাইভ চ্যাট (মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি)। বর্তমানে DTER, DGBPO, DGFP, MODMR, DCCTG এর লাইভ চ্যাট চলছে।
☞☞ একজন প্রিমিয়াম সদস্য হওয়ার জন্য ধাপসমূহঃ প্রথমে https://alljobs.teletalk.com.bd/en/jobseeker/login/ এই ঠিকানায় আপনার ই-মেইল ব্যবহার করে চাকরিপ্রার্থী (Job seeker) হিসেবে নিবন্ধন করতে হবে।

    Strong Password এর জন্য বিশেষ চিহ্ন (@, #, ৳, & ইত্যাদি), বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা মিলিয়ে Password তৈরি করুন।
    যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো পূরণ করুন। সাবমিট করলে আপনি একটি User ID পাবেন।
    যেকোন টেলিটক নাম্বার থেকে ALLJOBS<Space>User ID লিখে 16222 নাম্বরে এসএমএস পাঠান। উত্তরে আপনাকে ২০ টাকা পেমেন্ট করার সম্মতি চেয়ে PIN Number দেওয়া হবে।
    এবার টেলিটক নম্বর থেকে ALLJOBS<Space>YES<Space>PIN Number লিখে 16222 নাম্বরে আরেকটি এসএমএস পাঠান।
    চুড়ান্তধাপে, আপনাকে Premium Member হিসেবে User ID আর Password দেওয়া হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url