বিসিএস প্রিলিমিনারি শেষ সময়ের প্রস্তুতি পড়ে ফেলুন কমন পেলেও পেতে পারেন
Night Before BCS Exam
BCS Preliminary Most Important General Knowledge Question Short Suggestion
প্রশগুলো বিসিএস বিগত লিখিত পরীক্ষার প্রশ্ন । অনেকেই জানতে চাইবেন কেনো লিখিত প্রশ্ন পড়বো । একটিবার দেখুন প্রশ্নের উত্তর গুলো খুব সংক্ষিপ্ত এর সাথে চারটি অপশন দিলেই অনায়াসে MCQ হয়ে যাবে । বলছি না কমন আসবেই কিন্তু বিসিএস এ বিগত প্রশ্ন কিছু পরিসরে রিপিট করা হয় । আর একটু বেশি পড়লে ক্ষতি কোথায় । তাই আপনার মনে চাইলে এগুলোতে একটি বার চোখ বোলাতে পারেন ।
এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি আগে থকেই পারেন । আর কিছু প্রশ্ন যেগুলোর উত্তর তুলোনামূলক বড় সেগুলো বাদে পড়ে ফেলুন । নিজে পড়ে বুঝে নিন কোন প্রশ্নটার MCQ করা যায় বা যায় না সে অনুযায়ী পড়ে নিন ।
BCS Short Suggestion Night Before Exam -
একটু মনোযোগ সহকারে পড়ে নিন -
প্রয়োজন
মনে হলে পড়তে পারেন । সেইসাথে আপনার প্রয়োজনীয় পোষ্ট'টি অবশ্যই শেয়ার করে
আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন । পরবর্তিতে খুঁজে পাবেন কিনা সে
গ্যারান্টি দেওয়া সম্বভ না । অনেকেই পরে কমেন্ট বা মেসেজ করে অনেক ধরেনের
পোষ্ট চেয়ে থাকেন কিন্তু তারা যখন পোষ্ট পড়ে তখন মাত্র ২ থেকে ৫ সেকেন্ড এর
মধ্যে শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন । তাই আপনার কাছে
অনুরোধ রইলো যেটি আপনার প্রয়োজন মনে হবে সেটি সাথে সাথে আপনার ফেসবুকে
শেয়ার করে রাখুন । পরে আপনাকে খুঁজে বেরাতে হবে না ।
◼️ ভারতের পার্লামেন্টের কক্ষদুটির নাম কী কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাজ্যসভা ও লোকসভা
◼️ ‘ভেটো’ প্রদানের ক্ষমতা আছে জাতিসংঘের কোন পরিষদের? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিরাপত্তা পরিষদের।
◼️ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [৩৭ তম প্রিলি ][৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লর্ড কার্জন।
উত্তরঃ রাজ্যসভা ও লোকসভা
◼️ ‘ভেটো’ প্রদানের ক্ষমতা আছে জাতিসংঘের কোন পরিষদের? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিরাপত্তা পরিষদের।
◼️ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [৩৭ তম প্রিলি ][৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লর্ড কার্জন।
◼️ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতর কোথায়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
◼️ আসিয়ান এর সদর দফতর কোথায়? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া।
◼️ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কী কী? [৩৭ তম প্রিলি] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।
◼️ গ্রিনপিস কী? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত পরিবেশবাদী সংগঠন। এর সদর নেদারল্যান্ডসে।
◼️ স্টেট অব দি ইউনিয়ন কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বছরের শেষ ভাষণকে স্টেট অব দি ইউনিয়ন বলে।
◼️ ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ]
◼️ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
◼️ উইঘুর জাতি কোথায় বসবাস করে? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের জিনজিয়াং প্রদেশে।
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
◼️ আসিয়ান এর সদর দফতর কোথায়? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া।
◼️ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কী কী? [৩৭ তম প্রিলি] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।
◼️ গ্রিনপিস কী? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত পরিবেশবাদী সংগঠন। এর সদর নেদারল্যান্ডসে।
◼️ স্টেট অব দি ইউনিয়ন কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বছরের শেষ ভাষণকে স্টেট অব দি ইউনিয়ন বলে।
◼️ ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ]
◼️ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
◼️ উইঘুর জাতি কোথায় বসবাস করে? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের জিনজিয়াং প্রদেশে।
◼️ ILO এর সদর দফতর কোথায়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
◼️ IAEA এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Atomic Energy Agency
◼️ আন্তর্জাতিক আদালতের সদর কোথায়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে।
◼️ আন্তর্জাতিক আদারতের সদস্য দেশ কতটি? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৩ টি।
◼️ CEDAW এর পূর্ণরূপ কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Convention on the Elimination of all forms of Discrimination Against Women
◼️ Agenda 21 কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পরিবেশ রক্ষার্থে একটি দলিল। ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে গ্রহণ করা হয়।
◼️ LoC কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Line of Control এটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত।
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
◼️ IAEA এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Atomic Energy Agency
◼️ আন্তর্জাতিক আদালতের সদর কোথায়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে।
◼️ আন্তর্জাতিক আদারতের সদস্য দেশ কতটি? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৩ টি।
◼️ CEDAW এর পূর্ণরূপ কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Convention on the Elimination of all forms of Discrimination Against Women
◼️ Agenda 21 কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পরিবেশ রক্ষার্থে একটি দলিল। ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে গ্রহণ করা হয়।
◼️ LoC কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Line of Control এটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত।
◼️ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ জন।
◼️ তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
◼️ জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ টি ভাষায়।
◼️ ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।
◼️ ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।
◼️ ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।
◼️ Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।
◼️ Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।
◼️ অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।
◼️ ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।
◼️ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।
◼️ বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
◼️ SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।
◼️ বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।
উত্তরঃ ১৫ জন।
◼️ তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
◼️ জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ টি ভাষায়।
◼️ ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।
◼️ ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।
◼️ ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।
◼️ Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।
◼️ Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।
◼️ অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।
◼️ ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।
◼️ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।
◼️ বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
◼️ SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।
◼️ বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।
◼️ ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।
◼️ INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।
◼️ বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)
◼️ এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।
◼️ পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ জর্জ হাবাস।
◼️ জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।
◼️ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।
◼️ আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।
◼️ ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।
◼️ নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।
◼️ OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।
◼️ ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.
◼️ ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন।
◼️ ’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।
◼️ ’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।
◼️ ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।
◼️ INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।
◼️ বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)
◼️ এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।
◼️ পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ জর্জ হাবাস।
◼️ জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।
◼️ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।
◼️ আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।
◼️ ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।
◼️ নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।
◼️ OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।
◼️ ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.
◼️ ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন।
◼️ ’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।
◼️ ’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।
◼️ ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।
◼️ Interpol এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Criminal Police Organization এর সদর দফতরপ্যারিসের লিঁওতে অবস্থিত।
◼️ ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ১ জানুয়ারি। এর সদস্য সংখ্যা ২৮।
◼️ বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডুলাহাজরা, কক্সবাজার।
◼️ বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৪ টি।
◼️ অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাষ্ট্রপতি –বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী –তাজউদ্দীন আহমেদ।
◼️ ডুরান্ড লাইন কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
◼️ ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
◼️ গুগল কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সার্চ ইঞ্জিন। এর প্রতিষ্ঠাতা –ল্যারি পেজ ও সার্জ ব্রীন।
◼️ ১৯৪৭ সালে নতুন স্বধীনতাপ্রপ্ত ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাষ্ট্রপতি—লর্ড মাউন্ট ব্যাটেন ও প্রধানমন্ত্রী—জওহর লাল নেহেরু।
◼️ বর্তমান টি-২০ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
◼️ UNFCCC এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Framework Convention on Climate Change.
◼️ ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬ মে ২০০৮ রাশিয়ায়।
◼️ জেনেভা কনভেনশন কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত ও যুদ্ধবন্ধীদের ব্যাপারে ১৯৪৯ সালে অনুষ্ঠিত কনভেনশন।
◼️ ট্যারিফ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর।
◼️ ট্যাক্স কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আয় এবং সম্পত্তির উপর ধার্যকৃত কর।
◼️ আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালের সদর দফতর কোথায়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হামবু্র্গ, জার্মানি।
◼️ কিয়োটো চুক্তি কী? [৩৪, ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস চুক্তি। এটি জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে হয়।
◼️ Responsibility to protect কী? [৩৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০০৫ সালে জাতিসংঘের সকল সদস্য দেশ কর্তৃক যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরূদ্ধে করা একটি অঙ্গীকার।
◼️ ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? [৩৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়।
উত্তরঃ International Criminal Police Organization এর সদর দফতরপ্যারিসের লিঁওতে অবস্থিত।
◼️ ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ১ জানুয়ারি। এর সদস্য সংখ্যা ২৮।
◼️ বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডুলাহাজরা, কক্সবাজার।
◼️ বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৪ টি।
◼️ অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাষ্ট্রপতি –বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী –তাজউদ্দীন আহমেদ।
◼️ ডুরান্ড লাইন কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
◼️ ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
◼️ গুগল কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সার্চ ইঞ্জিন। এর প্রতিষ্ঠাতা –ল্যারি পেজ ও সার্জ ব্রীন।
◼️ ১৯৪৭ সালে নতুন স্বধীনতাপ্রপ্ত ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাষ্ট্রপতি—লর্ড মাউন্ট ব্যাটেন ও প্রধানমন্ত্রী—জওহর লাল নেহেরু।
◼️ বর্তমান টি-২০ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
◼️ UNFCCC এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Framework Convention on Climate Change.
◼️ ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬ মে ২০০৮ রাশিয়ায়।
◼️ জেনেভা কনভেনশন কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত ও যুদ্ধবন্ধীদের ব্যাপারে ১৯৪৯ সালে অনুষ্ঠিত কনভেনশন।
◼️ ট্যারিফ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর।
◼️ ট্যাক্স কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আয় এবং সম্পত্তির উপর ধার্যকৃত কর।
◼️ আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালের সদর দফতর কোথায়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হামবু্র্গ, জার্মানি।
◼️ কিয়োটো চুক্তি কী? [৩৪, ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস চুক্তি। এটি জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে হয়।
◼️ Responsibility to protect কী? [৩৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০০৫ সালে জাতিসংঘের সকল সদস্য দেশ কর্তৃক যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরূদ্ধে করা একটি অঙ্গীকার।
◼️ ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? [৩৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়।
◼️ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।
◼️ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুন জায়ে ইন।
◼️ উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।
◼️ গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বানজুল।
◼️ জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লুসাকা।
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।
◼️ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুন জায়ে ইন।
◼️ উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।
◼️ গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বানজুল।
◼️ জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লুসাকা।
◼️ কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।
◼️ Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।
◼️ ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।
◼️ গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।
◼️ কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GATT
◼️ ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
◼️ গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।
◼️ জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।
◼️ WTO কখন থেকে কাজ শুরু করে? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ লা জানুয়ারি ১৯৯৫ থেকে।
◼️ ইরানের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পারস্য।
উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।
◼️ Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।
◼️ ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।
◼️ গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।
◼️ কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GATT
◼️ ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
◼️ গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।
◼️ জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।
◼️ WTO কখন থেকে কাজ শুরু করে? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ লা জানুয়ারি ১৯৯৫ থেকে।
◼️ ইরানের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পারস্য।
◼️ মাইক্রোসফট কম্পিউটার প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সত্য নারায়ন নাদেল্লা।
◼️ জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ (১৯৩ তম) কোনটি? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ সুদান।
◼️ নাসা’র সদর দফতর কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় –১৯৫৮ সালে।
◼️ মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার নিউজ এজেন্সি।
◼️ ICRI বা রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
◼️ বাংলাদেশকে ‘‘তলাহীন ঝুড়ি’’ বলেছেন কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার।
◼️ ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি রাশিয়ার তাসখন্দে।
◼️ ন্যাম এর উদ্যোক্তা কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জওহর লাল নেহেরু, জোসেফ টিটো, আহমেদ সুকর্ন ও জামাল আবদেল নাসের।
◼️ চাঁদে অবতরনকারী প্রথম মহাশূন্যচারীর নাম কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নীল আর্মস্ট্রং
◼️ লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
◼️ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।
◼️ কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।
◼️ আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
উত্তরঃ সত্য নারায়ন নাদেল্লা।
◼️ জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ (১৯৩ তম) কোনটি? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ সুদান।
◼️ নাসা’র সদর দফতর কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় –১৯৫৮ সালে।
◼️ মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার নিউজ এজেন্সি।
◼️ ICRI বা রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
◼️ বাংলাদেশকে ‘‘তলাহীন ঝুড়ি’’ বলেছেন কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার।
◼️ ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি রাশিয়ার তাসখন্দে।
◼️ ন্যাম এর উদ্যোক্তা কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জওহর লাল নেহেরু, জোসেফ টিটো, আহমেদ সুকর্ন ও জামাল আবদেল নাসের।
◼️ চাঁদে অবতরনকারী প্রথম মহাশূন্যচারীর নাম কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নীল আর্মস্ট্রং
◼️ লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
◼️ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।
◼️ কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।
◼️ আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
◼️ পার্বত্য শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
◼️ ICIMOD এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Centre for Integrated Mountain Development
◼️ বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে প্রদান করেন? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আব্রাহাম লিংকন।
◼️ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দুটি দেশের নাম কী কী?[৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূটান ৬ ডিসেম্বর, ১৯৭১, ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। (সম্প্রতি জাতীয় সংসদের তথ্য মতে)
◼️ সর্বপ্রথম বাংলাদেশে থ্রিজি সেবা চলু করে কোন প্রতিষ্ঠান? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টেলিটক। ২০১২ সালের ১৪ অক্টোবর।
◼️ ন্যাটো এর সদর দফতর কোথায়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেলজিয়ামের ব্রাসেলসে।
◼️ ব্রিকস কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই।
◼️ Exclusive Economic Zone বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০০ নটিক্যাল মিইল।
◼️ দ্বৈত ট্রাক (Dual Track) কূটনীতি কী? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো সরকার নিয়ন্ত্রণ করে এবং এখানে বেসরকারি সংস্থার হাতে এসব সেক্টর নিয়ন্ত্রণের ক্ষমতা খুব কমই থাকে।
◼️ উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।
◼️ শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিংহলি।
◼️ ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফিলিপিনো।
◼️ ’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Development Fund for Women.
◼️ ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।
◼️ চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।
◼️ জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।
◼️ যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।
◼️ বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিনজো এবে।
◼️ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।
◼️ রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে।
◼️ ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিকোলাস মাদুরো। দেশ : ভেনিজুয়েলা।
◼️ HIPC এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Heavily Indebted Poor Countries
◼️ ও.আই.সি এর বর্তমান সদস্য কত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৭ টি দেশ।
◼️ লয়া জিরগা কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তানের সর্বোচ্চ মহাপরামর্শ পরিষদ।
◼️ গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেপালের মুম্বিনি নামক গ্রামে। জন্ম খ্রিস্টপূর্ব—৫৬৩ অব্দে।
◼️ বিশ্ব শিশু দিবস কবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০ নভেম্বর। তবে বাংলাদেশের শিশু দিবস –১৭ মার্চ।
◼️ BIMSTEC এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
◼️ জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৬ জুন, ১৯৪৫ সালে।
◼️ ‘বাংলাদেশ ককাস’ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বর্থ সংশ্লিষ্ট লবিং দল।
◼️ এশিয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন।
উত্তরঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
◼️ ICIMOD এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Centre for Integrated Mountain Development
◼️ বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে প্রদান করেন? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আব্রাহাম লিংকন।
◼️ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দুটি দেশের নাম কী কী?[৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূটান ৬ ডিসেম্বর, ১৯৭১, ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। (সম্প্রতি জাতীয় সংসদের তথ্য মতে)
◼️ সর্বপ্রথম বাংলাদেশে থ্রিজি সেবা চলু করে কোন প্রতিষ্ঠান? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টেলিটক। ২০১২ সালের ১৪ অক্টোবর।
◼️ ন্যাটো এর সদর দফতর কোথায়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেলজিয়ামের ব্রাসেলসে।
◼️ ব্রিকস কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই।
◼️ Exclusive Economic Zone বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০০ নটিক্যাল মিইল।
◼️ দ্বৈত ট্রাক (Dual Track) কূটনীতি কী? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো সরকার নিয়ন্ত্রণ করে এবং এখানে বেসরকারি সংস্থার হাতে এসব সেক্টর নিয়ন্ত্রণের ক্ষমতা খুব কমই থাকে।
◼️ উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।
◼️ শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিংহলি।
◼️ ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফিলিপিনো।
◼️ ’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Development Fund for Women.
◼️ ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।
◼️ চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।
◼️ জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।
◼️ যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।
◼️ বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিনজো এবে।
◼️ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।
◼️ রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে।
◼️ ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিকোলাস মাদুরো। দেশ : ভেনিজুয়েলা।
◼️ HIPC এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Heavily Indebted Poor Countries
◼️ ও.আই.সি এর বর্তমান সদস্য কত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৭ টি দেশ।
◼️ লয়া জিরগা কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তানের সর্বোচ্চ মহাপরামর্শ পরিষদ।
◼️ গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেপালের মুম্বিনি নামক গ্রামে। জন্ম খ্রিস্টপূর্ব—৫৬৩ অব্দে।
◼️ বিশ্ব শিশু দিবস কবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০ নভেম্বর। তবে বাংলাদেশের শিশু দিবস –১৭ মার্চ।
◼️ BIMSTEC এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
◼️ জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৬ জুন, ১৯৪৫ সালে।
◼️ ‘বাংলাদেশ ককাস’ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বর্থ সংশ্লিষ্ট লবিং দল।
◼️ এশিয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন।
◼️ D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )
◼️ ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।
◼️ ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization
◼️ হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।
◼️ পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দনকাঠ।
◼️ ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।
◼️ খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।
◼️ জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।
◼️ সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।
◼️ ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিয়াগো গার্সিয়া।
◼️ যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান।
◼️ ‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )
◼️ ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।
◼️ ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization
◼️ হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।
◼️ পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দনকাঠ।
◼️ ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।
◼️ খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।
◼️ জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।
◼️ সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।
◼️ ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিয়াগো গার্সিয়া।
◼️ যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান।
◼️ ‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
◼️ UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।
◼️ আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।
◼️ আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।
◼️ ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।
◼️ CFC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।
◼️ সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
◼️ কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।
◼️ থাইল্যান্ডের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্যামদেশ।
◼️ জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে।
◼️ বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।
◼️ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাইওয়ান।
◼️ দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।
◼️ একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।
◼️ ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।
◼️ অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।
◼️ SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।
◼️ SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।
◼️ White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।
◼️ Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।
◼️ ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।
◼️ ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।
◼️ ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।
◼️ পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
◼️ Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।
◼️ নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ টি দেশ।
উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।
◼️ আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।
◼️ আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।
◼️ ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।
◼️ CFC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।
◼️ সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
◼️ কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।
◼️ থাইল্যান্ডের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্যামদেশ।
◼️ জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে।
◼️ বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।
◼️ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাইওয়ান।
◼️ দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।
◼️ একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।
◼️ ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।
◼️ অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।
◼️ SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।
◼️ SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।
◼️ White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।
◼️ Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।
◼️ ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।
◼️ ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।
◼️ ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।
◼️ পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
◼️ Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।
◼️ নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ টি দেশ।
বিসিএস পূর্ব রাতে প্রস্তুতির জন্য বিশেষ সংযোজনঃ
BCS Short Suggestion Night Before Exam -
একটু মনোযোগ সহকারে পড়ে নিন -
প্রয়োজন মনে হলে পড়তে পারেন । সেইসাথে আপনার প্রয়োজনীয় পোষ্ট'টি অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন । পরবর্তিতে খুঁজে পাবেন কিনা সে গ্যারান্টি দেওয়া সম্বভ না । অনেকেই পরে কমেন্ট বা মেসেজ করে অনেক ধরেনের পোষ্ট চেয়ে থাকেন কিন্তু তারা যখন পোষ্ট পড়ে তখন মাত্র ২ থেকে ৫ সেকেন্ড এর মধ্যে শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন । তাই আপনার কাছে অনুরোধ রইলো যেটি আপনার প্রয়োজন মনে হবে সেটি সাথে সাথে আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন । পরে আপনাকে খুঁজে বেরাতে হবে না ।
◾ বাংলাদেশ সম্পর্কিত কিছু চলমান সাধারণ জ্ঞান
◾ বিসিএস বাংলা ব্যাকরণ - খুব সহজেই পদ নির্নয়
◾ ৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ তথ্য (অধ্যায়ভিত্তিক সংযোজন)
◾ বাক্য রূপান্তর (Sentence Transformation)
◾ BCS Preliminary Collection (Total 500+ Important MCQ For BCS Exam)
◾ BCS Preliminary MEGA Collection Of Bangla > English > General Science Total 450+ MCQ (Common Possibility MCO For BCS Exam)
◾ ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি (নবম-দশম শ্রেণি ভূগোল ও পরিবেশ) │বিসিএস প্রিলিমিনারির জন্য বাছাইকৃত গুরুপ্তপুর্ন এমসিকিউ উপযোগী প্রশ্ন
◾ বিসিএস এর জন্য বাংলা ব্যকরণ থেকে ১০০টি সেরা এমসিকিউ ক্যালেকশন (Best MCQ Collection from Bengali Grammar for BCS) - 100 Important MCQ Material
◾ বিসিএস বিশেষ সংখ্যা - সংখ্যা ভিত্তিক ১০০টি প্রয়োজনীয় প্রশ্ন
◾ বাংলা ব্যাকরণ সমাস এর সহজ সমাধান | BCS Bangla Grammar Related | প্রতিটি সমাস এর সহজ ব্যাখ্যা ও প্রয়োগ
◾ কিছু বিখ্যাত বই ও লেখকের নাম যা বিসিএস পরিক্ষায় বেশি পরিমাণে আসে
◾ বাংলাদেশের প্রথম সম্পর্কিত সাধারন জ্ঞান প্রশ্ন
◾ বাংলা বর্নমালার সমস্যা গুলো একনজরে দেখে নিন বিসিএস সহ সকল চাকরির পরিক্ষাই এর বাইরে আসে না
◾ BCS preliminary Bangla supplement - গুরুত্বপূর্ণ ৩০০টি বাগধারা
◾ Most Important Preposition For BCS Exam ( Question Bank )
◾ বিসিএস বাংলা ব্যাকরণ - খুব সহজেই পদ নির্নয়
◾ ৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ তথ্য (অধ্যায়ভিত্তিক সংযোজন)
◾ বাক্য রূপান্তর (Sentence Transformation)
◾ BCS Preliminary Collection (Total 500+ Important MCQ For BCS Exam)
◾ BCS Preliminary MEGA Collection Of Bangla > English > General Science Total 450+ MCQ (Common Possibility MCO For BCS Exam)
◾ ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি (নবম-দশম শ্রেণি ভূগোল ও পরিবেশ) │বিসিএস প্রিলিমিনারির জন্য বাছাইকৃত গুরুপ্তপুর্ন এমসিকিউ উপযোগী প্রশ্ন
◾ বিসিএস এর জন্য বাংলা ব্যকরণ থেকে ১০০টি সেরা এমসিকিউ ক্যালেকশন (Best MCQ Collection from Bengali Grammar for BCS) - 100 Important MCQ Material
◾ বিসিএস বিশেষ সংখ্যা - সংখ্যা ভিত্তিক ১০০টি প্রয়োজনীয় প্রশ্ন
◾ বাংলা ব্যাকরণ সমাস এর সহজ সমাধান | BCS Bangla Grammar Related | প্রতিটি সমাস এর সহজ ব্যাখ্যা ও প্রয়োগ
◾ কিছু বিখ্যাত বই ও লেখকের নাম যা বিসিএস পরিক্ষায় বেশি পরিমাণে আসে
◾ বাংলাদেশের প্রথম সম্পর্কিত সাধারন জ্ঞান প্রশ্ন
◾ বাংলা বর্নমালার সমস্যা গুলো একনজরে দেখে নিন বিসিএস সহ সকল চাকরির পরিক্ষাই এর বাইরে আসে না
◾ BCS preliminary Bangla supplement - গুরুত্বপূর্ণ ৩০০টি বাগধারা
◾ Most Important Preposition For BCS Exam ( Question Bank )