বাংলাদেশ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান এগুলো সরকারি ব্যাংক ও সকল সরকারি চাকরির পরীক্ষায় থাকবেই │Some General Knowledge about Bangladesh, these must be in the examination of government banks and all government jobs

পদ্মা সেতু (About Padma Bridge In Bangladesh)

পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে ?
উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর
🕳️ শেষ/৪১ তম স্প্যানটি বসানো হয় কোথায় ?
উত্তরঃ ১২ ও ১৩ নম্বর খুটির উপরে
🕳️ সেতুর মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৯.৩০ কি.মি .(৩. ১৫ কি.মি . সংযোগ সড়কসহ)
🕳️ শুধু সেতুটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬ .১৫ কি.মি .
🕳️ সংযোগকারি স্থানসমূহ কি কি ?
উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া এবং শরিয়তপুরের জাজিরা।
🕳️ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে কবে?
উত্তরঃ ২০২১ সালের ডিসেম্বরে।
🕳️ ৪১ তম স্প্যান বসে কবে ?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০
🕳️ মোট স্প্যান কতটি ?
উত্তরঃ ৪১ টি
🕳️ প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ১৫০ মিটার।
🕳️ প্রকল্পের সার্বিক অগ্রগতি কতভাগ?
উত্তরঃ ৮২.৫%
🕳️ সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে?
উত্তরঃ মোট ২৯ টি জেলার সাথে ,দক্ষিন ও দক্ষিন পশ্চিমের ২১ টি জেলার সাথে।
🕳️ মোট পিলার কতটি ?
উত্তরঃ ৪২ টি
🕳️ ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে কতদিন?
উত্তরঃ ৩ বছর ২ মাস ১০ দিন।
🕳️ প্রথম স্প্যানটি বসানো হয় কোথায়?
উত্তরঃ ৩৭ ও ৩৮ নম্বর খুটির/পিলারের উপর

পদ্মা সেতু সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্যঃ 

Necessary Information About Padma Bridge

◼️ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
◼️ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
◼️ পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিলো - ২০১৪ সালের ডিসেম্বরে
◼️ প্রতিটি স্প্যানের ওজন -৩২০০ টন
◼️ পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
◼️ পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় যে দিবসে-বিশ্ব মানবাধিকার দিবস
◼️ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
◼️ পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’।
◼️ এর আগে দীর্ঘতম সড়ক সেতু ছিলো-যমুনা সেতু
◼️ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু -হার্ডিঞ্জ ব্রিজ
◼️ পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে (যা বিশ্বে প্রথম)।
◼️ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড।
◼️ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
◼️ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট।
◼️ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
◼️ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু-পদ্মা সেতু
◼️ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার।
◼️ পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি, স্প্যান ৪১টি।
◼️ প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
◼️ নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু-পদ্মা সেতু
◼️ পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
◼️ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
◼️ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।
◼️ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।
◼️ পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
◼️ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।


বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিছু তথ্য (About the national flag of Bangladesh)

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন - কামরুল হাসান
জাতীয় পতাকার আকার - ১০:৬
 
সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হয় - ২ মার্চ ১৯৭১ সালে
 
জাতীয় পতাকার বিভিন্ন আকৃতি - 
🕳️ ভবনে ব্যবহারের জন্য পতাকার আকৃতি
১০ ফুট×৬ ফুট, 
৫ ফুট×৩ ফুট, 
২.৫ ফুট×১.৫ ফুট
🕳️ আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ 
১০ ইঞ্চি×৬ ইঞ্চি
🕳️ মোটর গাড়িতে ব্যবহারের জন্য বিভিন্ন আকৃতি
১৫ ইঞ্চি×৯ ইঞ্চি,
১০ ইঞ্চি×৬ ইঞ্চি
🕳️ পতাকার দৈর্ঘ্য,প্রস্থ ও মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫:৩:১

🕳️ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্নিত থাকে?
উঃ ৪ টি
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
উঃ ৫:৩
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকা কে সর্বপ্রথম উত্তোলন করেন?
উঃ আ.স.ম আব্দুর রব(পূর্ণ নাম- আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব)
🕳️ বাংলাদেশের পতাকা প্রথম বারের মত উত্তোলন করা হয়?
উঃ কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
🕳️ বাংলাদেশের রণ সংগীত এর রচিয়তা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
🕳️ বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উঃ এ এন সাহা
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকায় কোন কোন রং রয়েছে?
উঃ লাল ও সবুজ
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উঃ কামরুল হাসান
🕳️ জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখ?
উঃ ২ মার্চ
🕳️ কে একমাত্র উড়োজাহাজে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন?
উঃ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
উঃ ১৭ জানুয়ারি ১৯৭২
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের জাতীয় পতাকার?
উঃ জাপানের
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকায় কয়টি রং আছে?
উঃ দুইটি
🕳️ মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে?
উঃ শিব নারায়ণ দাস।
🕳️ বাংলাদেশের জাতীয় পতাকার রং কি?
উঃগাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত

বাংলাদেশে উপজাতিদের বাসস্থান (Tribes in Banglades)

চাকমা – রাঙ্গামাটি ও খাগড়াছড়ি
সাঁওতাল – রাজশাহী ও দিনাজপুর
রাখাইন – পটুয়াখালী※ পাংখো – বান্দরবান
গারো – ময়মনসিংহ
খুমি – বান্দরবান
মনিপুরী – সিলেট
তনচংগা – রাঙ্গামাটি
মুরং – বান্দরবানের গভীর অরণ্যে
কুকি – সাজেক ভেলী (রাঙ্গামাটি)
হুদি – নেত্রকোনা
খাসিয়া – সিলেট
ওরাও – বগুড়া, রংপুর
রনজোগী – বান্দরবানের গভীর অরণ্যে
মারমা – Cox’s bazar , বান্দরবান ও পটুয়াখালী
হাজং – ময়মনসিংহ ও নেত্রকোনা
রাজবংশী – রংপুর
টিপরা – খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম
লুসাই – পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাঃ

◻️ জাতীয় স্মৃতিসৌধ - সাভার
◻️ জাতীয় সংসদ ভবন - শেরে বাংলা নগর, ঢাকা
◻️ মুজিবনগর স্মৃতিসৌধ - মেহেরপুর জেলার মুজিবনগর
◻️ রাজারবাগ স্মৃতিসৌধ - গগনবাড়ি, সাভার
◻️ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ - ঢাকা মিরপুর
◻️ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ - ঢাকা সেনানিবাস
◻️ কেন্দ্রীয় শহীদ মিনার - ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ

ঢাকা বিশ্ববিদ্যালয়

◻️ স্বাধীনতা সংগ্রাম - ফুলার রোড,  ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ অপরাজেয় বাংলা - ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন
◻️ রাজু ভাস্কর - ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
◻️ স্বামী বিবেকানন্দ - জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ মা ও শিশু - মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ নারী, শিশু ও পুরুষ - ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ কৃষক পরিবার - জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা
◻️ ক্যাকটাস - ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ দোয়েল চত্বর - ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল
◻️ জয় বাংলা জয় তারুণ্য - ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ স্বোপার্জিত স্বাধীনতা - ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
◻️ শান্তির পাখি - টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়
◻️ বেগম রোকেয়া ভাস্কর্য - রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

◻️ সংশপ্তক - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
◻️ সর্বোচ্চ শহীদ মিনার - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
◻️ অমর একুশে - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

◻️ স্মরণ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
◻️ স্মারক - চট্টগ্রাম বিশ্ববিদ্যায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

◻️ একাত্তরের গণহত্যা ভাস্কর - জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

◻️ মুক্তবাংলা - ইসলামী বিশ্ববিদ্যালয়

কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

◻️ সোনার বাংলা - কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়

◻️ জয় বাংলা - পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

◻️ অদম্য বাংলা - খুলনা বিশ্ববিদ্যালয়
◻️ দুর্বার বাংলা - খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

◻️ সাবাস বাংলাদেশ - রাজশাহী বিশ্ববিদ্যালয়
◻️ গোল্ডেন জুবিলী টাওয়ার - রাজশাহী বিশ্ববিদ্যালয়
◻️ বিদ্যার্ঘ - রাজশাহী বিশ্ববিদ্যালয়

৭১

◻️ পতাকা ৭১ - মুন্সিগঞ্জ
◻️ প্রত্যয় ৭১ - মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়
◻️ চেতনা ৭১ - কুষ্টিয়া
◻️ বিজয় ৭১ - কৃষি বিশ্ববিদ্যালয়
◻️ অপরাজেয় ৭১ - ঠাকুরগাঁও
◻️ প্রবাহমান ৭১ - মাদারীপুর
◻️ মৃত্যুঞ্জয়ী ৭১ - শ্রীমঙ্গল, মৌলভীবাজার
◻️ অন্ধুরিত যুদ্ধ ৭১ - মুন্সিগঞ্জ
◻️ জয়তা ৭১ - ইডেন মহিলা কলেজ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url