BCS General Science ও Bangla কনফিউশন করা কিছু প্রশ্ন


প্রতিদিন বিজ্ঞান
General Science 
১. প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর : পরিবহন পদ্ধতিতে।
১. প্রশ্ন : তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর : পরিচলন পদ্ধতিতে।
৩. প্রশ্ন : গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?
উত্তর : সাদা।
৪. প্রশ্ন : শীতকালে কেন কালো কাপড় পরিধান করা ভালো?
উত্তর : কালো কাপড় তাপ শোষণ করে বলে।
৫. প্রশ্ন : রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?
উত্তর : তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়।
৬. প্রশ্ন : শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
উত্তর : বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে।
৭. প্রশ্ন : সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয়?
উত্তর : প্রতিধ্বনি দিয়ে।
৮. প্রশ্ন : কম্পনাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্মতা কী হয়?
উত্তর : বাড়ে।
৯. প্রশ্ন : তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্মতা কী হয়?
উত্তর : কমে।
১০. প্রশ্ন : বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?
উত্তর : আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি।
১১৷ মানুষ যে খনিজ পদার্থ বেশী খায়? =ক্যালসিয়াম ।
১২. প্রশ্ন : আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তর : মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।
১৩. প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?
উত্তর : শূন্য।
১৪. প্রশ্ন : পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
উত্তর : অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য।
১৫. প্রশ্ন : কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর : কালো।
১৬. প্রশ্ন : কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?
উত্তর : ৩টি।
১৭. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
উত্তর : বিকিরণ পদ্ধতিতে।
১৮. নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবানপাথরগুলো? =অ্যালুমিনিয়ামের যৌগ ।
১৯. পানি পরিশোধনে ব্যবহৃত হয়? =ফিটকিরি ।
২০. ল্যাবরেটরিতে শুস্ককারক ও নিরুপক হিসাবে ব্যবহৃত হয়? =কুইক লাইম ।
২১. উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী হয়? =ডুরালুমিন (অ্যালুমিনিয়াম)দিয়ে।
২২. চাঁদের নাম অনুসারে মৌলের নাম? =সেলিনিয়াম
২৩. কাগজে ঘষলে দাগ কাটে? =লেড ।
২৪. প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? =অ্যালুমিনিয়াম ।
২৫. একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী? =গ্রাফাইট ।
২৬. ছুরি দ্বারা সহজে কাটা যায়? =সোডিয়াম ।
২৭.সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জ্বলে ওঠে? =সোডিয়াম ।
২৮. আতশবাজি ও ফটোগ্রাফির ফ্লাশ পাওডার তৈরীতে ব্যবহৃত হয়? =ম্যাগনেসিয়াম পাউডার ।
২৯. সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয়? =ম্যাগনেসিয়াম ।
৩০. প্রশ্ন : চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তর : বাতাস নেই বলে।
৩১. প্রশ্ন : শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন?
উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে।
৩২৷স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়? =ক্যারেট দিয়ে
৩২. প্রশ্ন : প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী?
উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি
১৪. প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর : কঠিন মাধ্যমে।

* অধাতু হওয়া সত্বেও যে মৌলটি বিজারকঃ হাইড্রোজেন
* প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌলঃ ইউরেনিয়াম
* এভিকালচার মানেঃ পাখি পালন বিদ্যা
* অগ্নি নির্বাপক খনিজ পদার্থঃ এসবেসটস
* ব্রোমিনের বর্ণ লাল, ক্লোরিনের সবুজাভ হলুদ
* সর্বপ্রথম বেতার যন্ত্র আবিষ্কার করেনঃ মার্কনি
* ডিজিটাল ঘড়িতে যে অনুজ্জ্বল লেখা ফুটে উঠে তাঃ LCD
* বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয়ঃ 1940 সালে
* টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয়ঃ মৃদু রন্জন রশ্মি

কনফিউশন
বিসিএস পরীক্ষার কনফিউশন করা কিছু প্রশ্ন ও উত্তর দেখুন  যেগুলো ভিন্ন ভিন্ন বইতে উত্তর ভিন্ন ভিন্ন দেওয়া আছে -
১। চর্যাপদের প্রাচীনতম কবি সরহ পা নাকি শবর পা না লুইপা ?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে - শবর পা । তিনি লুইপার গুরু। লুইপাকে আদি চর্যাকার বাংলা বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি বলা হয় ।
২।চর্যাপদের বাঙালী কবি কে?-ভুসুকু পা নাকি শবর পা নাকি সরহ পা?
উত্তর : ভুসুকু নিজেকে বাঙালী হিসেবে তুলে ধরেন( চর্যার ৪৯ নং পদ) , শবর পা ছিলেন বঙ্গ দেশ বা বাংলাদেশের মানুষ , আর সরহ পা পূর্ববঙ্গের রাজ্ঞীদেশের উত্তরবঙ্গ - কামরুপে জন্মগ্রহণ করেন) তাই সঠিক উত্তর শবর পা বেশি গ্রহণযোগ্য।
চর্যাপদের পদকর্তা কাহ্নপাদ কয়টি পদ লিখেছেন? ক) ১২টি ( লাল নীল দীপাবলী) খ) ১৩টি( বিভিন্ন গাইড বইয়ে)
উত্তর :১৩ টি । ৭,৯,১০,১১.১২,১৩,১৮,১৯,৩৬,৪০,৪২,৪৫ পাওয়া গেছে , যায় নি ২৪।
৩ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক,সৈয়দ হামজা
খ.ফকির গরিবুল্লাহ
উত্তর : ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম ও শ্রেষ্ঠতম কবি ফকির গরিবুল্লাহ। সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের অন্যতম কবি।
৪ রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতায়' কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
১) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর :সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫ ।বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? চণ্ডিদাস নাকি বিদ্যাপতি?
উত্তর: বিদ্যাপতি তিনি মুলত অবাঙালি কবি ।বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডিদাস ।
৬।মেঘনাদ বধ কাব্য কোন রসের ?
১. করুণ রস ২.বীর রস
উত্তর : করুণ রস । প্রথমের দিকে বীররসে কথা থাকলেও পরবর্তীতে গোটা মেঘনাদ বধ কাব্য করুণ রসে ভরপুর!
৬।বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি
ক.ফুলমণি ও করুনার বিবরণ
খ.কৃপার শাস্ত্রের অর্থভেদ
উত্তর : কৃপার শাস্ত্রের অর্থভেদ।
৮।মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. আলাওল
খ. মুকুন্দরাম চক্রবর্তী
গ. ভারতচন্দ্র রায়গুনাকর
উত্তর : ভারতচন্দ্র রায়গুনাকর । তিনি মধ্যযুগের সর্বশেষ কবিও বটে ।আলাওলকে পণ্ডিত কবি বলা হয় । মুকুন্দরাম চক্রবর্তী ' চন্ডীমঙ্গল " কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি ।
৯।বারান্দা শব্দটি কোন ভাষা হতে আগত?
ক.প্রফেসরস বাংলায় দেয়া "ফারসি"----সূত্র: বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান।
খ.পর্তুগিজ......সৌমিত্র শেখর
উত্তর : যেহেতু বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে ফারসি দেওয়া আছে তাই ফারসি সঠিক উত্তর হবে ।
১০।তোশক শব্দটি কোন ভাষা হতে আগত?
(ক)নবম দশম শ্রেণির ব্যাকরণে....ফারসি
( খ)সৌমিত্র শেখর......তুর্কি
.উত্তর : যেহেতু নবম দশম শ্রেণির ব্যাকরণে " ফারসি " দেয়া আছে সুতরাং ওটাই উত্তর হিসেবে বেশি গ্রহণযোগ্য।



বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা
Liberation war related
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
১,রাইফেল রোটি আওরাত;আনোয়ার পাশা।
২,জাহান্নাম হইতে বিধায়;শওকত ওসমান।
৩,ওংকার;আহমদ ছফা।
৪,হাঙ্গর নদী গ্রেনেড;সেলিনা হোসেন।
৫,খাঁচায়;রশীদ হায়দার।

কবিতাঃ
১,মুক্তিযোদ্ধা;জসীমউদদীন।
২,দগ্ধগ্রাম;জসীমউদদীন।
৩,বন্দী শিবির থেকে;শামসুর রহমান।
৪,পুত্রদের প্রতি;আবুল হোসেন।
৫,প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে;সুফিয়া কামাল।

নাটকঃ
১,পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২,বকুলপুরের স্বাধীনতা;মমতাজউদদীন আহমদ।
৩,নরকে লাল গোলাপ;আলাউদদীন আল আজাদ।
৪,আয়নায় বন্ধুর মুখ;আবদুল্লাহ আল মামুন।
৫,যে অরন্যে আলো নেই;নীলিমা ইব্রাহিম।

স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ
১,ক্রতিদাসের হাসি;১৯৬২;শওকত ওসমান।
২,কিষাণ;১৯৬৯;ইন্দু সাহা।
৩,রাঙ্গা প্রভাত;১৯৫৭;আবুল ফজল।
৪,নীড় সন্ধানী;১৯৬৮;আনোয়ার পাশা।
৫,বিদ্রোহী কৈবর্ত;১৯৬৯;সত্যেন সেন।
.
চলচ্চিত্রঃ
১,ওরা ১১ জন;চাষী নজরুল ইসলাম।
২,গেরিলা;নাসির উদ্দীন ইউসুফ।
৩,লাল সবুজ;শহীদুল ইসলাম।
৪,আমার দেশের মাটি;অনন্ত হীরা।
৫,প্রত্যাবর্তন;মোস্তফা কামাল।

প্রামান্য চিত্রঃ
১,দুঃসময়ের বন্ধু;শাহরিয়ার কবির।
২,১৯৭১;তানভীর মোকাম্মেল।
৩,স্টপ জেনোসাইড;জহির রায়হান।
৪,মুক্তির গান;তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
৫,লিবারেল ফাইটার্স;আলমগীর কবির।

ছোটগল্পঃ
১,একাত্তরের যীশু;শাহরিয়ার কবির।
২,জন্ম যদি তব বঙ্গে;শওকত ওসমান।
৩,নামহীন গোত্রহীন;হাসান আজিজুল হক।
৪,মিলির হাতে স্টেনগান;আখতারুজ্জামান ইলিয়াস।
৫,বীরাঙ্গনার প্রেম;বিপ্রদাস বড়ুয়া।

স্মৃতিকথাঃ
১,আমি বিজয় দেখেছি;এম আর আখতার মুকুল।
২,একাত্তরের দিনগুলি;জাহানারা ইমাম।
৩,একাত্তরের ডায়েরী;সুফিয়া কামাল।

প্রবন্ধঃ
১,A search for identity;মে.মো.আবদুল জলিল
২,The liberation of Bangladesh;মে.জে,সুখওয়ান্ত সিং।
৩,একাত্তরে ঢাকা;সেলিনা হোসেন।
৪,আমি বীরাঙ্গনা বলছি;ড.নীলিমা ইব্রাহিম।
বিদেশী ভাষার বইঃ
১,The rape of Bangladesh;অ্যান্থনি মাসকারেনহাস।
২,Legacy of Blood ;অ্যান্থনি মাসকারেনহাস।
৩,The testimony of sixty;Oxfam
৪,A search for identity;
৫,The liberation of Bangladesh;

স্থাপত্যঃ
১,জাতীয় স্মৃতিসৌধ;সাভার;সৈয়দ মইনুল হোসেন।
২,বুদ্ধিজীবী স্মৃতিসৌধ;মিরপুর;মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
৩,স্বোপার্জিত স্বাধীনতা;ঢাবি;শামীম শিকদার;
৪,সংশপ্তক;জাবি.
৫,অপরাজেয় বাংলা;ঢাবি;সৈয়দ আবদুল্লাহ খালেদ।

গানঃ
১,মোরা একটি ফুলকে বাচাব;গোবিন্দ হালদার।
২,জন্ম আমার ধন্য হল;নাঈম গহর।
৩,জনতার সংগ্রাম চলবেই;সিকানদার আবু জাফর।
৪,শুন একটি মুজিবুরের;গৌরিপ্রসন্ন মজুমদার।
৫,নোঙ্গর তোল তোল;নাঈম গহর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url