বিসিএস বাংলা ব্যাকরণ - খুব সহজেই পদ নির্নয় এবং পদ কাকে বলে ? ৫ প্রকার পদের বিশ্লেষণ
BCS Preliminary Suggestion Bangla
যে কোন চাকরির পরীক্ষায় সাধারণত দুই থেকে তিনটি প্রশ্ন পদ নির্ণয় সংক্রান্ত দেয়া হয় । সাধারণত বিসিএস ও শিক্ষক নিবন্ধন এছাড়াও সরকারি চাকরির পরীক্ষা তে পদ নিম্ন সংক্রান্ত প্রশ্ন দেয়া হয়।
পদ নিয়ে বিস্তারিত ভালো করে জেনে নিন । খুব বেশি কঠিন নয় একটু বুঝে পড়লেই পারবেন ।
যেহেতু চাকরির পরীক্ষার জন্য পড়তে হচ্ছে তাই কাকে বলে, উৎস ইত্যাদি পড়ে সময় নষ্ট করার দরকার নেই । এগুলো সকলেই কমবেশি জানে ।
পদ ৫ প্রকার -
√ ১.বিশেষ্য
√ ২.বিশেষণ
√ ৩.সর্বনাম
√ ৪. অব্যয়
√ ৫.ক্রিয়া
১. বিশেষ্যঃ নাম বোঝায়
যেমনঃ মানুষের নাম , কোন স্থানের নাম, প্রাণীর নাম, বিশেষ কোন জায়গার নাম ।
২.বিশেষণঃ দোষগুণ বোঝায়
যেমনঃ পাকা আম, ভালো, দ্রুত ইত্যাদি ।
৩.সর্বনামঃ বিশেষ্য এর পরিবর্তে ব্যবহার হয়
যেমনঃ সে, তিনি, তারা ইত্যাদি
৪.অব্যয়ঃ বাক্যের সংযোগ স্থাপন করে
যেমনঃ এবং , ও , কিন্তু , বরং ইত্যাদি
৫.ক্রিয়াঃ কার্যসম্পাদন বুঝায়
যেমনঃ করা , বলা , চলা ইত্যাদি
কিছু উদাহরণ দেখে নিনঃ
√ ১. সে দীর্ঘদিন পরে বাড়ি যাচ্ছে -
এখানে সে বিশেষ্য পদ, দীর্ঘদিন বিশেষণ পদ, বাড়ি বিশেষ্য পদ, যাচ্ছে ক্রিয়াপদ ।
√ ২. আমি বই পড়তে ভালোবাসি -
এখানে আমি সর্বনাম পদ, বই বিশেষ্য পদ , পড়া ক্রিয়াপদ , ভালোবাসি বিশেষণ পদ ।
√ ৩. নাহিদ তাদেরকে পাকা আম ও লিচু খেতে বলল -
বিশেষ্য: নাহিদ
বিশেষণ: পাকা আম, লিচু
সর্বনাম: তাদের
অব্যয়: ও
ক্রিয়া: খেতে
যারা পূর্বে এই অধ্যায়টি পড়েছেন তারা ওপরের আলোচনা থেকে বেশ কিছু ধারনা পেয়েছেন ।
যাদের বুঝতে খুব বেশি সমস্যা তারা নিচে দেখুন, বিস্তারিত ভাবে পদ সম্পর্কে দেওয়া হলো -
ভালো করে বুঝতে নিচে পদ এর খুঁটিনাটি দেখে নিন -
ব্যক্তির নামঃ রহিম করিম আনিস মাইকেল ইত্যাদি
ভৌগোলিক স্থানের নামঃ ঢাকা দিল্লি লন্ডন ইত্যাদি
ভৌগোলিক সংজ্ঞাঃ নদী পর্বত সমুদ্র মেঘনা হিমালয় সাগর ইত্যাদি
গ্রন্থের নামঃ গীতাঞ্জলি দেশে-বিদেশে বিশ্বনবী
জাতিবাচক নামঃ মানুষ গরু পাখি গাছ পর্বত নদী
বস্তুবাচক নামঃ বই খাতা কলম থালা বাটি মাটি চাল চিনি লবণ পানি
সমষ্টিবাচক নামঃ সভা জনতা সমিতি পঞ্চায়েত মাহফিল দল
ভাববাচক নামঃ গমন দর্শন ভজন শয়ন দেখা শোনা
গুণবাচক নামঃ সুখ দুঃখ যৌবন স্বাস্থ্য সুন্দর
বিশেষণ পদ -
বিশেষণ দুই ভাগে বিভক্তঃ ১.নাম বিশেষণ ২.ভাব বিশেষণ
১.নাম বিশেষণঃ
◼️ রুপ বাচক শব্দঃ✓ নীল আকাশ ✓সবুজ মাঠ ✓কালো মেঘ
◼️ গুনবাচক শব্দঃ ✓চৌকস লোক ✓দক্ষ কারিগর ✓ঠান্ডা হাওয়া
◼️ অবস্থাবাচকঃ ✓তাজা মাছ ✓রোগা ছেলে ✓খোঁড়া পা
◼️ সংখ্যাবাচক শব্দঃ ✓হাজার লোক ✓দশ দশা ✓শ টাকা
◼️ ক্রমবাচক শব্দঃ ✓দশম শ্রেণী ✓৭০ পৃষ্ঠা ✓প্রথমা কন্যা
◼️ পরিমাণ বাচক শব্দঃ ✓৫% ভূমি ✓হাজার টন জাহাজ ✓১ কেজি চাল ✓দু কিলোমিটার রাস্তা
◼️ অংশ বাচক শব্দ: ✓অর্ধেক সম্পত্তি ✓ষোলআনা দখল ✓সিকি পথ
◼️ উপাদান বাচক শব্দ: ✓বেলে মাটি ✓মাটির কলসি ✓পাথরের মূর্তি
◼️ প্রশ্ন বাচক শব্দ: ✓কতদূর পথ? ✓কেমন অবস্থা?
◼️ নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ : ✓এই লোক ✓সেই ছেলে ✓২৬শে মার্চ
◼️ ক্রিয়াজাত শব্দ : ✓হারানো সম্পত্তি ✓খাবার পানি ✓অনাগত দিন
◼️ অব্যয় জাত শব্দ: ✓আচ্ছা মানুষ ✓উপরি পাওনা ✓হঠাৎ বড়লোক
◼️ সর্বনাম জাত শব্দ: ✓কবেকার কথা ✓কোথাকার কে ✓ স্বীয় সম্পত্তি
◼️ সমাস সিদ্ধ শব্দ: ✓বেকার, ✓নিয়মবিরুদ্ধ, ✓জ্ঞানহারা ,✓চৌচালা ঘর
◼️ অনুকার অব্যয় শব্দ: ✓কনকনে শীত, ✓ধিকি ধিকি আগুন , ✓শনশনে হাওয়া, ✓টসটসে ফল ,
ভৌগোলিক স্থানের নামঃ ঢাকা দিল্লি লন্ডন ইত্যাদি
ভৌগোলিক সংজ্ঞাঃ নদী পর্বত সমুদ্র মেঘনা হিমালয় সাগর ইত্যাদি
গ্রন্থের নামঃ গীতাঞ্জলি দেশে-বিদেশে বিশ্বনবী
জাতিবাচক নামঃ মানুষ গরু পাখি গাছ পর্বত নদী
বস্তুবাচক নামঃ বই খাতা কলম থালা বাটি মাটি চাল চিনি লবণ পানি
সমষ্টিবাচক নামঃ সভা জনতা সমিতি পঞ্চায়েত মাহফিল দল
ভাববাচক নামঃ গমন দর্শন ভজন শয়ন দেখা শোনা
গুণবাচক নামঃ সুখ দুঃখ যৌবন স্বাস্থ্য সুন্দর
বিশেষণ পদ -
বিশেষণ দুই ভাগে বিভক্তঃ ১.নাম বিশেষণ ২.ভাব বিশেষণ
১.নাম বিশেষণঃ
◼️ রুপ বাচক শব্দঃ✓ নীল আকাশ ✓সবুজ মাঠ ✓কালো মেঘ
◼️ গুনবাচক শব্দঃ ✓চৌকস লোক ✓দক্ষ কারিগর ✓ঠান্ডা হাওয়া
◼️ অবস্থাবাচকঃ ✓তাজা মাছ ✓রোগা ছেলে ✓খোঁড়া পা
◼️ সংখ্যাবাচক শব্দঃ ✓হাজার লোক ✓দশ দশা ✓শ টাকা
◼️ ক্রমবাচক শব্দঃ ✓দশম শ্রেণী ✓৭০ পৃষ্ঠা ✓প্রথমা কন্যা
◼️ পরিমাণ বাচক শব্দঃ ✓৫% ভূমি ✓হাজার টন জাহাজ ✓১ কেজি চাল ✓দু কিলোমিটার রাস্তা
◼️ অংশ বাচক শব্দ: ✓অর্ধেক সম্পত্তি ✓ষোলআনা দখল ✓সিকি পথ
◼️ উপাদান বাচক শব্দ: ✓বেলে মাটি ✓মাটির কলসি ✓পাথরের মূর্তি
◼️ প্রশ্ন বাচক শব্দ: ✓কতদূর পথ? ✓কেমন অবস্থা?
◼️ নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ : ✓এই লোক ✓সেই ছেলে ✓২৬শে মার্চ
◼️ ক্রিয়াজাত শব্দ : ✓হারানো সম্পত্তি ✓খাবার পানি ✓অনাগত দিন
◼️ অব্যয় জাত শব্দ: ✓আচ্ছা মানুষ ✓উপরি পাওনা ✓হঠাৎ বড়লোক
◼️ সর্বনাম জাত শব্দ: ✓কবেকার কথা ✓কোথাকার কে ✓ স্বীয় সম্পত্তি
◼️ সমাস সিদ্ধ শব্দ: ✓বেকার, ✓নিয়মবিরুদ্ধ, ✓জ্ঞানহারা ,✓চৌচালা ঘর
◼️ অনুকার অব্যয় শব্দ: ✓কনকনে শীত, ✓ধিকি ধিকি আগুন , ✓শনশনে হাওয়া, ✓টসটসে ফল ,
✓তকতকে মেঝে
◼️ কৃদন্ত শব্দ: ✓কৃতিসন্তান ,✓জানাশোনা লোক, ✓পায়ে চলা পথ, ✓হৃত সম্পত্তি, ✓অতীত কাল
◼️ তদ্ধিতান্ত শব্দ: ✓জাতীয় সম্পদ ,✓নৈতিক বল, ✓মেঠোপথ
◼️ উপসর্গ যুক্ত শব্দ: ✓নিখুঁত কাজ ,✓অপহৃত সম্পদ, ✓নির্জলা মিথ্যে
◼️ বিদেশি শব্দ: ✓নাস্তানাবুদ অবস্থা, ✓লাওয়ারিশ মাল ,✓লাখেরাজ সম্পত্তি, ✓দরপত্তনি তালুক
২. ভাব বিশেষণ -
◼️ ক্রিয়া বিশেষণ: ধীরে ধীরে বায়ু বয়, পরে একবার এসো
◼️ বিশেষণীয় বিশেষণ:সামান্য একটু দুধ দাও, এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, রকেট অতি দ্রুত চলে
◼️ অব্যয়ের বিশেষণ : ধিক তারে ,শত ধিক নির্লজ্জ যে জন
◼️ বাক্যের বিশেষণ: দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
◼️ কৃদন্ত শব্দ: ✓কৃতিসন্তান ,✓জানাশোনা লোক, ✓পায়ে চলা পথ, ✓হৃত সম্পত্তি, ✓অতীত কাল
◼️ তদ্ধিতান্ত শব্দ: ✓জাতীয় সম্পদ ,✓নৈতিক বল, ✓মেঠোপথ
◼️ উপসর্গ যুক্ত শব্দ: ✓নিখুঁত কাজ ,✓অপহৃত সম্পদ, ✓নির্জলা মিথ্যে
◼️ বিদেশি শব্দ: ✓নাস্তানাবুদ অবস্থা, ✓লাওয়ারিশ মাল ,✓লাখেরাজ সম্পত্তি, ✓দরপত্তনি তালুক
২. ভাব বিশেষণ -
◼️ ক্রিয়া বিশেষণ: ধীরে ধীরে বায়ু বয়, পরে একবার এসো
◼️ বিশেষণীয় বিশেষণ:সামান্য একটু দুধ দাও, এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, রকেট অতি দ্রুত চলে
◼️ অব্যয়ের বিশেষণ : ধিক তারে ,শত ধিক নির্লজ্জ যে জন
◼️ বাক্যের বিশেষণ: দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
বিশেষ্য ও বিশেষণ এর পার্থক্যঃ
পার্থক্যঃ | বিশেষণ | বিশেষ্য |
ভালো | ভালো বাড়ি পাওয়া কঠিন | আপন ভালো সবাই চাই |
মন্দ | মন্দ কথা বলতে নেই | এখানে কি মন্দটা তুমি দেখলে ? |
পুণ্য | তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক | পুণ্যে মতি হোক |
নিশীথ | নিশীথ রাতে বাজছে বাঁশি | গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত |
শীত | শীতকালে কুয়াশা পড়ে | শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার |
সত্য | সত্য পথে থেকে সত্য কথা বল | এ এক বিরাট সত্য |
সর্বনাম পদ -
ব্যক্তিবাচক বা পুরুষ বাচকঃ আমি, আমরা, তুমি, তোমরা , সে , তারা , তাহারা , তিনি , তারা ,এ ,এরা , ও , ওরা
আত্মবাচকঃ স্বয়ং , নিজে , খোদ , আপনি
সৌমিপ্য বাচকঃ এই , এরা , ইহারা , ইনি
দূরত্ব বাচকঃ ঐ , ঐসব
সাকুল্যবাচকঃ সব , সকল , সমুদয় , তাবৎ
প্রশ্নবাচকঃ কে , কি , কোন , কাহা , কার , কিসে
অনির্দিষ্টতা জ্ঞাপকঃ কোন , কেহ , কেউ , কিছু
ব্যতিহারিকঃ আপনা , আপনি , নিজে , নিজে , আপসে , পরস্পর
সংযোগ জ্ঞাপকঃ যে , যিনি , যারা , যাহারা
অন্যাদিবাচকঃ অন্য , অপর , পর
পুরুষভেদে ব্যক্তিবাচক সর্বনাম
রুপ | উত্তম পুরুষ | মধ্যম পুরুষ | নাম পুরুষ |
সাধারণ | আমি, আমরা, আমাকে ,আমাদিগক, আমার ,আমাদের | তুমি, তোমরা, তোমাকে, তোমারা, তোমাদের, তোমাদিগকে | সে, তারা , তাহারা , তাকে, তাহাকে |
সম্ভ্রমাত্নক | আপনি , আপনারা, আপনার, আপনাকে আপনাদের | তিনি , তাঁহারা ,তাঁদের , তাঁহাদের , তাঁদেরকে তাঁকে, ইনি, ইহাদের , এঁদের, ইহাকে , এঁকে , উনি, ওঁর ,ওঁরা , ওঁদের | |
ঘনিষ্ঠতা-জ্ঞাপক | ইহা , ইহারা এই , এ , এরা , উহা , উহারা, ও , ওরা , ওদের |
এগুলো পরীক্ষায় হয়তো লিখতে বলা হবে না তবে এগুলো জানা থাকলে আপনি বুঝতে পারেন এগুলো সব সর্বনাম পদের আওতায় পরে ।
অব্যয় পদ -
বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে -
১.বাংলা অব্যয় শব্দ
২.তৎসম অব্যয় শব্দ
৩.বিদেশি অব্যয় শব্দ
বাংলা অব্যয় শব্দঃ আর, আবার, ও, হা , না ইত্যাদি
তৎসম অব্যয়ঃ যদি, যথা , সদা , সহসা , হঠাৎ , অর্থাৎ , বরং , পুনশ্চ , আপাতত , বস্তুত ইত্যাদি
শব্দ বিদেশি অব্যয় শব্দঃ খুব , সাবাস , খাসা , মাইরি , মারহাবা , বহুত , আলবদ ইত্যাদি
বিবিধ উপায়ে গঠিত অব্যয় শব্দঃ
একাধিক অব্যয় শব্দ যোগেঃ কদাপি , নতুবা , অতএব , অথবা ইত্যাদি
আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুইবার প্রয়োগঃ ছি ছি , ধিক ধিক , বেশ বেশ ইত্যাদি
দুটি ভিন্ন শব্দ যোগেঃ মোটকথা , হয় তুই , যেহেতু , নইলে ইত্যাদি
অনুকার শব্দ যোগেঃ কুহু কুহু , গুনগুন , ঘেউ ঘেউ , শন শন , ছল ছল ইত্যাদি
✓ সুন্দর মানুষকে নিজের দিকে টানে - সুন্দর শব্দটি কোন পদ ? [১৫তম শিক্ষক নিবন্ধন]বাংলা অব্যয় শব্দঃ আর, আবার, ও, হা , না ইত্যাদি
তৎসম অব্যয়ঃ যদি, যথা , সদা , সহসা , হঠাৎ , অর্থাৎ , বরং , পুনশ্চ , আপাতত , বস্তুত ইত্যাদি
শব্দ বিদেশি অব্যয় শব্দঃ খুব , সাবাস , খাসা , মাইরি , মারহাবা , বহুত , আলবদ ইত্যাদি
বিবিধ উপায়ে গঠিত অব্যয় শব্দঃ
একাধিক অব্যয় শব্দ যোগেঃ কদাপি , নতুবা , অতএব , অথবা ইত্যাদি
আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুইবার প্রয়োগঃ ছি ছি , ধিক ধিক , বেশ বেশ ইত্যাদি
দুটি ভিন্ন শব্দ যোগেঃ মোটকথা , হয় তুই , যেহেতু , নইলে ইত্যাদি
অনুকার শব্দ যোগেঃ কুহু কুহু , গুনগুন , ঘেউ ঘেউ , শন শন , ছল ছল ইত্যাদি
বিগত চাকরির পরীক্ষায় আসা প্রশ্নঃ
ক.বিশেষ্য
খ.বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তর বিশেষ্য
ব্যাখ্যাঃ যে সমস্ত পদ দ্বারা কোন ব্যাক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝানো হয় সেগুলো বিশেষ্য পদ ।
এটি কেন বিশেষণ পদ হবে না ?
ভালো করে লক্ষ করুন এখানে সুন্দর শব্দটি একটি নাম হিসেবে ব্যবহৃত হয়েছে
যদি এরকম হত
◼️ মানুষটি সুন্দর বলে আমি তাকে আসতে বলেছি
এখানে সুন্দর শব্দটি বিশেষণ কারণ এখানে সুন্দর শব্দটি দ্বারা একজন মানুষের দোষগুণ বিচার করা হয়েছে
আরেকটি উদাহরণ
◼️ আপন ভালো সবাই চাই - ভালো শব্দটি কোন পদ ?
উত্তরঃ বিশেষ্য পদ
এখানে এখানেও ভালো শব্দটি দ্বারা দোষ-গুণ বোঝানো হয়নি তাই এটি বিশেষ্য
◼️ যদি বলা হতো "সে অনেক ভালো মানুষ"
তবে এখানে ভালো শব্দটি বিশেষণ হতো কারণ ভালো শব্দটি দ্বারা মানুষ টির দোষগুণ বোঝানো হয়েছে