BCS Bangla Most Important MCQ For Preliminary TEST

১.'ঘটিরাম' অর্থ কী?
ক. চালাক খ. অপদার্থ গ. আসবাবপত্র ঘ. বাতাস
২. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ কী?
ক. অতিরিক্ত বিলাসিতা খ. অসহায়তা গ. অকৃতজ্ঞ ঘ. সঞ্চয়ের প্রবৃত্তি
৩. বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি খ. ১৯টি গ. ২১টি ঘ. ১৮টি
৪. বাকস>বাসক; রিকসা>রিসকা, ব্যঞ্জনের এ ধরনের পরিবর্তনকে কী বলে?
ক. ধ্বনি বিপর্যয় খ. বিষমীভবন গ. ব্যঞ্জন বিকৃতি ঘ. অসমীকরণ
৫. অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ কোনটি?
ক. য ল ব খ. ঙ, চ, ঞ গ. শ, ষ, হ খ. ট, ঠ, ড
৬. বদমাশ, হাঙ্গামা, রোজা_এগুলো কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. পাঞ্জাবি গ. ফারসি ঘ. ফরাসি
৭. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কয় খণ্ডের?
ক. ১০ খণ্ডের খ. ৯ খণ্ডের গ. ১২ খণ্ডের ঘ. ১৩ খণ্ডের
৮. 'সঞ্চয়ন' প্রবন্ধটি রচনা করেন কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. কাজী মোতাহার হোসেন গ. আবুল মনসুর আহমদ ঘ. আহমদ শরীফ
৯. গীতিকাব্য 'অশ্রুমালা' রচনা করেন_
ক. কায়কোবাদ খ. অমিয় চক্রবর্তী গ. মীর মোশাররফ হোসেন ঘ. ফররুখ আহমদ
১০. 'ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমারি অতিথি'র কবি রবীন্দ্রনাথ ঠাকুর কার উদ্দেশে এ উক্তি করেছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১১. মিহির পত্রিকার সম্পাদক কে?
ক. মোজ্জামেল হক খ. দীনেশচন্দ্র দাশ গ. শেখ আবদুর রহীম ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
১২. কবিয়ালদের মধ্যে প্রাচীন কে?
ক. ফকির গরিবুল্লাহ খ. গোজলা গুই গ. রামনিধি গুপ্ত ঘ. রাম বসু
১৩. দুঃখের কবি বলা হয় কাকে?
ক. মুকুন্দরাম চক্রবর্তীকে খ. ভারতচন্দ্র রায়গুণাকরকে গ. অতুলপ্রসাদ সেনকে ঘ. মোজ্জামেল হককে
১৪. 'কাআ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চীএ পইঠা কাল'_চর্যাপদের এ পদটি কার রচনায় পাওয়া যায়?
ক. কাহ্নপা খ. লুইপা গ. ভুসুকপা খ. শবরীপা
১৫. আশরাফ সিদ্দিকী রচিত কবিতা কোনটি?
ক. মানচিত্র খ. বিষকন্যা গ. প্রেমের কবিতা ঘ. কাব্যকাহিনী
১৬. 'ইতিহাস মালা ১৮১২.'_উইলিয়াম কেরি রচিত কতটি গল্পের সংগ্রহ এ বইটিতে আছে?
ক. ১২০টি খ. ১৪০টি গ. ১৫০টি খ. ১৬০টি
১৭. ঝিলিমিলি নাটকটির রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সেলিম আল দীন ঘ. কাজী নজরুল ইসলাম ১৮. 'মানব'-এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে_
ক. মন=ষ্ণ খ. মনু+ষ্য গ. মহান+ষ্ণ ঘ. মনু+ষ্ণ
১৯. 'পঞ্চতন্ত্র' গ্রন্থটি রচনা করেন কে?
ক. সৈয়দ মুজতবা আলী খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. প্যারীচাঁদ মিত্র ঘ. আবুল ফজল
২০. 'কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
ক. ক্ষত খ. আঁচিল গ. কড়া ঘ. রক্ত
.
উত্তরগুলো মিলিয়ে নিন ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ. ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. গ -
উত্তর
১.'ঘটিরাম' অর্থ কী?
ক. চালাক খ. অপদার্থ গ. আসবাবপত্র ঘ. বাতাস
উত্তর: খ
২. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ কী?
ক. অতিরিক্ত বিলাসিতা খ. অসহায়তা গ. অকৃতজ্ঞ ঘ. সঞ্চয়ের প্রবৃত্তি
উত্তর: ঘ
৩. বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি খ. ১৯টি গ. ২১টি ঘ. ১৮টি
উত্তর: গ
৪. বাকস>বাসক; রিকসা>রিসকা, ব্যঞ্জনের এ ধরনের পরিবর্তনকে কী বলে?
ক. ধ্বনি বিপর্যয় খ. বিষমীভবন গ. ব্যঞ্জন বিকৃতি ঘ. অসমীকরণ
উত্তর: ক
৫. অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ কোনটি?
ক. য ল ব খ. ঙ, চ, ঞ গ. শ, ষ, হ খ. ট, ঠ, ড
উত্তর: ক
৬. বদমাশ, হাঙ্গামা, রোজা_এগুলো কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. পাঞ্জাবি গ. ফারসি ঘ. ফরাসি
উত্তর: গ
৭. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কয় খণ্ডের?
ক. ১০ খণ্ডের খ. ৯ খণ্ডের গ. ১২ খণ্ডের ঘ. ১৩ খণ্ডের
উত্তর: ঘ
৮. 'সঞ্চয়ন' প্রবন্ধটি রচনা করেন কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. কাজী মোতাহার হোসেন গ. আবুল মনসুর আহমদ ঘ. আহমদ শরীফ
উত্তর: খ
৯. গীতিকাব্য 'অশ্রুমালা' রচনা করেন_
ক. কায়কোবাদ খ. অমিয় চক্রবর্তী গ. মীর মোশাররফ হোসেন ঘ. ফররুখ আহমদ
উত্তর: ক
১০. 'ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমারি অতিথি'র কবি রবীন্দ্রনাথ ঠাকুর কার উদ্দেশে এ উক্তি করেছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ
১১. মিহির পত্রিকার সম্পাদক কে?
ক. মোজ্জামেল হক খ. দীনেশচন্দ্র দাশ গ. শেখ আবদুর রহীম ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর: গ
১২. কবিয়ালদের মধ্যে প্রাচীন কে?
ক. ফকির গরিবুল্লাহ খ. গোজলা গুই গ. রামনিধি গুপ্ত ঘ. রাম বসু
উত্তর: খ
১৩. দুঃখের কবি বলা হয় কাকে?
ক. মুকুন্দরাম চক্রবর্তীকে খ. ভারতচন্দ্র রায়গুণাকরকে গ. অতুলপ্রসাদ সেনকে ঘ. মোজ্জামেল হককে
উত্তর : ক
১৪. 'কাআ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চীএ পইঠা কাল'_চর্যাপদের এ পদটি কার রচনায় পাওয়া যায়?
ক. কাহ্নপা খ. লুইপা গ. ভুসুকপা খ. শবরীপা
উত্তর: খ
১৫. আশরাফ সিদ্দিকী রচিত কবিতা কোনটি?
ক. মানচিত্র খ. বিষকন্যা গ. প্রেমের কবিতা ঘ. কাব্যকাহিনী
উত্তর: খ
১৬. 'ইতিহাস মালা ১৮১২.'_উইলিয়াম কেরি রচিত কতটি গল্পের সংগ্রহ এ বইটিতে আছে?
ক. ১২০টি খ. ১৪০টি গ. ১৫০টি খ. ১৬০টি
উত্তর: গ
১৭. ঝিলিমিলি নাটকটির রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সেলিম আল দীন ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: ঘ
১৮. 'মানব'-এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে_
ক. মন=ষ্ণ খ. মনু+ষ্য গ. মহান+ষ্ণ ঘ. মনু+ষ্ণ
উত্তর: ঘ
১৯. 'পঞ্চতন্ত্র' গ্রন্থটি রচনা করেন কে?
ক. সৈয়দ মুজতবা আলী খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. প্যারীচাঁদ মিত্র ঘ. আবুল ফজল
উত্তর: ক
২০. 'কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
ক. ক্ষত খ. আঁচিল গ. কড়া ঘ. রক্ত
উত্তর:গ
=====================
বাংলা মডেল টেস্ট -২
১। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
ক. লুইপা খ. কাহ্নপা গ. শবরীপা ঘ. ভুসুকুপা
২। মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে?
ক. বিজয়গুপ্ত খ. কানা হরি দত্ত গ. মানিক দত্ত ঘ. মুকুন্দরাম চক্রবর্তী
৩। 'কবর' কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. নকশী কাঁথার মাঠ খ. সোজনবাদিয়ার ঘাট গ. রাখালী ঘ. মা যে জননী কান্দে
৪। 'বাংলার স্কট' বলা হয় কাকে?
ক. কাজী নজরুল ইসলাম খ. মুনীর চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫। 'ফোর্ট উইলিয়াম যুগে' সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. রামনারায়ণ তর্করত্ন ঘ. রামকিশোর তর্কচূড়ামণি
৬। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. দোলনচাঁপা খ. শেষ প্রশ্ন গ. কুহেলিকা ঘ. অগি্নবীণা
৭। 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে'_ 'ভিখারী রাঘব' কে? ক. রাবণ খ. মেঘনাদ গ. রাম ঘ. বিভীষণ
৮। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ক. পদ্মাবতী খ. চন্দ্রাবতী গ. ইউসুফ জুলেখা ঘ. লাইলী মজনু
৯। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২৪ খ. ১৮৩৮ গ. ১৯০৬ ঘ. ১৮৭৩
১০। কোনটি সঠিক?
ক. তরঙ্গপুঞ্জ খ. মেঘপুঞ্জ গ. কুসুমপুঞ্জ ঘ. কবিতাপুঞ্জ
১১। কোন শব্দটি 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ নয়?
ক. অটবি খ. পল্লবী গ. কলাপী ঘ. বিটপী
১২। 'Blank verse' অর্থ_
ক. অনুপ্রাস খ. অমিত্রাক্ষর গ. পয়ার ঘ. মহাকাব্য
১৩। 'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
ক. ফরাসি শব্দ খ. স্প্যানিশ শব্দ গ. তুর্কি শব্দ ঘ. জার্মান শব্দ
১৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. পঞ্চনদ খ. বেয়াদব গ. দেশান্তর ঘ. ভালোমন্দ
১৫। মহিম শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহৎ+ইমন খ. মহা+ইমা গ. মহঃ+ইমা ঘ. মহঃ+ইমন
১৬। 'নামিল নভে বাদল ছলছল বেদনায়_বাক্যটির দ্বিরুক্তি কী পদ দিয়ে গঠিত?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
১৭। 'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচনে কোনটি হবে?
ক. পূর্বাহ্ন খ. সন্ধ্যা গ. মধ্যাহ্ন ঘ. গোধূলি
১৮। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ক. রাজা রামমোহন রায় খ. এন বি হ্যালহেড গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মোহিত লাল
১৯। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৮টি ও ৯টি খ. ১০টি ও ৮টি গ. ৮টি ও ১০টি ঘ. ৮টি ও ১১টি
২০। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. পলাশী ব্যারাক খ. ফিট কলাম গ. রুপার কৌটা ঘ. রক্তাক্ত প্রান্তর
.......................................
উত্তরগুলো মিলিয়ে নিন ১. ক ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ।
উত্তর

১। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
ক. লুইপা খ. কাহ্নপা গ. শবরীপা ঘ. ভুসুকুপা
উত্তর: ক
২। মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে?
ক. বিজয়গুপ্ত খ. কানা হরি দত্ত গ. মানিক দত্ত ঘ. মুকুন্দরাম চক্রবর্তী
উত্তর: ঘ
৩। 'কবর' কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. নকশী কাঁথার মাঠ খ. সোজনবাদিয়ার ঘাট গ. রাখালী ঘ. মা যে জননী কান্দে
উত্তর: গ
৪। 'বাংলার স্কট' বলা হয় কাকে?
ক. কাজী নজরুল ইসলাম খ. মুনীর চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ
৫। 'ফোর্ট উইলিয়াম যুগে' সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. রামনারায়ণ তর্করত্ন ঘ. রামকিশোর তর্কচূড়ামণি
উত্তর: ক
৬। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. দোলনচাঁপা খ. শেষ প্রশ্ন গ. কুহেলিকা ঘ. অগি্নবীণা
উত্তর: খ
৭। 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে'_ 'ভিখারী রাঘব' কে? ক. রাবণ খ. মেঘনাদ গ. রাম ঘ. বিভীষণ
উত্তর: গ
৮। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
ক. পদ্মাবতী খ. চন্দ্রাবতী গ. ইউসুফ জুলেখা ঘ. লাইলী মজনু
উত্তর: গ
৯। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২৪ খ. ১৮৩৮ গ. ১৯০৬ ঘ. ১৮৭৩
উত্তর: ক
১০। কোনটি সঠিক?
ক. তরঙ্গপুঞ্জ খ. মেঘপুঞ্জ গ. কুসুমপুঞ্জ ঘ. কবিতাপুঞ্জ
উত্তর: খ
১১। কোন শব্দটি 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ নয়?
ক. অটবি খ. পল্লবী গ. কলাপী ঘ. বিটপী
উত্তর: গ
১২। 'Blank verse' অর্থ_
ক. অনুপ্রাস খ. অমিত্রাক্ষর গ. পয়ার ঘ. মহাকাব্য
উত্তর: খ
১৩। 'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
ক. ফরাসি শব্দ খ. স্প্যানিশ শব্দ গ. তুর্কি শব্দ ঘ. জার্মান শব্দ
উত্তর: ক
১৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. পঞ্চনদ খ. বেয়াদব গ. দেশান্তর ঘ. ভালোমন্দ
উত্তর: গ
১৫। মহিম শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহৎ+ইমন খ. মহা+ইমা গ. মহঃ+ইমা ঘ. মহঃ+ইমন
উত্তর: ক
১৬। 'নামিল নভে বাদল ছলছল বেদনায়_বাক্যটির দ্বিরুক্তি কী পদ দিয়ে গঠিত?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তর: খ
১৭। 'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচনে কোনটি হবে?
ক. পূর্বাহ্ন খ. সন্ধ্যা গ. মধ্যাহ্ন ঘ. গোধূলি
উত্তর: ঘ
১৮। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. রাজা রামমোহন রায় খ. এন বি হ্যালহেড গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মোহিত লাল
উত্তর: খ
১৯। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৮টি ও ৯টি খ. ১০টি ও ৮টি গ. ৮টি ও ১০টি ঘ. ৮টি ও ১১টি
উত্তর: গ
২০। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. পলাশী ব্যারাক খ. ফিট কলাম গ. রুপার কৌটা ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তর: গ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাংলা মডেল টেস্ট -৩
১. রূপতত্ত্বের আলোচ্য বিষয় হলো_
ক. শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল খ. সন্ধি, ণত্ববিধান, পদ গ. পদক্রম, পদ পরিবর্তন ঘ. ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
২. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য_
ক. শবে মেরাজ খ. নূরনামা গ. লাইলি-মজনু ঘ. ইউসুফ-জুলেখা
৩. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী খ. পানাস গ. সেলামি ঘ. পাঠক
৪. শেষের কবিতা কোন শ্রেণীর রচনা?
ক. কবিতা খ. উপন্যাস গ. কাব্যগ্রন্থ ঘ. ছোটগল্প
৫. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
ক. বিশেষ্য পদ খ. বিশেষণ পদ গ. ক্রিয়া পদ ঘ. সর্বনাম পদ
৬. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগি্নবীণা খ. বিষের বাঁশী গ. ভাঙ্গার গান ঘ. প্রলয় শিখা
৭. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?
ক. বাংলা খ. হিন্দি গ. ফারসি ঘ. ইংরেজি
৮. দুস্তর-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুহ+তর খ. দু+তর গ. দুঃ+তর ঘ. দুঃ+স্তর
৯. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. পঁচিশটি খ. ত্রিশটি গ. একুশটি ঘ. বত্রিশটি
১০. লোকসাহিত্য বলতে বোঝায়_
ক. কবিতা, গান খ. প্রাচীন চিত্রকলা গ. ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন ঘ. উপন্যাস, নাটক
১১. বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক_
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বুদ্ধদেব বসু গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বিষ্ণু দে
১২. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
ক. মঙ্গলকাব্য খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ গ. চর্যাপদ ঘ. ইতিহাসমালা
১৩. বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি?
ক. আমার জীবন (নবীনচন্দ্র সেন) খ. আত্মচরিত (সজনীকান্ত দাস) গ. বিদ্যাসাগরচরিত (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ঘ. রেখাচিত্র (আবুল ফজল)
১৪. 'মানচিত্র' নামক কাব্যগ্রন্থটি কার?
ক. আলাউদ্দিন আল আজাদ খ. আহসান হাবীব গ. আবুল কালাম শামসুদ্দীন ঘ. আবুল মনসুর আহমদ
১৫. বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন_
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. প্রমথ চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'_এই কবিতাংশটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল গ. জীবনানন্দ দাশ ঘ.আবদুল হাকীম
১৭. 'দৈনিক নবযুগের' প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. কাজী এমদাদুল হক গ. বুদ্ধদেব বসু ঘ. মুনীর চৌধুরী
১৮. চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী খ. কবীন্দ্র পরমেশ্বর গ. কবি মানিক দত্ত ঘ. বিপ্রদাস পিপিলাই
১৯. চর্যাপদের প্রথম পদটি কার লেখা?
ক. কাহ্নপা খ. ভুসুকপা গ. শবরীপা ঘ. লুইপা
২০. 'পলাশী ব্যারাক' নাটকটি কার রচনা?
ক. মামুনুর রশীদ খ. আলাউদ্দিন আল আজাদ গ. মুনীর চৌধুরী ঘ. সেলিম আল দীন
উত্তরগুলো মিলিয়ে নিন ১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ।
উত্তর
১. রূপতত্ত্বের আলোচ্য বিষয় হলো_
ক. শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল খ. সন্ধি, ণত্ববিধান, পদ গ. পদক্রম, পদ পরিবর্তন ঘ. ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
উত্তর:ক
২. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য_
ক. শবে মেরাজ খ. নূরনামা গ. লাইলি-মজনু ঘ. ইউসুফ-জুলেখা
উত্তর:ঘ
৩. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী খ. পানাস গ. সেলামি ঘ. পাঠক
উত্তর: ঘ
৪. শেষের কবিতা কোন শ্রেণীর রচনা?
ক. কবিতা খ. উপন্যাস গ. কাব্যগ্রন্থ ঘ. ছোটগল্প
উত্তর: খ
৫. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
ক. বিশেষ্য পদ খ. বিশেষণ পদ গ. ক্রিয়া পদ ঘ. সর্বনাম পদ
উত্তর: গ
৬. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগি্নবীণা খ. বিষের বাঁশী গ. ভাঙ্গার গান ঘ. প্রলয় শিখা
উত্তর: ক
৭. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?
ক. বাংলা খ. হিন্দি গ. ফারসি ঘ. ইংরেজি
উত্তর:খ
৮. দুস্তর-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুহ+তর খ. দু+তর গ. দুঃ+তর ঘ. দুঃ+স্তর
উত্তর:গ
৯. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. পঁচিশটি খ. ত্রিশটি গ. একুশটি ঘ. বত্রিশটি
উত্তর: ক
১০. লোকসাহিত্য বলতে বোঝায়_
ক. কবিতা, গান খ. প্রাচীন চিত্রকলা গ. ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন ঘ. উপন্যাস, নাটক
উত্তর: গ
১১. বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক_
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বুদ্ধদেব বসু গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বিষ্ণু দে
উত্তর: ঘ
১২. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
ক. মঙ্গলকাব্য খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ গ. চর্যাপদ ঘ. ইতিহাসমালা
উত্তর: খ
১৩. বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি?
ক. আমার জীবন (নবীনচন্দ্র সেন) খ. আত্মচরিত (সজনীকান্ত দাস) গ. বিদ্যাসাগরচরিত (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ঘ. রেখাচিত্র (আবুল ফজল)
উত্তর: গ
১৪. 'মানচিত্র' নামক কাব্যগ্রন্থটি কার?
ক. আলাউদ্দিন আল আজাদ খ. আহসান হাবীব গ. আবুল কালাম শামসুদ্দীন ঘ. আবুল মনসুর আহমদ
উত্তর: ক
১৫. বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন_
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. প্রমথ চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
১৬. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'_এই কবিতাংশটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল গ. জীবনানন্দ দাশ ঘ.আবদুল হাকীম
উত্তর: খ
১৭. 'দৈনিক নবযুগের' প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. কাজী এমদাদুল হক গ. বুদ্ধদেব বসু ঘ. মুনীর চৌধুরী
উত্তর: ক
১৮. চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী খ. কবীন্দ্র পরমেশ্বর গ. কবি মানিক দত্ত ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তর:গ
১৯. চর্যাপদের প্রথম পদটি কার লেখা?
ক. কাহ্নপা খ. ভুসুকপা গ. শবরীপা ঘ. লুইপা
উত্তর: ঘ
২০. 'পলাশী ব্যারাক' নাটকটি কার রচনা?
ক. মামুনুর রশীদ খ. আলাউদ্দিন আল আজাদ গ. মুনীর চৌধুরী ঘ. সেলিম আল দীন
উত্তর: গ
==========================
মডেল টেস্ট -৪
.

১. 'চাচাকাহিনী'-এর রচয়িতা কে?
ক. কাজী আবদুল ওদুদ খ. মোজাম্মেল হক গ. সৈয়দ মুজতবা আলী ঘ. শাহাদাৎ হোসেন
২. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
ক. আত্মজ খ. তনয় গ. নন্দন ঘ. শৈল

৩. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি খ. শ্রদ্ধঞ্জলী গ. শ্রদ্ধাঞ্জলী ঘ. শ্রদ্ধাঞ্জলি

৪. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা খ. দূর+ঘটনা=দূর্ঘটনা গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা

৫. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার

৬. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ক. ভুটান, সিকিম খ. বোম্বে, জয়পুর গ. কাশী, বেনারস ঘ. তিব্বত, নেপাল

৭. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম_
ক. সুধাবার খ. হাফেজ গ. কোহিনূর ঘ. মিহির

৮. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. তুর্কি গ. ফারসি ঘ. বাংলা

৯. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
ক. আলালের ঘরের দুলাল খ. গোরা গ. দুর্গেশনন্দিনী ঘ. হুতোম প্যাঁচার নকশা

১০. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দুইটি

১১. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ হলো?
ক. এ+ঔ খ. ঐ+ও গ. ঐ+ঔ ঘ. এ+ও

১২. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
ক. পরাগল খাঁ খ. লোচন দাস গ. জয়ানন্দ ঘ. বৃন্দাবন দাস

১৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক. আলাওল খ. মুহম্মদ কবীর গ. দৌলত কাজী ঘ. সৈয়দ হামজা

১৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প
_ ক. ব্যবধান খ. ল্যাবরেটরি গ. মেঘ ও রৌদ্র ঘ. শেষ কথা

১৫. তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালিদের (ইয়ং বেঙ্গল) পত্রিকা হিসেবে স্বীকৃতি পায়_
ক. জ্ঞানান্বেষণ খ. জানাঙ্কুর গ. বেঙ্গল গেজেট ঘ. সমাচার দর্পণ

১৬. শেক্সপিয়রের 'রোমিও জুলিয়েটের' ভাবানুবাদ কোনটি?
ক. চারুমুখ চিত্তহারা খ. ভদ্রার্জুন গ. ভানুমতি চিত্তবিলাস ঘ. শর্মিষ্ঠা
১৭. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' উপন্যাসে কয়টি পর্ব আছে?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. তিনটি

১৮. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে_
ক. ১০ নম্বর পদ খ. ১৬ নম্বর পদ গ. ১৮ নম্বর পদ ঘ. ২৩ নম্বর পদ

১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়?
ক. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর খ. কাঁঠালপাড়া, চবি্বশ পরগনা গ. চৌবেড়িয়া, নদীয়া ঘ. পেয়ারা গ্রাম, পশ্চিমবঙ্গ

২০. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_ ক. বঙ্কিমচন্দ্র খ. শরৎচন্দ্র গ. তারাশংকর ঘ. রবীন্দ্রনাথ

------------
উত্তর:
১. 'চাচাকাহিনী'-এর রচয়িতা কে?
ক. কাজী আবদুল ওদুদ খ. মোজাম্মেল হক গ. সৈয়দ মুজতবা আলী ঘ. শাহাদাৎ হোসেন
উত্তর : সৈয়দ মুজতবা আলী
২. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
ক. আত্মজ খ. তনয় গ. নন্দন ঘ. শৈল
উত্তর : শৈল
৩. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি খ. শ্রদ্ধঞ্জলী গ. শ্রদ্ধাঞ্জলী ঘ. শ্রদ্ধাঞ্জলি
উত্তর : শ্রদ্ধাঞ্জলি
৪. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা খ. দূর+ঘটনা=দূর্ঘটনা গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা
উত্তর : দুঃ+ঘটনা=দুর্ঘটনা
৫. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
উত্তর : ৫ প্রকার
৬. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ক. ভুটান, সিকিম খ. বোম্বে, জয়পুর গ. কাশী, বেনারস ঘ. তিব্বত, নেপাল
উত্তর : তিব্বত, নেপাল
৭. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম_
ক. সুধাবার খ. হাফেজ গ. কোহিনূর ঘ. মিহির উত্তর : কোহিনূর
৮. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. তুর্কি গ. ফারসি ঘ. বাংলা
উত্তর : তুর্কি
৯. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
ক. আলালের ঘরের দুলাল খ. গোরা গ. দুর্গেশনন্দিনী ঘ. হুতোম প্যাঁচার নকশা
উত্তর : আলালের ঘরের দুলাল
১০. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দুইটি
উত্তর : চারটি
১১. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ হলো?
ক. এ+ঔ খ. ঐ+ও গ. ঐ+ঔ ঘ. এ+ও
উত্তর : ঐ+ঔ
১২. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
ক. পরাগল খাঁ খ. লোচন দাস গ. জয়ানন্দ ঘ. বৃন্দাবন দাস
উত্তর : বৃন্দাবন দাস
১৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক. আলাওল খ. মুহম্মদ কবীর গ. দৌলত কাজী ঘ. সৈয়দ হামজা
উত্তর : দৌলত কাজী
১৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প
_ ক. ব্যবধান খ. ল্যাবরেটরি গ. মেঘ ও রৌদ্র ঘ. শেষ কথা
উত্তর : ল্যাবরেটরি
১৫. তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালিদের (ইয়ং বেঙ্গল) পত্রিকা হিসেবে স্বীকৃতি পায়_
ক. জ্ঞানান্বেষণ খ. জানাঙ্কুর গ. বেঙ্গল গেজেট ঘ. সমাচার দর্পণ
উত্তর : জ্ঞানান্বেষণ
১৬. শেক্সপিয়রের 'রোমিও জুলিয়েটের' ভাবানুবাদ কোনটি?
ক. চারুমুখ চিত্তহারা খ. ভদ্রার্জুন গ. ভানুমতি চিত্তবিলাস ঘ. শর্মিষ্ঠা
উত্তর : চারুমুখ চিত্তহারা
১৭. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' উপন্যাসে কয়টি পর্ব আছে?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. তিনটি
উত্তর : তিনটি
১৮. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে_
ক. ১০ নম্বর পদ খ. ১৬ নম্বর পদ গ. ১৮ নম্বর পদ ঘ. ২৩ নম্বর পদ
উত্তর : ২৩ নম্বর পদ
১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়?
ক. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর খ. কাঁঠালপাড়া, চবি্বশ পরগনা গ. চৌবেড়িয়া, নদীয়া ঘ. পেয়ারা গ্রাম, পশ্চিমবঙ্গ
উত্তর : বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
২০. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_ ক. বঙ্কিমচন্দ্র খ. শরৎচন্দ্র গ. তারাশংকর ঘ. রবীন্দ্রনাথ
উত্তর : শরৎচন্দ্র -
=====
মডেল টেস্ট -৫
. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের কাব্যের নাম কি?
ক. হাকন্দপুরাণ
খ. শ্রী ধর্মমঙ্গল
গ. বিদ্যাসুন্দর
ঘ. ধর্মমঙ্গল
২. বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ কোনটি?
ক. চৈতন্যভাগবত
খ. চৈতন্যমঙ্গল
গ. চৈতন্যচরিতামৃত
ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যচরিতামৃত
৩. বাংলা ভাষায় রচিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. মথি রচিত মিশন সমাচার
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ
ঘ. কথোপকথন
৪. ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়?
ক. ৪ মে, ১৮০০
খ. ২৬ নভেম্বর, ১৮০১
গ. ৪ মে, ১৮০১
ঘ. ২১ জুলাই, ১৮০০
৫. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন-
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু
৬. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
ক. জেমস হিকি
খ. পঞ্চানন কর্মকার
গ. জোশুয়া মার্শম্যান
ঘ. চার্লস উইলকিন্স
৭. 'ইয়ংবেঙ্গল' কবে আত্মপ্রকাশ করে?
ক. ১৮১৭
খ. ১৮৩১
গ. ১৮২৭
ঘ. ১৮৩৫
৮. কার উদ্যোগে 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়?
ক. কাজী আবদুল ওদুদ
খ. আবুল হোসেন
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
৯. বাংলা পিডিয়া কত খণ্ডে প্রকাশিত হয়?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
১০. বাংলা একাডেমি শব্দের বানান 'একাডেমী' থেকে 'একাডেমি' হয় কবে?
ক. ১৯৯৮
খ. ২০০৩
গ. ২০১০
ঘ. ২০১৩
১১. 'বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়ক কে?
ক. ইমাম হাসান
খ. ইমাম হোসেন
গ. এজিদ
ঘ. সীমার
১২. 'আযান' কবিতাটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৩. কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস?
ক. মেঘদূত
খ. বেনের মেয়ে
গ. সাদা হাওয়া
ঘ. রামধনু
১৪. 'আনোয়ারা' কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক
খ. রোমান্টিক
গ. রাজনৈতিক
ঘ. ঐতিহাসিক
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিলো?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
১৬. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন-
ক. স্মরণ
খ. উৎসর্গ
গ. নৈবেদ্য
ঘ. খেয়া
১৭. বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৮. নাথ সাহিত্যের উদ্ভব কবে?
ক. দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দি
খ. একাদশ ও দ্বাদশ শতাব্দি
গ. দশম ও একাদশ শতাব্দি
ঘ. ষোড়শ ও সপ্তদশ শতাব্দি
১৯. প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কোথায়?
ক. তেল নুন লকড়ি
খ. বীরবলের হালখাতা
গ. চার ইয়ারি কথা
ঘ. যৌবনে দাও রাজটীকা
২০. 'শেষের পরিচয়' কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সৈয়দ শামসুল হক
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
========
উত্তর :
১. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের কাব্যের নাম কি?
ক. হাকন্দপুরাণ
খ. শ্রী ধর্মমঙ্গল
গ. বিদ্যাসুন্দর
ঘ. ধর্মমঙ্গল
উত্তর: ক
২. বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ কোনটি?
ক. চৈতন্যভাগবত
খ. চৈতন্যমঙ্গল
গ. চৈতন্যচরিতামৃত
ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যচরিতামৃত
উত্তর: গ
৩. বাংলা ভাষায় রচিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. মথি রচিত মিশন সমাচার
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ
ঘ. কথোপকথন
উত্তর: ক
৪. ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়?
ক. ৪ মে, ১৮০০
খ. ২৬ নভেম্বর, ১৮০১
গ. ৪ মে, ১৮০১
ঘ. ২১ জুলাই, ১৮০০
উত্তর: খ
৫. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন-
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু
উত্তর; গ
৬. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
ক. জেমস হিকি
খ. পঞ্চানন কর্মকার
গ. জোশুয়া মার্শম্যান
ঘ. চার্লস উইলকিন্স
উত্তর: ঘ
৭. 'ইয়ংবেঙ্গল' কবে আত্মপ্রকাশ করে?
ক. ১৮১৭
খ. ১৮৩১
গ. ১৮২৭
ঘ. ১৮৩৫
উত্তর: খ
৮. কার উদ্যোগে 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়?
ক. কাজী আবদুল ওদুদ
খ. আবুল হোসেন
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: ঘ
৯. বাংলা পিডিয়া কত খণ্ডে প্রকাশিত হয়?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তর: গ
১০. বাংলা একাডেমি শব্দের বানান 'একাডেমী' থেকে 'একাডেমি' হয় কবে?
ক. ১৯৯৮
খ. ২০০৩
গ. ২০১০
ঘ. ২০১৩
উত্তর; ঘ
১১. 'বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়ক কে?
ক. ইমাম হাসান
খ. ইমাম হোসেন
গ. এজিদ
ঘ. সীমার
উত্তর ;গ
১২. 'আযান' কবিতাটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
১৩. কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস?
ক. মেঘদূত
খ. বেনের মেয়ে
গ. সাদা হাওয়া
ঘ. রামধনু
উত্তর: খ
১৪. 'আনোয়ারা' কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক
খ. রোমান্টিক
গ. রাজনৈতিক
ঘ. ঐতিহাসিক
উত্তর: ক
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিলো?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর: খ
১৬. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন-
ক. স্মরণ
খ. উৎসর্গ
গ. নৈবেদ্য
ঘ. খেয়া
উত্তর; ক
১৭. বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
১৮. নাথ সাহিত্যের উদ্ভব কবে?
ক. দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দি
খ. একাদশ ও দ্বাদশ শতাব্দি
গ. দশম ও একাদশ শতাব্দি
ঘ. ষোড়শ ও সপ্তদশ শতাব্দি
উত্তর: গ
১৯. প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কোথায়?
ক. তেল নুন লকড়ি
খ. বীরবলের হালখাতা
গ. চার ইয়ারি কথা
ঘ. যৌবনে দাও রাজটীকা
উত্তর: খ
২০. 'শেষের পরিচয়' কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সৈয়দ শামসুল হক
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url