38Th BCS Bangla MCQ Solution │ Bangla MCQ Question Solution Of 38th BCS Exam │NTRCA - Non-Government Teachers' Registration & Certification Exams Working Suggestion

BCS Previous Question Solution


একটু পড়ে নিনঃ যারা নিয়মিত সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন এবং শিক্ষক নিবন্ধনি পরীক্ষায় অংশগ্রহন করেন তাদের জন্য বিসিএস এর বিগত প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ । আমরা চেষ্টা করবো যাতে ধারাবাহিক ও সহজভাবে দেওয়ার জন্য ।
বিঃদ্রঃ নিচের প্রশ্ন ও উত্তর যাচাই করে দেওয়া হয়েছে । তবে টাইপিং মিস্টেক এর জন্য প্রশ্ন বা উত্তরে ভুল মনে হলে দেখা মাত্রই কমেন্ট করে জানিয়ে দিন ।

01. কোনটি শুদ্ধ ?
ক. শূন্য
খ. ত্রিভুজ
গ. পূণ্য
ঘ. ভূবন
উঃত্রিভুজ

02. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে -
ক. জবাবদিহি
খ. মিথস্ক্রিয়া
গ. একত্রিত
ঘ. গৌরবিত
উঃ একত্রিত

03. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি ?
ক. সাতটি
খ. আর্টি
গ. নয়টি
ঘ. দশটি
উঃ সাতটি
মৌলিক স্বরধ্বনিগুলোঃ  অ, আ, ই, উ, এ, অ্যা, ও
যৌগিক স্বরধ্বনি - ২ টি (ঔ, ঐ)
 পূর্ণমাত্রার বর্ণ  ৩২টি 
 অর্ধমাত্রার বর্ণ  ৮টি 
 মাত্রাহীন বর্ণ  ১০টি 
   

* কণ্ঠ বর্ণ গুলিঃ  ক, খ, গ, ঘ, ঙ
* তালব্য বর্ণ গুলিঃচ, ছ, জ, ঝ, ঞ
* মূর্ধণ বর্ণ গুলিঃ ট, ঠ, ড, ঢ, ণ
* দন্ত বর্ণ গুলিঃ  ত, থ, দ, ধ, ন
* ওষ্ঠ বর্ণ গুলিঃ প, ফ, ব, ভ, ম
* অন্তঃস্থ বর্ণ গুলিঃ য, র, ল
*  শিশধ্বনিঃ শ, ষ, স
*  তাড়নজাত ধ্বনিঃ ড়, ঢ়


04. বাবা কোন ভাষা থেকে আগত শব্দ ?
ক. সংস্কৃত
খ. হিন্দি
গ. অহমিয়া
ঘ. তুর্কি
উঃ তুর্কি

05. Null and Void' এর বাংলা পরিভাষা কি ?
ক. বাতিল
খ. পালাবদল
গ. মামুলি
ঘ. নিরপেক্ষ
উঃ বাতিল
 Articles - নিয়মাবলি / ধারা Index - নির্ঘণ্ট, নির্দেশক 
 Background -পটভূমি
 Cheque - হুণ্ডি Hygiene - স্বাস্থ্যবিদ্যা Calendar – পঞ্জিকা
 Bankrupt - দেওলিয়া Fiction কথাসাহিত্য 
 Budget - আয়ব্যয়ক Diploma - উপাধিপত্র 
 Acting -ভারপ্রাপ্ত Cabinet -মন্ত্রিপরিষদ 
 Carbon di-oxide - অঙ্গারাম্লজান 
 Capitalization – মূলধনীকরণ 

06. কোনটি শুদ্ধ বানান ?
ক. স্বায়ত্তশাসন
খ. সায়ত্তশাসন
গ. স্বায়ত্তসাশন
ঘ. স্বায়ত্তশাসন
উঃস্বায়তশাসন

07. গিন্নি কোন শ্রেণির শব্দ ?
ক. দেশি
খ. বিদেশি
গ. সম্ভব
ঘ. অর্ধতৎসম
উঃঅর্ধতৎসম

08. পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. বহুব্রীহি
উঃ তৎপুরুষ

09.  সূর্য শব্দের সমার্থক শব্দ কি ?
ক. অর্ণব
খ. অর্ক
গ. প্রসূন
ঘ. পল্লব
উঃ  অর্ক
সূর্য শব্দের সমার্থক শব্দ:  রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা ।
"চাকরির পরীক্ষায় খুব বেশি আসে এমন কিছু সমার্থক শব্দ"
চন্দ্র: চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত ।
পৃথিবী: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল ।
পানি: জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয় ।
সমুদ্র: সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী ।
দিন: দিবস, দিবা, অহ, বার, রোজ, বাসর, দিনরাত্রি, দিনরজনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর ।

10. হ্ম  যুক্তবর্ণ দিয়ে কিভাবে গঠিত হয়েছে -
ক. হ্ + ম
খ. ক্ + ষ
গ. ষ্ + ম
ঘ. ম্+ হ
উঃ   হ্ + ম

11.  সদ্যোজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. সৎ + জাত
খ. সদ্যঃ+ জাত
গ.সদ্যো+ জাত
ঘ.সদ্য+ জাত
উঃ  সদ্যঃ+ জাত

12.  ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক. গ্রাহ্য
খ.  ত্যক্ত
গ.  দৃঢ়
ঘ. গূঢ়
উঃ  ঘ.গূঢ়

13.  বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি ?
ক. চামার
খ. মোরক
গ. ধারালো
ঘ. পোষ্টাই
উঃ  মোরক

14.  সার্থক বাক্যের গুণ নয় -
ক. আসক্তি
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. আকাঙ্ক্ষা
উঃ  আসক্তি

15.  সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ?
ক. চর্যাপদ
খ. পদাবলী
গ. মঙ্গলকাব্য
ঘ. রোমাঞ্চ কাব্য
উঃ  চর্যাপদ

16.  চন্দ্রাবতী কি ?
ক. নাটক
খ. কাব্য
গ. পদাবলী
ঘ. পালা গান
উঃ  কাব্য

17.  কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা -
ক. আত্মচরিত
খ. আত্মকথা
গ. আত্মবিকাশ
ঘ. আমার কথা
উঃ  আত্মচরিত
তার রচিত অন্যান্য গ্রন্থ হল সীতার বনবাস ভ্রান্ত বিলাস প্রভাবতী সম্ভাষণ বর্ণপরিচয় বোধোদয় কথামালা শকুন্তলা ইত্যাদি

18.  রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা ?
ক. প্রবন্ধ
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. আত্মজীবনী
উঃ  প্রবন্ধ

19.  আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে ?
ক. লালন শাহ
খ. হাসন রাজা
গ. পাগলা কানাই
ঘ. রাধারমন দত্ত
উঃ  লালন শাহ

20.  মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি ?
ক. নেকড়ে অরণ্য
খ. বন্দী শিবির থেকে
গ. নিষিদ্ধ লোবান
ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
উঃ  বন্দী শিবির থেকে

21.  কাজী নজরুল কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি ?
ক. আগমনী
খ. কোরবানি
গ. প্রলয়োল্লাস
ঘ. বিদ্রোহী
উঃ  প্রলয়োল্লাস

22.  কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ?
ক. শেষ লেখা
খ. শেষ প্রশ্ন
গ. শেষ কথা
ঘ. শেষ দিন
উঃ  শেষ লেখা
রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের সংখ্যাঃ
 কাব্যগ্রন্থ ৫৬টি গীতিপুস্তক ৪টি ছোটগল্প ১১৯টিউপন্যাস ১২টি
 ভ্রমণ কাহিনী ৯টি নাটক ২৯টি কাব্যনাট্য ১৯টি চিঠিপত্রের বই ১৩টি
 গানের সংখ্যা ২২৩২টি   
এবং অঙ্কিত চিত্রাবলী প্রায় দু’হাজার।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
 সোনার তরী' (১৮৯৪) চিত্রা' (১৮৯৬) চৈতালী' (১৩০৩ বঙ্গাব্দ) কল্পনা' (১৯০০)
 ক্ষণিকা' (১৯০০) গীতাঞ্জলি' (১৯১০) বলাকা' (১৯১৫) পূরবী' (১৯২৫)
 পুনশ্চ' (১৯৩২) পত্রপুট' (১৯৩৬) সেঁজুতি' (১৯৩৮)  

উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থঃ পঞ্চভূত' (১৮৯৭), 'বিচিত্রপ্রবন্ধ' (১৯০৭), 'সাহিত্য' (১৯০৭), 'মানুষের ধর্ম'(১৯৩৩), 'কালান্তর' (১৯৩৭), 'সভ্যতার সংকট' (১৯৪১) ইত্যাদি।

23.  নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে ?
ক.কাজী আবদুল ওদুদ
খ. রশীদ করিম
গ. আবুল ফজল
ঘ. হুমায়ুন কোভিদ
উঃ  হুমায়ুন কোভিদ

24.  বীরবল কোন লেখকের এর ছদ্মনাম ?
ক. আবু ইসহাক
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. প্রমথনাথ বিশী
ঘ. প্রমথ চৌধুরী
উঃ  প্রমথ চৌধুরী

25.  মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি -
ক. উপন্যাস
খ. ছোট গল্প
গ. প্রবন্ধ
ঘ. অনুবাদ নাটক
উঃ  অনুবাদ নাটক

26.  চন্দরা চরিত্রের স্রষ্টা কে ?
ক. বুদ্ধদেব বসু
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ শামসুল হক
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

27.  পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শাহাদাত হোসেন
গ. সঞ্জয় ভট্টাচার্য
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উঃ সঞ্জয় ভট্টাচার্য

28.  কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় ?
ক. 1860
খ. 1865
গ. 1859
ঘ. 1861
উঃ 1861

29. কোনটি  জসীমউদ্দীনের রচনা ?
ক.  গাজী মিয়ার বস্তানী
খ. হাঁসুলী বাঁকের উপকথা
গ. ভাওয়াল গড়ের উপাখ্যান
ঘ. ঠাকুর বাড়ির আঙিনা
উঃ  ঠাকুর বাড়ির আঙিনা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url