শিক্ষক নিবন্ধনি চূড়ান্ত মডেল টেস্ট - ০১ (কলেজ পর্যায়- বাংলা+ সাধারন জ্ঞান) - ১০০ (বিগত বিসিএস ও অন্যান্য চাকরির প্রশ্নব্যাংক হতে নির্মিত এবং সাপ্লিমেন্ট) | NTRCA - Teacher Registration Exams Short Suggestion and MODEL Test # 01
বাংলা - ৫০
১। বাংলা সাহিত্যে মুক্ত ছন্দের প্রবর্তক কে? (স.সে.অ-১০)
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সতেন্দ্রনাথ দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ক
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সতেন্দ্রনাথ দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ক
২। কোন রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ শব্দে পরিণত হয় ? (মা.দ্র.নি-১৮)
ক. অভিকর্ষ
খ. বিপ্রকর্ষ
গ. স্বরাগম
ঘ. অভিশ্রুতি
উত্তর : খ
ক. অভিকর্ষ
খ. বিপ্রকর্ষ
গ. স্বরাগম
ঘ. অভিশ্রুতি
উত্তর : খ
৩। ‘বাঞ্ছনীয়’ শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি?
ক. চ +ঞ খ.ছ+ঞ গ. ঞ+চ ঘ.ঞ +ছ
উত্তর: ঘ
ক. চ +ঞ খ.ছ+ঞ গ. ঞ+চ ঘ.ঞ +ছ
উত্তর: ঘ
৪। কোনটি দুটি মহাপ্রাণ ধ্বনি?
ক. খ,ঝ
খ. ক,খ
গ. ত,দ
ঘ. চ,জ
উত্তর: ক
ক. খ,ঝ
খ. ক,খ
গ. ত,দ
ঘ. চ,জ
উত্তর: ক
৫। বাংলা ভাষাতে ব্যঞ্জনধ্বনি আছে মোটামুটিভাবে কতটি?
ক. ৩৯টি
গ. ২৬টি
গ. ২৭টি
ঘ. ৩১টি
উত্তর: ঘ ( সূত্র উইকিপিডিয়া: ধ্বনিতত্ত্ব)
ক. ৩৯টি
গ. ২৬টি
গ. ২৭টি
ঘ. ৩১টি
উত্তর: ঘ ( সূত্র উইকিপিডিয়া: ধ্বনিতত্ত্ব)
৬। ‘মাতা, পিতা’ কোন শব্দ থেকে এসেছে? (নন ক্যা.ব্যা.ক-১৮)
ক. খাঁটি বাংলা খ. তদ্ভব
গ. তৎসম
ঘ. অর্ধ তৎসম
উত্তর: গ
ক. খাঁটি বাংলা খ. তদ্ভব
গ. তৎসম
ঘ. অর্ধ তৎসম
উত্তর: গ
৭। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ) ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
উত্তর: ক
ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ) ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
উত্তর: ক
৮। ‘হাট-বাজার’ কোন জাতীয় মিশ্র শব্দ ? (প্র.ম - ২০১৬)
ক) বাংলা + ইংরেজি
খ) ইংরেজি + বাংলা
গ) তত্সম + ফারসি
ঘ) বাংলা + ফারসি
উত্তর: ঘ
ক) বাংলা + ইংরেজি
খ) ইংরেজি + বাংলা
গ) তত্সম + ফারসি
ঘ) বাংলা + ফারসি
উত্তর: ঘ
৯।কোন শব্দ গুচ্ছ শুদ্ধ? (খা.অধিঃ - ২০১৫)
ক. অদ্ভুদ, প্রত্যুষ, উদ্ভুদ, নুপুর
খ. বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন
গ. পূর্বাহ্ন, পুরস্কার, দুর্বিষহ, অভিষেক
ঘ. নির্ণিমেষ, গননা, অপরাহ্ন, সবাঙ্গীন
উত্তর: খ
ক. অদ্ভুদ, প্রত্যুষ, উদ্ভুদ, নুপুর
খ. বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন
গ. পূর্বাহ্ন, পুরস্কার, দুর্বিষহ, অভিষেক
ঘ. নির্ণিমেষ, গননা, অপরাহ্ন, সবাঙ্গীন
উত্তর: খ
১০। ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি? (নন ক্যা.ব্যা.ক-১৮)
ক. রক্তিম
খ, ক্লেদাক্ত
গ. ঋজু
ঘ. বাঁকা
উত্তর: গ
ক. রক্তিম
খ, ক্লেদাক্ত
গ. ঋজু
ঘ. বাঁকা
উত্তর: গ
১১। ‘মৃগাঙ্ক’ শব্দটির এর প্রতিশব্দ কোনটি? (জ.প্র.ম - ১৭)
ক. সূর্য
খ, হরিণ শিশু
গ. চন্দ্র
ঘ. সিংহ
উত্তর: গ
ক. সূর্য
খ, হরিণ শিশু
গ. চন্দ্র
ঘ. সিংহ
উত্তর: গ
১২।কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরত-কাল নির্দেশ করে?
ক. কোলন
খ.হাইফেন
গ. সেমিকোলন
ঘ. কমা
উত্তর: গ
ক. কোলন
খ.হাইফেন
গ. সেমিকোলন
ঘ. কমা
উত্তর: গ
১৩। হাতির পাঁচ পা দেখা - এই বাগধারাটির অর্থ কী ?
ক. অবাক হওয়া
খ. দর্প করা
গ. অহংকার করা
ঘ. গর্বে আনন্দিত হওয়া
উত্তর: ঘ
ক. অবাক হওয়া
খ. দর্প করা
গ. অহংকার করা
ঘ. গর্বে আনন্দিত হওয়া
উত্তর: ঘ
১৪। কোন বাক্যটি শুদ্ধ ? (নন ক্যা.ব্যা.ক-১৮)
ক. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম ।
খ. বিদ্বান মুর্খ আপেক্ষা শ্রেষ্টতর ।
গ.আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
ঘ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
উত্তর: ঘ
ক. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম ।
খ. বিদ্বান মুর্খ আপেক্ষা শ্রেষ্টতর ।
গ.আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
ঘ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
উত্তর: ঘ
১৫। Octroy Duty পারিভাষিক শব্দটির অর্থ কী? (মা.দ্র.নি-১৮)
ক. প্রত্যক্ষ কর
খ. আবগারী শুল্ক
গ. গ্রামীণ শুল্ক
ঘ. নগর শুল্ক
উত্তর: ঘ
ক. প্রত্যক্ষ কর
খ. আবগারী শুল্ক
গ. গ্রামীণ শুল্ক
ঘ. নগর শুল্ক
উত্তর: ঘ
১৬. 'বচন' অর্থ কী? (১৮ তম বিসিএস/AD-BB-০১)
উত্তর: সংখ্যার ধারণা।
উত্তর: সংখ্যার ধারণা।
১৭. অপ্রাণীবাচক শব্দের বহু বচনে কোনটি বসে? (১৮ তম বিসিএস)
উত্তর: গ্রাম।
উত্তর: গ্রাম।
১৮. নিচের কোন দ্বিরুক্তিটি বহুবচন নির্দেশ করে? (১০ম বিসিএস)
উত্তর: পাকা পাকা আম।
উত্তর: পাকা পাকা আম।
১৯. হস্তি শব্দের বহুবচনে কোনটি বসে? (স.প.প্র.ম-১৯)
উত্তর: যূথ।
উত্তর: যূথ।
২০. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি? (মা.দ্র.নি-১৮)
উত্তর: সাহেবান।
উত্তর: সাহেবান।
২১. অপ্রাণাবাচক শব্দযোগে বহুবচন কোনটি? (জা.রা.বো-১৫)
উত্তর: কমলনিকর।
উত্তর: কমলনিকর।
২২. প্রাণাবাচক শব্দের বহুবচনে কোনটি বসে? (নন ক্যা.ব্যা.ক-১৮)
উত্তর: যূথ।
উত্তর: যূথ।
২৩. লোকে বলে- উক্তিটি কী নির্দেশ করে? (ATO-০১)
উত্তর: সাধারণ লোক বলে।
উত্তর: সাধারণ লোক বলে।
২৪. কোন বহুবচনটি সঠিক? (স.সে.অ-১০)
উত্তর: মেঘপুন্জ।
উত্তর: মেঘপুন্জ।
২৫. মদ খাওয়া বড় দায়, জাত থাকার কী উপায় ? -প্রহসনটি কার ?
ক. দীনবন্ধুমিত্র
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
ক. দীনবন্ধুমিত্র
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
২৬. অপ্প্রয়োগের দৃষ্টান্ত - (শিঃনিঃ ১৬তম)
ক. অঞ্জলি
খ. অশ্রুজল
গ. কিংশুক
ঘ. প্রদীপ
(উঃ) অশ্রুজল
ক. অঞ্জলি
খ. অশ্রুজল
গ. কিংশুক
ঘ. প্রদীপ
(উঃ) অশ্রুজল
২৭. দরজা কোন ভাষার শব্দ - (শিঃনিঃ ১৬তম)
ক. ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. পর্তুগিজ
(উঃ) ফারসি
ক. ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. পর্তুগিজ
(উঃ) ফারসি
২৮. ‘আমি বীরঙ্গনা বলছি’ কার লেখা? (তথ্য ম.-০৮)
ক. ফেরদৌসী প্রিয় ভাষীনি
খ. সেলিনা হোসেন
গ. রাজিয়া খাতুন
ঘ. নীলিমা ইব্রাহিম
উত্তর: ঘ
ক. ফেরদৌসী প্রিয় ভাষীনি
খ. সেলিনা হোসেন
গ. রাজিয়া খাতুন
ঘ. নীলিমা ইব্রাহিম
উত্তর: ঘ
২৯. নিচের কোনটি দীনবন্ধু মিত্রের নাটক নয় ?
ক, নবীন তপস্বিনী
খ. জামাই বারিক
গ. লীলাবতী
ঘ. সধবার একাদশী
উত্তর: ঘ
ক, নবীন তপস্বিনী
খ. জামাই বারিক
গ. লীলাবতী
ঘ. সধবার একাদশী
উত্তর: ঘ
৩০. জীবননান্দ দাশের নিচের কোন সাহিত্যকর্মটি সঠিক?
ক. কবিতার কথা ( উপন্যাস)
খ. মাল্যদান (প্রবন্ধ)
গ. সতীর্থ ( কাব্য)
ঘ. বেলা অবেলা কালবেলা (কাব্য)
উত্তর: ঘ
ক. কবিতার কথা ( উপন্যাস)
খ. মাল্যদান (প্রবন্ধ)
গ. সতীর্থ ( কাব্য)
ঘ. বেলা অবেলা কালবেলা (কাব্য)
উত্তর: ঘ
৩১. জসিমউদ্দীনের নিচের কোন সাহিত্যকর্মটি সঠিক? (তথ্য ম.-০৫)
ক. এক পয়সার বাঁশি( ভ্রমণ কাহিনী)
খ. বোবা কাহিনী( কাব্য)
গ. যে দেশে মানুষ বড় ( নাটক)
ঘ. পল্লীবধূ( নাটক)
উত্তর: ঘ
ক. এক পয়সার বাঁশি( ভ্রমণ কাহিনী)
খ. বোবা কাহিনী( কাব্য)
গ. যে দেশে মানুষ বড় ( নাটক)
ঘ. পল্লীবধূ( নাটক)
উত্তর: ঘ
৩২. চর্যাপদের ইংরেজি অনুবাদক কে?
ক. সৈয়দ সাহেদ আলী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. হাসনা মওদুদ
ঘ. সুনীতিকুমার
উত্তর: গ
ক. সৈয়দ সাহেদ আলী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. হাসনা মওদুদ
ঘ. সুনীতিকুমার
উত্তর: গ
৩৩. রবীন্দ্র-রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে কোন পত্রিকারটি ভূমিকা অনস্বীকার্য?
ক. শিখা
খ. সবুজপত্র
গ. নবযুগ
ঘ. কল্লোল
উত্তর: ঘ
ক. শিখা
খ. সবুজপত্র
গ. নবযুগ
ঘ. কল্লোল
উত্তর: ঘ
৩৪. কোন দুটি পদের বচন ভেদ হয়? (তথ্য ম.-০৫)
উত্তর: সর্বনাম ও বিশেষ্য পদের।
উত্তর: সর্বনাম ও বিশেষ্য পদের।
৩৫. সকল নির্বাচকরে একত্রে কী বলবে? (মাধ্যমিক বি-০১)
উত্তর: নির্বাচকমণ্ডলী।
উত্তর: নির্বাচকমণ্ডলী।
৩৬.কোনটি বহুবচন নির্দেশ করে না? (পূ. ব্যা. অ-১৪)
উত্তর: জন (পাল, আবলি, পাল- বহুবচন)।
উত্তর: জন (পাল, আবলি, পাল- বহুবচন)।
৩৭.বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে কোনটিতে? (পূ. ব্যা. সি. অ-১৪)
উত্তর: সকল পণ্ডিতেরা অহংকারী হন না।
উত্তর: সকল পণ্ডিতেরা অহংকারী হন না।
৩৮.সেতার- এর 'সে' কী নির্দেশ করে? (দুদক স. প-১৩)
উত্তর: অনেক।
উত্তর: অনেক।
৩৯.কীসের ভেদে ক্রিয়া পরিবর্তন হয় না? (স্ট্যান্ডার্ড ব্যাংক স. অ-১২)
উত্তর: বচনভেদে।
উত্তর: বচনভেদে।
৪০.কাগজ- এর বহুবচন কোনটি? (বা. কৃষি ব্যা. ক্যাশ-১১)
উত্তর: কাগজাত।
উত্তর: কাগজাত।
৪১.কোনটি বহুবচন? (ঢাবি, ক-১৮/১৯)
উত্তর: গাছে ফুল এসেছে।
উত্তর: গাছে ফুল এসেছে।
৪২.অশুদ্ধ বহুবচন- (ঢাবি, ঘ-১৮/১৯)
উত্তর: বধুমালা
উত্তর: বধুমালা
৪৩.অপ্রাণীবাচক বহুবচন- (ঢাবি, গ-১৬/১৬)
উত্তর: দাম।
উত্তর: দাম।
৪৪.ইতর প্রাণীবাচক বহুবচন কোনটি? (ঢাবি, গ-১৪/১৫)
উত্তর: গুলো।
উত্তর: গুলো।
৪৫.সকল ছাত্ররা এসেছে- কোন ধরনের ভুল? (ঢাবি, ক-১৩/১৪)
উত্তর: বচন।
উত্তর: বচন।
৪৬. কোনটি ভুল -
ক. মুহূর্ত
খ. শুশ্রুষা
গ. বুদ্ধীজীবি
ঘ. দারিদ্র্য
(উঃ) বুদ্ধীজীবি
ক. মুহূর্ত
খ. শুশ্রুষা
গ. বুদ্ধীজীবি
ঘ. দারিদ্র্য
(উঃ) বুদ্ধীজীবি
৪৭.কোন পদের পূর্বে 'অজস্র' বসে? (ঢাবি, গ-১২/১৩)
উত্তর: বিশেষ্য।
উত্তর: বিশেষ্য।
৪৮.বহুবচনবাচক শব্দবিভক্তি- (ঢাবি, ঘ-০৬/০৭)
উত্তর: গ্রাম।
উত্তর: গ্রাম।
৪৯. কোন শব্দটির পুরুষবাচক রুপ নেই -
ক. সতী
খ. ঠাকুরণ
গ. ঝি
ঘ. ষোড়শী
(উঃ) সতী
ক. সতী
খ. ঠাকুরণ
গ. ঝি
ঘ. ষোড়শী
(উঃ) সতী
৫০. শুদ্ধ বানান -
ক. সমীচীন
খ. সমচীন
গ. সমীচিন
ঘ. সমিচীন
(উঃ) সমীচীন
ক. সমীচীন
খ. সমচীন
গ. সমীচিন
ঘ. সমিচীন
(উঃ) সমীচীন
সাধারন জ্ঞান - ৫০
১. G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: জাপান
২. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: যুক্তরাষ্ট্র
৩. UNCHR এর সদর দপ্তর কোথায় – [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: জেনেভা
৪. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: কাতার
৫. ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কীসের মাধ্যমে? [36th BCS]
উত্তর: ওয়ারলেসের মাধ্যমে
উত্তর: জাপান
২. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: যুক্তরাষ্ট্র
৩. UNCHR এর সদর দপ্তর কোথায় – [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: জেনেভা
৪. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: কাতার
৫. ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কীসের মাধ্যমে? [36th BCS]
উত্তর: ওয়ারলেসের মাধ্যমে
৬. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? [29th BCS]
উত্তর: শেখ মুজিবুর রহমান
৭. ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান
৮. বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন? [36th
BCS]
উ: ৫ ফেব্রুয়ারী ১৯৬৬
৯.ক্রেমলিন কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন
১০. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ৮ ই মার্চ
উত্তর: শেখ মুজিবুর রহমান
৭. ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান
৮. বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন? [36th
BCS]
উ: ৫ ফেব্রুয়ারী ১৯৬৬
৯.ক্রেমলিন কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন
১০. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ৮ ই মার্চ
১১. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: তাজউদ্দিন আহমেদ
১২. মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা- গানের রচয়িতা কে- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: অতুলপ্রসাদ সেন
১৩. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ময়মনসিংহ
১৪ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: সেনাবাহিনীতে
১৫. বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ইউনিয়ন পরিষদ
উত্তর: তাজউদ্দিন আহমেদ
১২. মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা- গানের রচয়িতা কে- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: অতুলপ্রসাদ সেন
১৩. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ময়মনসিংহ
১৪ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: সেনাবাহিনীতে
১৫. বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ইউনিয়ন পরিষদ
১৬. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস এর ভূমিকা সর্বোচ্চ?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: সিএফসি
১৭. মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি
হিসেবে আখ্যায়িত করে?
উত্তর: ৫ জুন, ১৯৭১
১৮. মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিলো?
উত্তর: লোবেল জেঙ্কিস
১৯. বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ৩৫০
২০. OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ভিয়েনা, অষ্ট্রিয়া
উত্তর: সিএফসি
১৭. মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি
হিসেবে আখ্যায়িত করে?
উত্তর: ৫ জুন, ১৯৭১
১৮. মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিলো?
উত্তর: লোবেল জেঙ্কিস
১৯. বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ৩৫০
২০. OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ভিয়েনা, অষ্ট্রিয়া
২১. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: বাথ
২২. 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: তারামন বিবি ও সেতারা বেগম
২৩. মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ১৯৬৯
২৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: রাশিয়া।
২৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: করোতোয়া
উত্তর: বাথ
২২. 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: তারামন বিবি ও সেতারা বেগম
২৩. মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ১৯৬৯
২৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: রাশিয়া।
২৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: করোতোয়া
২৬. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে?[35th BCS]
উত্তর: শেখ মুজিবুর রহমান
২৭. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার লেখা? [35th BCS]
উত্তর: শেখ মুজিবুর রহমান
২৮. শেখ মুজিবুর রহমান কে 'রাজনীতির কবি' হিসাবে আখ্যায়িত
করে কোন সাময়িকী? [35th BCS]
উত্তর: নিউজউইক
২৯. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনকে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ১১৭৬
৩০. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কী বলা হয়?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ইন্টারনেট
উত্তর: শেখ মুজিবুর রহমান
২৭. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার লেখা? [35th BCS]
উত্তর: শেখ মুজিবুর রহমান
২৮. শেখ মুজিবুর রহমান কে 'রাজনীতির কবি' হিসাবে আখ্যায়িত
করে কোন সাময়িকী? [35th BCS]
উত্তর: নিউজউইক
২৯. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনকে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ১১৭৬
৩০. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কী বলা হয়?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ইন্টারনেট
৩১. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: মেক্সিকো
৩২. পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: চাঁদপুর
৩৩. জাপানের পার্লামেন্টের নাম কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ডায়েট
৩৪.বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার করা হয়েছে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ৩০ অক্টোবর ২০১৮
৩৫. দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা
Ans : ১২৭৭ টি
উত্তর: মেক্সিকো
৩২. পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: চাঁদপুর
৩৩. জাপানের পার্লামেন্টের নাম কী?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ডায়েট
৩৪.বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার করা হয়েছে?- [১৫ তম শিক্ষক নিবন্ধন]
উত্তর: ৩০ অক্টোবর ২০১৮
৩৫. দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা
Ans : ১২৭৭ টি
৩৬. দেশের ৬০তম তফসিলি ব্যাংক
Ans :বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
৩৭. দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক
Ans :৬ টি
৩৮. সরকারি বিশেষায়িত ব্যাংকের সংখ্যা
Ans :৩ টি
৩৯. বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে
Ans :২৬ জানুয়ারি ২০২০ ( ১২ ঘন্টা চলে)
৪০. দেশের ১ম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে
Ans :ঢাকা - মাওয়া মহাসড়ক
Ans :বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
৩৭. দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক
Ans :৬ টি
৩৮. সরকারি বিশেষায়িত ব্যাংকের সংখ্যা
Ans :৩ টি
৩৯. বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে
Ans :২৬ জানুয়ারি ২০২০ ( ১২ ঘন্টা চলে)
৪০. দেশের ১ম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে
Ans :ঢাকা - মাওয়া মহাসড়ক
৪১. দেশের ১ম বেসরকারি বিটুমিন কারখানা
Ans :' বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট ' ( উদ্ধোধন - ২২ ফেব্র. ২০২০)
৪২. বর্তমানে দেশে তফসিলি ব্যাংক
Ans :৬০ টি
৪৩. ' কোম্পানি ( সংশোধন) বিল ২০২০' পাস হয়
Ans :১৮ ফেব্রুয়ারি ২০২০
৪৪. অনলাইনে ভ্রমণ কর পরিশোধ পদ্ধতি উদ্ধোধন করা হয়
Ans :২৫ জানুয়ারি ২০২০
৪৫. 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনর আইন (BRTC) বিল ২০২০' পাস হয়
Ans :১১ ফেব্রুয়ারি ২০২০
Ans :' বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট ' ( উদ্ধোধন - ২২ ফেব্র. ২০২০)
৪২. বর্তমানে দেশে তফসিলি ব্যাংক
Ans :৬০ টি
৪৩. ' কোম্পানি ( সংশোধন) বিল ২০২০' পাস হয়
Ans :১৮ ফেব্রুয়ারি ২০২০
৪৪. অনলাইনে ভ্রমণ কর পরিশোধ পদ্ধতি উদ্ধোধন করা হয়
Ans :২৫ জানুয়ারি ২০২০
৪৫. 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনর আইন (BRTC) বিল ২০২০' পাস হয়
Ans :১১ ফেব্রুয়ারি ২০২০
৪৬. 'বাংলাদেশ বাতিঘর বিল ২০২০' পাস হয়
Ans :১২ ফেব্রুয়ারি ২০২০
৪৭. বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান মারা যান
Ans :১৫ ফেব্রুয়ারি ২০২০
৪৮. রাজশাহীতে দেশের ৩য় ফরেনসিক ল্যাব উদ্ধোধন
Ans :৩ ফেব্রুয়ারি ২০২০
৪৯. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরে যান
Ans :৪ ফেব্রুয়ারি ২০২০
৫০. বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ
Ans : ইয়েমেন, ১৩২ তম
Ans :১২ ফেব্রুয়ারি ২০২০
৪৭. বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান মারা যান
Ans :১৫ ফেব্রুয়ারি ২০২০
৪৮. রাজশাহীতে দেশের ৩য় ফরেনসিক ল্যাব উদ্ধোধন
Ans :৩ ফেব্রুয়ারি ২০২০
৪৯. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরে যান
Ans :৪ ফেব্রুয়ারি ২০২০
৫০. বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ
Ans : ইয়েমেন, ১৩২ তম