BCS preliminary Model Test - 16 ( সাধারণ জ্ঞান ৪০ টি MCQ প্রশ্ন )
০১। 'সিডর' বাংলাদেশে আঘাত হানে কত সালে?
ক) ২০০৭
খ)২০১১
গ)২০০৮
ঘ)২০১৫
উত্তর :ক
০২। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে?
ক) ১৭ মিনিট
খ) ৯ মিনিট ১০ সেকেন্ড
গ) ৮ মিনিট ১৯ সেকেন্ড
ঘ)কোনটিই নয়
উত্তরঃ গ
০৩)নিচের কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ ?
ক. রাজপুত
খ. বাঁশি
গ. গায়ক
ঘ. মধুর
উত্তরঃ ক
০৪)”স্মৃতির শহর" কার আত্মকাহিনি?
ক) সৈয়দ শামসুল হক
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) শামসুর রহমান
উত্তরঃ ঘ
০৫)সবচেয়ে কম বয়সে "বাংলা একাডেমী" সাহিত্য পুরস্কার লাভ করেন কোন সাহিত্যিক?
ক) নির্মলেন্দ গুণ
খ) সৈয়দ শামছুল হক
গ) হুমায়ুন আহমেদ
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ খ
০৬)খিদে কোন ধরনের শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. দেশী
ঘ. তদ্ভব
উত্তরঃ খ
০৭)নাসির উদ্দিন ইউসুফের "গেরিলা" চলচিত্রটি কোন উপন্যাস অবলম্বনে লেখা?
ক) নিষিদ্ধ লোবান
খ) দেয়ালের দেশ
গ) নীল দংশন
ঘ) সীমানা ছাড়িয়ে
উত্তরঃ ক
০৮)”ক্রীতদাসের হাসি" কোন ধরণের উপস্যাস?
ক) প্রতিকাশ্রয়ী উপন্যাস
খ) মুক্তিযুদ্ধ ভিত্তিতে
গ) ভাষা আন্দোলন
ঘ) সামাজিক উপনাস
উত্তরঃ ক
০৯)খালি চোখে লালচে দেখায় কোন গ্রহকে?
ক)মঙ্গল
খ) বৃহস্পতি
গ)শনি
ঘ) নেপচুন
উত্তরঃ ক
১০। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ
ক) বৃহস্পতি
খ)শুক্র
গ)শনি
ঘ)বুধ
উত্তর : ঘ
১১। দুর্যোগ প্রশমন দিবস
ক) ৯ অক্টোবর
খ)১৩ অক্টোবর
গ)১৫ অক্টোবর
ঘ)১৭ নভেম্বর
উত্তর :খ
১২)বাংলাদেশের জলবায়ু ফান্ড কবে প্রতিষ্ঠা করা হয় ?
ক) ২০০৯
খ)২০১০
গ)২০১৪
ঘ)২০১৫
উত্তর :গ
১৩)বাংলাদেশের জলবায়ু ফান্ডে ২০১৯-২০ অর্থবছরে কত টাকা বরাদ্দ দেয়া হয়েছে!
ক)১০০কোটি
খ)২০০ কোটি
গ)৩০০ কোটি
ঘ)৫০০ কোটি
উত্তর :গ
১৪। শুকতারা দেখা যায়
ক) ভোরের আকাশে
খ) দুপুরে
গ) সন্ধ্যায়
ঘ)রাতে
উত্তরঃ ক
১৫।পৃথিবীর নিকটতম প্রতিবেশী
ক) শুক্র
খ) বুধ
গ) মঙ্গল
ঘ) শনি
উত্তরঃ গ
১৬। সৌরজগতের উত্তপ্ত গ্রহ
ক) মঙ্গল
খ) শুক্র
গ) বৃহস্পতি
ঘ) বুধ
উত্তরঃ খ
১৬)Bangladesh climate Change Strategy and Action Plan কবে প্রণীত হয় ?
ক) ২০০৯
খ)২০১০
গ)২০১৪
ঘ)২০১৫
উত্তর :ক
১৭. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে?
ক. ৪৮ টি
খ. ৪৯ টি
গ. ৫১টি
ঘ. ৫০টি
উত্তর: গ
১৮. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়?
ক. জার্মানী
খ. সুইজারল্যান্ড
গ. রাশিয়া
ঘ. পোল্যান্ড।
উত্তর: ঘ
১৯. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ.টোকিও
ঘ. প্যারিস
উত্তর: গ
২০.বাংলাদেশের উপকূলীয় সমুদ্রসীমা
ক) ৭১৬ কি.মি
খ) ৭১১ কি.মি
গ) ৭১২ কি.মি
ঘ) কোনটিই নয়
উত্তর :ক
২১. ঘূর্ণিঝড় বুলবুল কত তারিখে বাংলাদেশে আঘাত হানে?
ক) ৯ নভেম্বর
খ) ১০ নভেম্বর
গ) ১১ নভেম্বর
ঘ) ১৫ নভেম্বর
উত্তর :ঘ
২২. কোনটি জলবায়ুর উপাদান?
ক) বায়ুর তাপ
খ) বারিপাত
গ) বায়ুর আর্দ্রতা
ঘ) সবগুলোই
উত্তর :ঘ
২৩. কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয়েছে-
ক.সাবেক ব্রিটিশ কালোনিসমূহ
খ.ল্যটিন আমেরিকার দেশগুলো নিয়ে
গ.এশিয়া ও আফ্রিকার জাতি-রাষ্ট্র এর সমন্বয়ে
ঘ.সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
উত্তরঃ ঘ
২৪. EU এর বর্তমান সদস্য
ক. ২৬
খ. ২৮
গ.২৯
ঘ. ২৭
উত্তর: ঘ
২৫. তৃতীয় বিশ্বের দেশ সমূহের ১ম সংঘঠন
ক. OIC
খ. NAM
গ. NATO
ঘ. AIIB
উত্তর: খ
২৬. OPEC কোন পণ্যের cartel?
ক. পাট
খ. কপার
গ. কফি
ঘ. পেট্রোলিয়াম
উত্তরঃ ঘ
২৭. OPEC গঠিত হয় কোন সনে?
ক.১৯৬০
খ.১৯৬১
গ.১৯৬২
ঘ.১৯৬৩
উত্তরঃ ক
২৮. সর্বপ্রথম ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়
ক. ভিয়েনা
খ. জেনেভা
গ. নিউইয়র্ক
ঘ. জেদ্দা
উত্তর: খ
২৯. উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট গঠিত হয়
ক. ১৯২৯
খ. ১৯৪৯
গ. ১৯৬১
ঘ. ১৯৫৫
উত্তর: খ
৩০. ন্যাম এর সম্মেলন অনুষ্ঠিত হয় কয় বছর পর পর
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর : খ
৩১. বাংলাদেশের শীতলতম মাস
ক) জানুয়ারি
খ) মার্চ
গ) নভেম্বর
ঘ) ডিসেম্বর
উত্তর :ক
৩২. কালবৈশাখী ঝড় হয়
ক) শীতকালে
খ) প্রাক- মৌসুমী বায়ু ঋতুতে
গ) মৌসুমি বায়ু ঋতুতে
ঘ) কোনটিই নয়
উত্তর :খ
৩৩. ভাইরাস কী?
ক. অকোষীয় জীব
খ. দ্বিকোষী জীব
গ. এককোষী জীব
ঘ. বহুকোষী জীব
উত্তর :ক
৩৪. যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের কি বলে?
ক. প্রাণী ভাইরাস
খ. উদ্ভিদ ভাইরাস
গ. ব্যাক্টেরিওফাজ
ঘ. আক্রমণকারী ভাইরাস
উত্তর : গ
৩৫. সবুজ গ্রহ বলা হয় কাকে?
ক) শুক্র
খ)শনি
গ)মঙ্গল
ঘ)ইউরোনাস
উত্তরঃঘ
৩৬. পৃথিবীর নিকটতম গ্রহ
ক) শুক্র
খ)শনি
গ)বুধ
ঘ)কোনটিই নয়
উত্তরঃ ক
৩৭. বায়ুমন্ডলে জলীয়বাষ্প আছে শতকরা ভাগ ?
ক)০.০১%
খ)০.৪১%
গ)০.০২%
ঘ)০.০৩%
উত্তর : খ
৩৮. বজ্রপাত হয় কোথায়?
ক) ট্রপোমন্ডল
খ) তাপমন্ডল
গ) আয়নমণ্ডল
ঘ)কোনটিই নয়
উত্তর :ক
৩৯. NATO'র বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৩০টি
খ. ২৯টি
গ. ২৫টি
ঘ. ২৭টি
উত্তরঃ খ
৪০. NAM stands for--
ক. Non Aligened Movement
খ. Non Aligned Movement
গ. Non Aligeined Movement
ঘ. Non Aliegned Movement
উত্তরঃ খ