BCS preliminary Model Test - 15 ( বাংলা ৪০ টি MCQ প্রশ্ন )
০১। ‘বই টই নিয়ে পড়তে বস’ । এখানে বই-টই কী ?
ক. যথাদ্বিরুক্তি
খ. অনুচর দ্বিরুক্ত
গ. সমার্থক দ্বিরুক্ত
ঘ. বিপরীতার্থক দ্বিরুক্ত
উত্তর: খ
০২।নিচের কোনটি যথার্থ প্রয়োগ?
ক. এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় ।
খ. শুধুমাত্র তুমি গেলেই হবে
গ. এখানে গরু- ছাগলের বিরাট হাট বসে
ঘ. কেবলমাত্র আসছি।
উত্তর; গ
০৩। কোন বাক্যটি শুদ্ধ?
ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ. সায়াহ্ণে সবাই বাড়ি ফিরছে
গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ. দারিদ্রতা কেউ চায় না
উত্তর: খ
০৪। কোন বাক্যটি বাচ্যজনিত অশুদ্ধ?
ক. দশচক্রে ভগবান ভূত
খ. তার সৌজন্যতা ভুলবনা
গ. আমি গীতাঞ্জলি পড়েছি
ঘ. এ কথা প্রমাণ হয়েছি?
উত্তর: ঘ
০৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
ক. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
খ. এ কথা প্রমাণ হয়েছে।
গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন ।
ঘ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তর: ঘ
০৬।এভিকালচার বলতে কী বুঝায়?
ক. পাখি পালন বিদ্যা
খ. মৎস্য পালন বিদ্যা
গ. রেশম কালচার
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক পালন বিদ্যা
০৭।উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি ?
ক. ম্যানোমিটার
খ. ক্রেসকোগ্রাফ
গ. অ্যালটিমটার
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
০৮।লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায়
ক. কালো
খ. লাল
গ. সবুজ
ঘ. নীল
উত্তর . ক
০৯।পানি বরফে পরিণত করলে আয়তন
ক. বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
১০।যে সকল পরমানুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা তাদের বলা হয়
ক. আইসোটোপ
খ. আইসোটোন
গ. আইসোবার
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
১১।বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত?
ক. ৭৮.০২%
খ. ২০.৬১%
গ. ০.০০০৩%
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
১২।অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে?
ক. লাল
খ. নীল
গ. সবুজ
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
১৩।হীরক উজ্জ্বল দেখায় কেন?
ক. প্রতিসরণ
খ. প্রতিফলন
গ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
১৪।সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
ক. বিকিরণ পদ্ধতিতে
খ. পরিচলন পদ্ধতিতে
গ. পরিবহন
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
১৬। ‘গুরু’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
ক. গুরী
খ. গুরুমা
গ.গুরুনী
ঘ. গুর্বী
উত্তর: ঘ
১৭। ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?
ক. মর্দ
খ. জেনানা
গ. জেনানী
ঘ. মরদী
উত্তর: খ
১৮। ‘বঁধু’ হচ্ছে
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ
গ. নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তর: ঘ
১৯। নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক নয়?
ক. সতীন
খ. এয়ো
গ. কুলটা
ঘ. স্ত্রৈণ
উত্তর: ঘ
২০। নিচের কোনটি নিত্য পুরুষবাচক ?
ক. ঢাকী
খ. কবিরাজ
গ. পুরোহিত
ঘ. সবগুলোই
উত্তর: ঘ
২১. ‘দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ + অন্ত
খ) দিক্ + অন্ত
গ) দিক + অন্ত
ঘ) দিগ্ + অন্ত
সঠিক উত্তর: (খ)
২২. ‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম
সঠিক উত্তর: (খ)
২৩. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন্ + চয়
খ) সম্ + চয়
গ) সঙ্ + চয়
ঘ) সং + চয়
সঠিক উত্তর: (খ)
২৪. ‘অহরহ’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + রহ
খ) অহঃ + অহ
গ) অহঃ + অহঃ
ঘ) অহ + রহ
সঠিক উত্তর: (খ)
২৫. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত
খ) শীত + আর্ত
গ) শিত + ঋত
ঘ) শিত + অর্ত
সঠিক উত্তর: (ক)
২৬. সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা
খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা
ঘ) শোনার সুবিধা
সঠিক উত্তর: (গ)
২৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক্ + দান = বাকদান
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর
ঘ) সম্ + সার = সংসার
সঠিক উত্তর: (গ)
২৮. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২৯. ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি?
ক) সজ্জন
খ) সচ্ছাত্র
গ) উচ্ছ্বাস
ঘ) বিচ্ছিন্ন
সঠিক উত্তর: (খ)
৩০. ‘বৃষ্টি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বৃস + টি
খ) বৃশ + টি
গ) বৃষ্ + তি
ঘ) বৃষ + টি
সঠিক উত্তর: (গ)
৩১৷ নিচের কোনটি সঠিক নয়?
ক. মনঃ + কষ্ট= মনকষ্ট
খ. প্রাতঃ + কাল = প্রাতঃকাল
গ. অহঃ+ অহ = অহরহ
ঘ. প্রাতঃ + আশ= প্রাতঃরাশ
উত্তর: ঘ
৩২৷ 'হস্তী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) দিপ
খ) দীপ
গ) দ্বিপ
ঘ) দ্বীপ
উত্তর: গ
৩৩৷ ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক) আন
খ) আই
গ) আল
ঘ) আও
উত্তর: খ
৩৪৷ বাগধারা ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ.শব্দতত্ত্ব
খ. রুপতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব
উত্তর: ঘ
৩৫৷ নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) সেতার
খ) বেতার
গ) দেশান্তর
ঘ) সহোদর
উত্তর: গ
৩৬. ___ She wanted it She bought it
a. For
b. After
c. Because
d. While
ans:c
৩৭. Please be quiet___the teacher is talking
a. Until
b. yet
c. While
d. during
ans:c
৩৮. Are you conscious___ your age
a. of
b for
c about
d. after
ans:a
৩৯. Jasim is objected to___ sent home early.
a. be
b. to be
c. being
d. have been
ans: c
৪০. Select the singular number.
a. pianos
b. premises
c. bureau
d. politics
ans: c