BCS preliminary Model Test - 13 ( বাংলা ৩০ টি MCQ প্রশ্ন ) :::::: Topic: সন্ধি


০১. ‘মস্যাধার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মসি + আধার
খ) মস্যা + আধার
গ) মসিহ + আধার
ঘ) মসী + আধার
সঠিক উত্তর: (ঘ)

০২. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক) ব্যঞ্জনসন্ধির
খ) স্বরসন্ধির
গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
সঠিক উত্তর: (ক)

০৩. ‘রাজ্ঞী’ - এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
ক) রাজ্ + নী
খ) রাগ + গী
গ) রাজন + গী
ঘ) রাজা + গি
সঠিক উত্তর: (ক)

০৩. ‘জনৈক’ - শব্দটির সন্ধিবিচ্ছেদ -
ক) জন + ঐক
খ) জন + নৈক
গ) জন + এক
ঘ) জন + ঔক
সঠিক উত্তর: (গ)

০৪. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) তস্কর
খ) উত্থান
গ) পরিষ্কার
ঘ) সংস্কার
সঠিক উত্তর: (ক)

১১. ‘রবীন্দ্র’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) রব + ইন্দ্র
খ) রবী + ইন্দ্র
গ) রবি + ইন্দ্র
ঘ) রবি + ঈন্দ্র
সঠিক উত্তর: (গ)

১২. ‘স্বাগত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সু + আগত
খ) স্ব + আগতওঃ
গ) সা + আগত
ঘ) সৃ + আগত
সঠিক উত্তর: (ক)

১৩. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) অন্যান্য
খ) প্রত্যেক
গ) স্বল্প
ঘ) তন্বী
সঠিক উত্তর: (ক)

১৪. ‘সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
ক) সম্ + বাদ
খ) সঃ + বাদ
গ) সং + বাদ
ঘ) সৎ + বাদ
সঠিক উত্তর: (ক)


১৫. ‘দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ + অন্ত
খ) দিক্ + অন্ত
গ) দিক + অন্ত
ঘ) দিগ্ + অন্ত
সঠিক উত্তর: (খ)

১৬. ‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম
সঠিক উত্তর: (খ)

১৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) পরিষ্কার
খ) ষড়ানন
গ) সংস্কার
ঘ) আশ্চর্য
সঠিক উত্তর: (ঘ)

১৮. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ -
ক) লো + অন
খ) লব + ন
গ) লব + অন
ঘ) লো + বন
সঠিক উত্তর: (ক)

১৯. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) অসমীকরণ
ঘ) স্বরসংগতি
সঠিক উত্তর: (খ)

২০. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি?
ক) মহৌষধ
খ) বনৌষধি
গ) পরমৌষধ
ঘ) পরমৌষধি
সঠিক উত্তর: (গ)

২১. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
ক) নিপাতনে সিদ্ধ সন্ধি
খ) স্বরসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর: (খ)

২২. ‘পর্যন্ত’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য + ন্ত
খ) পরি + অন্ত
গ) পর্য + অন্ত
ঘ) প + অন্ত
সঠিক উত্তর: (খ)

২৩. ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো -
ক) সর্বদা
খ) সর্বত্র
গ) সদৈব
ঘ) সর্বৈব
সঠিক উত্তর: (গ)

২৪. “অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)

২৫. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) উপরিউক্ত
খ) উপর্যপরি
গ) উপর্যুক্ত
ঘ) পুনরপি
সঠিক উত্তর: (গ)

২৬. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
ক) একচ্ছত্র
খ) পবিত্র
গ) দিগন্ত
ঘ) সজ্জন
সঠিক উত্তর: (গ)

২৭. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অত্য + অন্ত
খ) অতি + অন্ত্য
গ) অতি + ন্ত
ঘ) অতি + অন্ত
সঠিক উত্তর: (ঘ)

২৮. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
ক) কৃ + ক্তি
খ) কৃষ্ + তি
গ) কৃঃ + তি
ঘ) কৃষ + টি
সঠিক উত্তর: (খ)

২৯. ‘সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
ক) সম + ধি
খ) সম্ + ধি
গ) সম্ + ন্ধি
ঘ) সণ্ + ধি
সঠিক উত্তর: (খ)

৩০. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক) আয়াসের লাঘব হলে
খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
গ) শ্রুতিমধুর হলে
ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
সঠিক উত্তর: (খ)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url