BCS preliminary Model Test - 11 ( বাংলা ৩০ টি MCQ প্রশ্ন ) :::::: Topic: সন্ধি
০১. ই + ঈ = ঈ - এর উদাহরণ কোনটি?
ক) পরীক্ষা
খ) অতীত
গ) সতীন্দ্র
ঘ) সতীশ
সঠিক উত্তর: (ক)
০২. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি?
ক) সুন্দর
খ) সুদর্শন
গ) সন্দর্শন
ঘ) সৌন্দর্য
সঠিক উত্তর: (গ)
০৩. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) অন্যান্য
খ) প্রত্যেক
গ) স্বল্প
ঘ) তন্বী
সঠিক উত্তর: (ক)
০৪. ‘সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
ক) সম্ + বাদ
খ) সঃ + বাদ
গ) সং + বাদ
ঘ) সৎ + বাদ
সঠিক উত্তর: (ক)
০৫. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক) শুভ + অচ্ছা
খ) শুভ + এচ্ছা
গ) শুভ + ইচ্ছা
ঘ) শুভে + ইচ্ছা
সঠিক উত্তর: (গ)
০৬. কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
ক) প্রত্যেক
খ) রাজ্ঞী
গ) মার্তন্ড/পৌঢ়
ঘ) গায়ক
সঠিক উত্তর: (গ)
০৭. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) গব + এষণা
খ) গো + এষণা
গ) গো + ষণা
ঘ) গ + বেষণা
সঠিক উত্তর: (খ)
০৮. ‘অন্বেষণ’ - এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক) অন্ব + এষণ
খ) অনু + এষণ
গ) অন্ব + ষণ
ঘ) অনু + ষণ
সঠিক উত্তর: (খ)
০৯. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
ক) তিন ভাগে
খ) ছয় ভাগে
গ) দু ভাগে
ঘ) নয় ভাগে
সঠিক উত্তর: (গ)
১০. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক) আয়াসের লাঘব হলে
খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
গ) শ্রুতিমধুর হলে
ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
সঠিক উত্তর: (খ)
১১. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) কাঁচা + কলা = কাঁচকলা
খ) নাতি + বৌ = নাতবৌ
গ) বদ্ + জাত = বজ্জাত
ঘ) রুপা + আলি = রুপালি
সঠিক উত্তর: (ঘ)
১২. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) ষড়ানন
খ) কথাচ্ছলে
গ) পরিষ্কার
ঘ) হস্তান্তর
সঠিক উত্তর: (ঘ)
১৩. কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
ক) তিনেক
খ) কতেক
গ) শতেক
ঘ) নিন্দুক
সঠিক উত্তর: (ক)
১৪. ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে -
ক) ঈ-কার হয়
খ) উ-কার হয়
গ) ও-কার হয়
ঘ) এ-কার হয়
সঠিক উত্তর: (ঘ)
১৫. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)
১৬. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত
খ) সন্ধি + আর্ত
গ) শিত + ঋত
ঘ) শিত + অর্ত
সঠিক উত্তর: (ক)
১৭. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন + ঈষা
খ) মনঃ + ইষা
গ) মনস + ঈষা
ঘ) মনো + ঈষা
সঠিক উত্তর: (গ)
১৮. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) বাংলা সন্ধি
সঠিক উত্তর: (গ)
১৯. কোনটি স্বরসন্ধির উদাহরন?
ক) উদ্ধার
খ) পুরস্কার
গ) তিরস্কার
ঘ) অতীত
সঠিক উত্তর: (ঘ)
২০. মিতা + আলি = মিতালি - এটি কোন সন্ধি?
ক) খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি
খ) খাঁটি বাংলা স্বরসন্ধি
গ) তৎসম স্বরসন্ধি
ঘ) তৎসম ব্যঞ্জন সন্ধি
সঠিক উত্তর: (গ)
২১. ‘দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ + অন্ত
খ) দিক্ + অন্ত
গ) দিক + অন্ত
ঘ) দিগ্ + অন্ত
সঠিক উত্তর: (খ)
২২. ‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম
সঠিক উত্তর: (খ)
২৩. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন্ + চয়
খ) সম্ + চয়
গ) সঙ্ + চয়
ঘ) সং + চয়
সঠিক উত্তর: (খ)
২৪. ‘অহরহ’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + রহ
খ) অহঃ + অহ
গ) অহঃ + অহঃ
ঘ) অহ + রহ
সঠিক উত্তর: (খ)
২৫. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত
খ) শীত + আর্ত
গ) শিত + ঋত
ঘ) শিত + অর্ত
সঠিক উত্তর: (ক)
২৬. সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা
খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা
ঘ) শোনার সুবিধা
সঠিক উত্তর: (গ)
২৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক্ + দান = বাকদান
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর
ঘ) সম্ + সার = সংসার
সঠিক উত্তর: (গ)
২৮. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২৯. ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি?
ক) সজ্জন
খ) সচ্ছাত্র
গ) উচ্ছ্বাস
ঘ) বিচ্ছিন্ন
সঠিক উত্তর: (খ)
৩০. ‘বৃষ্টি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বৃস + টি
খ) বৃশ + টি
গ) বৃষ্ + তি
ঘ) বৃষ + টি
সঠিক উত্তর: (গ)