BCS preliminary Model Test - 10 ( বাংলা ৩০ টি MCQ প্রশ্ন ) :::::: Topic: সন্ধি


০১. ঔ + উ = আব্ + উ - এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?
ক) পাবক
খ) নাবিক
গ) ভাবুক
ঘ) গায়ক
সঠিক উত্তর: (গ)

০২. ঔ + উ = আব্ + উ - এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?
ক) পাবক
খ) নাবিক
গ) ভাবুক
ঘ) গায়ক
সঠিক উত্তর: (গ)

০৩. ‘জনৈক’ - শব্দটির সন্ধিবিচ্ছেদ -
ক) জন + ঐক
খ) জন + নৈক
গ) জন + এক
ঘ) জন + ঔক
সঠিক উত্তর: (গ)

০৪. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) তস্কর
খ) উত্থান
গ) পরিষ্কার
ঘ) সংস্কার
সঠিক উত্তর: (ক)

০৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (খ)

০৬. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি?
ক) সুন্দর
খ) সুদর্শন
গ) সন্দর্শন
ঘ) সৌন্দর্য
সঠিক উত্তর: (গ)

০৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক) পবন
খ) গবাক্ষ
গ) পরিচ্ছদ
ঘ) সজ্জন
সঠিক উত্তর: (খ)

০৮. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) তৎ + রূপ = তদ্রুপ
খ) সম্ + তাপ = সন্তাপ
গ) রাজ্ + নী = রাজ্ঞী
ঘ) তদ্ + কাল = তৎকাল
সঠিক উত্তর: (গ)

০৯. ‘দুর্যোগ’ - এর সন্ধিবিচ্ছেদ কী?
ক) দুহঃ + যোগ
খ) দুঃ + যোগ
গ) দুর + যোগ
ঘ) দুহ + যোগ
সঠিক উত্তর: (খ)

১০. ‘মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
গ) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
ঘ) ব্যঞ্জনধ্বনি + বিসর্গ ধ্বনি
সঠিক উত্তর: (ক)

১১. ‘রবীন্দ্র’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) রব + ইন্দ্র
খ) রবী + ইন্দ্র
গ) রবি + ইন্দ্র
ঘ) রবি + ঈন্দ্র
সঠিক উত্তর: (গ)

১২. ‘স্বাগত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সু + আগত
খ) স্ব + আগতওঃ
গ) সা + আগত
ঘ) সৃ + আগত
সঠিক উত্তর: (ক)

১৩. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) মত + এক
খ) মত + ঐক্য
গ) মতঃ + এক
ঘ) মতঃ + ঐক্যঃ
সঠিক উত্তর: (খ)

১৪. ‘সংস্কার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সঃ + কার
খ) সম্ + কার
গ) সং + কার
ঘ) সৎ + কার
উত্তর : খ

১৫. উৎ + ছেদ =
ক) উচ্ছেদ
খ) উৎছেদ
গ) উছ্যেদ
ঘ) উৎছাদ
সঠিক উত্তর: (ক)

১৬. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বিদ্য + আলয়
খ) বিদ্যা + অলয়
গ) বিদ + আলয়
ঘ) বিদ্যা + আলয়
সঠিক উত্তর: (ঘ)

১৭. আ + আ = আ হয় - এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) প্রাণাধিক
খ) কথামৃত
গ) রত্নাকর
ঘ) মহাশয়
সঠিক উত্তর: (ঘ)

১৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
ক) পাঁচ
খ) চার
গ) তিন
ঘ) দুই
সঠিক উত্তর: (ঘ)

১৯. আ + আ = আ হয় - এ সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) সদানন্দ
খ) কথামৃত
গ) দেবালয়
ঘ) প্রাণাধিক
সঠিক উত্তর: (ক)

২০. উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?
ক) উপর্যুপরি
খ) উপর্যপরি
গ) উপরিউপার
ঘ) পুনরপি
সঠিক উত্তর: (ক)

২১. অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহ + নিশ
খ) অহো + নিশা
গ) অহঃ + নিশা
ঘ) অহর + নিশ
সঠিক উত্তর: (গ)

২২. ‘ষোড়শ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষট + অশ
খ) ষট্ + দশ
গ) ষড় + অশ
ঘ) ষড় + দশ
সঠিক উত্তর: (খ)

২৩. ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) তত + বধি
খ) তৎ + বধি
গ) তদ + অবধি
ঘ) তৎ + অবধি
সঠিক উত্তর: (ঘ)
২৪. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
সঠিক উত্তর: (ক)

২৫. ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে?
ক) ত্ + ঝ
খ) ত্ + জ
গ) দ্ + জ
ঘ) দ্ + ঝ
সঠিক উত্তর: (খ)

২৬. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই?
ক) সমাসের
খ) প্রত্যয়ের
গ) সন্ধির
ঘ) বচনের
সঠিক উত্তর: (গ)

২৭. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক) শব্দের মিলন
খ) বর্ণের মিল
গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন
সঠিক উত্তর: (গ)

২৮. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক) সংস্কার/পরিষ্কার
খ) অতএব
গ) সংশয়
ঘ) মনোহর
সঠিক উত্তর: (ক)

২৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক) তৎসম সন্ধি
খ) বাংলা সন্ধি
গ) স্বরসন্ধি
ঘ) ব্যঞ্জন সন্ধি
সঠিক উত্তর: (ক)

৩০. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে -
ক) ব্যঞ্জনসন্ধি
খ) স্বরসন্ধি
গ) নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ) বিসর্গ সন্ধি
সঠিক উত্তর: (গ)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url