BCS preliminary Model Test - 09 ( বাংলা ২০ টি MCQ প্রশ্ন ) :::::: Topic: সন্ধি


০১. ‘পরীক্ষা’ - এর সন্ধি বিচ্ধে কোনটি?
ক) পরি + ঈক্ষা
খ) পরী + ঈক্ষা
গ) পরী + ইক্ষা
ঘ) পরি + ইক্ষা
সঠিক উত্তর: (ক)

০২. ‘যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই’ এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে?
ক) আ
খ) অ
গ) ই
ঘ) এ
সঠিক উত্তর: (গ)

০৩. ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ক) অ + অ
খ) অ + আ
গ) আ + আ
ঘ) আ + অ
সঠিক উত্তর: (গ)

০৪. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক) কুলটা
খ) গায়ক
গ) পশ্বধম
ঘ) নদ্যম্বু
সঠিক উত্তর: (ক)

০৫. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
ক) একচ্ছত্র
খ) পবিত্র
গ) দিগন্ত
ঘ) সজ্জন
সঠিক উত্তর: (গ)

০৬. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অত্য + অন্ত
খ) অতি + অন্ত্য
গ) অতি + ন্ত
ঘ) অতি + অন্ত
সঠিক উত্তর: (ঘ)

০৭. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক) তনু + ঈ
খ) তনু + ই
গ) তন্বী + ঈ
ঘ) তনী + ব
সঠিক উত্তর: (ক)

০৮. ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো -
ক) সর্বদা
খ) সর্বত্র
গ) সদৈব
ঘ) সর্বৈব
সঠিক উত্তর: (গ)

০৯. “অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)

১০. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) উপরিউক্ত
খ) উপর্যপরি
গ) উপর্যুক্ত
ঘ) পুনরপি
সঠিক উত্তর: (গ)

১১. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?
ক) প্রাতঃ + কাল
খ) শিরঃ + ছেদ
গ) শিরঃ + পীড়া
ঘ) মনঃ + কষ্ট
সঠিক উত্তর: (খ)

১২. ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)

১৩. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
ক) কৃ + ক্তি
খ) কৃষ্ + তি
গ) কৃঃ + তি
ঘ) কৃষ + টি
সঠিক উত্তর: (খ)

১৪. ‘সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
ক) সম + ধি
খ) সম্ + ধি
গ) সম্ + ন্ধি
ঘ) সণ্ + ধি
সঠিক উত্তর: (খ)

১৫. কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
ক) প্রত্যেক
খ) রাজ্ঞী
গ) মার্তন্ড/পৌঢ়
ঘ) গায়ক
সঠিক উত্তর: (গ)

১৬. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) গব + এষণা
খ) গো + এষণা
গ) গো + ষণা
ঘ) গ + বেষণা
সঠিক উত্তর: (খ)

১৭. ‘অন্বেষণ’ - এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক) অন্ব + এষণ
খ) অনু + এষণ
গ) অন্ব + ষণ
ঘ) অনু + ষণ
সঠিক উত্তর: (খ)

১৮. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
ক) তিন ভাগে
খ) ছয় ভাগে
গ) দু ভাগে
ঘ) নয় ভাগে
সঠিক উত্তর: (গ)

১৯. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক) আয়াসের লাঘব হলে
খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
গ) শ্রুতিমধুর হলে
ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
সঠিক উত্তর: (খ)

২০. ‘মস্যাধার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মসি + আধার
খ) মস্যা + আধার
গ) মসিহ + আধার
ঘ) মসী + আধার
সঠিক উত্তর: (ঘ)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url