BCS ICT Preparation ( Most Common MCQ For Preliminary ) বিসিএস এর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে কমন উপযোগী প্রশ্ন

এই পোস্ট থেকে আশা করছি কমন পাবেন

তথ্য প্রযুক্তির এই টপিকস থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে

Yahoo : প্রতিষ্ঠিত হয় March 1994
প্রতিষ্ঠাতা David filo & Jerry yang

Amazon : প্রতিষ্ঠিত হয় 1994
প্রতিষ্ঠাতা : বেস জোসেফ

Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998
প্রতিষ্ঠাতা Sergey brin & Larry page

Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001,,,
প্রতিষ্ঠাতা Jimmy Wales & Larry Sanger

Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004,,,
প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes

YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005
প্রতিষ্ঠাতা Jawed karid, Steve chen & Chad Harley
.
Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006,,,
 প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone & Jack Dorsey,,,

১. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G

২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery

৩. প্রশ্ন: Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison

৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

৫. প্রশ্ন: সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়–
উত্তর: WAN-এ

৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি?
উত্তর: Worldwide Interoperability for Microwave Access

৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়–
উত্তর: Machine Language/Assembly Language

৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর: IEEE 802.11

৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস?
উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস

১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?
উত্তর: ২০

১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?
উত্তর: ৮০-৯০

১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?
উত্তর: ই- পুর্জি

১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery

১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?
উত্তর: ২০১১-১২

১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
উত্তর: ১৪০

১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে?
উত্তর: Leap Frog এর মাধ্যমে

১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?
উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না

১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ-
উত্তর: Business Software Alliance

১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে?
উত্তর: দ্বিগুন

২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ–
উত্তর: Global Positioning System

২১. Whatsapp এর জনক কে ?
=Brian Acton and Jan Koum। ২০০৯ সালে শুরু

২২.Li-Fi ( light fidelity) এর জনক কে ?
-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth

২৩.Wi-fi এর জনক কে ?
=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।Wi-Fi uses radio frequency

২৪.ন্যানো প্রযুক্তির জনক কে ?
=রিচার্ড ফাইনম্যান

২৫.Messenger এর ইনিশিয়াল রিলিজ
= ২০১১।

২৬.Skype-এর জনক - Niklas Zennstrom and Janus Friis

২৭.G-mail চালু হয় ১৯৯৮ সালে।

২৮.IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম IANA (Internet Assigned Numbers Authority).

২৯.বিশ্বের ১ম ই-কমার্স সাইট আমাজন ডট কম।

৩০.১ ন্যানোমিটার= ১০^-৯ মিটার

৩১.SHARE it এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে Lenovo.

৩২.2G network সর্বপ্রথম ১৯৯১ সালে ফিনল্যান্ডে প্রবর্তিত হয়।

৩৩.ন্যানো টেকনোলজির জনক বলা হয় রিচার্ড ফাইম্যানকে।

৩৪.মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্স এর উদাহরণ।

৩৫.Cloud Computing সর্বপ্রথম ২০০৬ সালে চালু হয়।

৩৬.Yahoo প্রতিষ্ঠিত হয় ১৯৯৫সালে।

৩৭. বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ

৩৮. সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark – 1

৩৯.‘হার্ডডিস্ক’ মাপার একক হলো → গিগাবাইট

৪০.মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে

৪১. প্রশ্ন: অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম — ফোনে।
উত্তর: HTC

৪২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে –
উত্তর: Bandwith

৪৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।
উত্তর: ১

৪৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত –
উত্তর: কক্সবাজার

৪৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?
উত্তর: ৫

৪৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন –
উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক

৪৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় –
উত্তর: ২০০৫ সালে

৪৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা –
উত্তর: বাড়াতে হয়

৪৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে –
উত্তর: Back end

৫০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় –
উত্তর: নেটিজেন

৫১. প্রশ্ন: বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ?
উত্তর: চীন

৫২. প্রশ্ন: বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম –
উত্তর: ARPANET

৫৩. প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফ-লাইন ইন্টারনেট চালু হয় –
উত্তর: ১৯৯৪ সালে

৫৪. প্রশ্ন: ইন্টারনেটের জনক বলা হয় –
উত্তর: VintonGray Cert কে

৫৫. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা –
উত্তর: bdnews24. com

৫৬. প্রশ্ন: প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টানেট ব্যবহার করতে চাইলে প্রয়োজন–
উত্তর: মডেম

৫৭. প্রশ্ন: ইন্টারনেট সংযোগ সাধারণত কত প্রকার?
উত্তর: ২

৫৮. প্রশ্ন: IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন–
উত্তর: IPV 4

৫৯. প্রশ্ন: E-mail ঠিকানায় কয়টি অংশ থাকে?
উত্তর: ২

৬০. প্রশ্ন: Cyber Crime রোধে ১৯৯২ সালে কয়টি নির্দেশনা দেয়া হয়?
উত্তর: দশ

৬১. প্রশ্ন: Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: Supermarkets

৬২. প্রশ্ন: LAN card এর অপর নাম কি?
উত্তর: NIC

৬৩. প্রশ্ন: গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র-
উত্তর: Don’t be evil

৬৪. প্রশ্ন: ’অ্যাপল’ কম্পিউটার বাজারে আসে –
উত্তর: ১৯৭৬ সালে

৬৫. প্রশ্ন: ইন্টেলের জন্ম _____ সালে।
উত্তর: ১৯৬৮

৬৬. প্রশ্ন: ইন্টেল প্রথম বানিজ্যিক প্রসেসর তৈরী করে কত সালে?
উত্তর: ১৯৭১

৬৭. প্রশ্ন: টুইটার চালু হয় কত সালে?
উত্তর: ২০০৬

৬৮. প্রশ্ন: ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে?
উত্তর: ২০১০

৬৯. প্রশ্ন: সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯২০ Raisul Islam Hridoy

৭০. প্রশ্ন: একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে?
উত্তর: ৩

৭১. প্রশ্ন: মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯১

৭২. প্রশ্ন: মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়-
উত্তর: ২০০০ সালে

৭৩. প্রশ্ন: সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন-
উত্তর: এরিকসন আর ৩০৮

৭৪. প্রশ্ন: Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?
উত্তর: ২০১২

৭৫. প্রশ্ন: ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের?
উত্তর: ৪

৭৬. প্রশ্ন: ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?
উত্তর: 1-4Mbps

৭৭. প্রশ্ন: একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন-
উত্তর: ৪ টি

৭৮. প্রশ্ন: হটস্পট প্রযুক্তি নয়-
উত্তর: Broadband

৭৯. প্রশ্ন: ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে?
উত্তর: ৭

৮০. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক নয়–
উত্তর: WAN

৮১. প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে-
উত্তর: Amazon

৮২. প্রশ্ন: ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৯২ সালে

৮৩. প্রশ্ন: Internet শব্দটির উৎপত্তি-
উত্তর: Internet connected Network থেকে

৮৪. প্রশ্ন: Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়-
উত্তর: ১৯৮২ সালে

৮৫. প্রশ্ন: European Laboratory For Particle Physics কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা

৮৬. প্রশ্ন: Opera-mini’র জনক-
উত্তর: স্টিফেন্সন

৮৭. প্রশ্ন: Google e-book সেবা চালু হয়-
উত্তর: ২০১০ সালে

৮৮. প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণার জনক–
উত্তর: মার্শাল ম্যাক্লুহান

৮৯. প্রশ্ন: বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা-
উত্তর: সত্য নাদেলা

৯০. প্রশ্ন: ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৪

৯১. প্রশ্ন: বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৮৩৭

৯২. প্রশ্ন: ব্লগিং এর জনক-
উত্তর: ইভান উইলিয়াম

৯৩. প্রশ্ন: উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?
উত্তর: ২০০৬

৯৪. প্রশ্ন: বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন?
উত্তর: ১৯৯৭

৯৫. প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে?
উত্তর: ডাচ বাংলা ব্যাংক

৯৬. প্রশ্ন: বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য?
উত্তর: ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য

৯৭. প্রশ্ন: GSM মোবাইল ফোনের জন্য থাকে–
উত্তর: SIM

৯৮. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G

৯৯. প্রশ্ন: স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?
উত্তর: ১৯৭৪ সালে

১০০. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা

১২১. প্রশ্ন: মাইক্রোসফটের মিডিয়ারুম হলো-
উত্তর: সেট-টপ বক্স

১২২. প্রশ্ন: আইবিএম গবেষকবৃন্দ এযাবতকালে কতটি নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: ৫

১২৪. প্রশ্ন: “অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়

১২৫. প্রশ্ন: IPVC কত বিটের হবে?
উত্তর: ১২৮

১২৬. প্রশ্ন: আরপানেট বন্ধ হয়ে যায় কত সালে?
উত্তর: ১৯৯০

১২৭. প্রশ্ন: ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?
উত্তর: 2.4 GHz

১২৮. প্রশ্ন: কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
উত্তর: সিটিসেল

১২৯. প্রশ্ন: মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
উত্তর: অ্যাপকে

১৩০. প্রশ্ন: মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত ছিল?
উত্তর: ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত

১৩১. প্রশ্ন: GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?
উত্তর: সম্মিলিত

১৩২. প্রশ্ন: বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?
উত্তর: দক্ষিণ কোরিয়া

১৩৩. প্রশ্ন: সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?
উত্তর: সাগরের তলদেশে

১৩৪. প্রশ্ন: কোনটি খুবই দ্রুত গতির?
উত্তর: SPX

১৩৫. প্রশ্ন: IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে?
উত্তর: Host ID

১৩৬. প্রশ্ন: ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে–
উত্তর: http

১৩৭. প্রশ্ন: কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়?
উত্তর: Web browser

১৩৮. প্রশ্ন: E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তর: ১৯৭২ সালে

১৩৯. প্রশ্ন: ২০১৩ সালে সারা বিশ্বে ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি বিশ্ববিদ্যালয় রোবটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে?
উত্তর: ৫

১৪০. প্রশ্ন: ২০১৩ সালের রোবটিক্স প্রোগ্রামে বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রথম হয়?
উত্তর: MIST

১৬১. প্রশ্ন: “Chorndro Bot-2” রোবটের অবস্থান সারাবিশ্বে কততম?
উত্তর: ১২তম

১৬২. প্রশ্ন: একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: Manipulation

১৬৩. প্রশ্ন: ক্রায়োথেরাপি চিকিৎসায় আক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় কত ভাগ?
উত্তর: ৯০ ভাগ

১৬৪. প্রশ্ন: বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণে কি ধরণের বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয়?
উত্তর: শারীরবৃত্ত

১৬৫. প্রশ্ন: একটি সাধারণ রোবটে কয়টি উপাদান থাকে?
 উত্তর: ৪

১৬৬. প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রথম মহাশূন্যযান প্রেরণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সালে

১৬৭. প্রশ্ন: Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
উত্তর: চেক

১৬৮. প্রশ্ন: IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে

১৬৯. প্রশ্ন: Unauthentic এবং Unwanted মেইল কোথায় জমা হয়?
উত্তর: Spam

১৭০. প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission

১৭১. প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
উত্তর: ইন্টারনেট

১৭২.স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে

১৭৩.অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন → HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত

১৭৪.কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ

১৭৫.কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার

১৭৬.Multitasking কাকে বলে?
Ans: একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.

১৭৭. টাস্কবার কাকে বল?
Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।

১৭৮.রিসাইকেলবিন কি?Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।

১৭৯. Defragmentation কি?
Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.

১৮০.ফরমেট কাকে বলে?
Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।

১৮১.IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে

১৮২.ভাইরাস নামকরণ করেন → গবেষক ফ্রেডরিক কোহেন

Next Post Previous Post
1 Comments
  • Go-Inside
    Go-Inside April 22, 2019 at 2:35 AM

    Thank You!

Add Comment
comment url