BCS Preliminary Model Test - 01 with Solution


১। বাংলা ভাষার ছন্দ কত প্রকার ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ

২। বাংলা সাহিত্যের অলঙ্কার কত প্রকার ?
ক.২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ক

৩।কোন বানানগুচ্ছ শুদ্ধ?
ক. অত্যাধিক, ব্যাতিক্রম
খ. লাবণ্য, পন্য
গ. সখ্যতা, মৌন
ঘ.ঘনিষ্ঠ, তিরস্কার
উত্তর: ঘ

৪। নির্ভুল বানান কোনটি?
ক. স্বায়ত্বশাসন খ. স্বায়ত্তশাসন গ. স্বায়ত্ত্বশাসন
ক. গামা রশ্মি
খ. মৃদু রন্জন রশ্মি
গ. এক্সরে
ঘ. অবলোহিত
উত্তর: খ

৫।দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
ক. ল্যাক্টোমিটার
খ. প্যারামিটার
গ. বোরমিটার
ঘ. ন্যানোমিটার
উত্তর: ক

৬।আকাশ নীল দেখার নীল রংয়ের
ক. বিক্ষেপণ বেশি
খ.বিক্ষেপণ কম
গ। প্রতিসরণ বেশি
ঘ. প্রতিফলন
উত্তর : ক

৭।বিদুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?
ক. আলোর গতি শব্দের গতির চেয়ে কম
খ. আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি
গ. আলোর গতি শব্দের গতির একই
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ

৮।শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত?
ক. ১.৫ ভোল্ট
খ. ২.৫ ভোল্ট
গ. ৩.৫ ভোল্ট
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

৯। সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. আর্গন
ঘ. নিয়ন
উত্তর : ক

১০। বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?
ক. ফোটার চারদিকে বাতাসের সমান চাপ
খ. ফোটার চারদিকে বাতাসের চাপ কম
গ. ফোটার চারদিকে বাতাসের চাপ বেশি
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

১১।পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
ক. অভিকর্ষজ বলের দিকে কাজ করার জন্য
খ. অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য
গ. মাধ্যাকর্ষণ বলের বিপরীতে কাজ করার জন্য
ঘ. মাধ্যাকর্ষণ বলের দিকে কাজ করার জন্য
উত্তর : খ

১২।প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী?
ক. উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি
খ. উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক কম
গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক সমান
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

১৩।পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
ক. সিলিকন
খ. অ্যালুমিনিয়াম
গ. লোহা
ঘ. তামা
উত্তর : ক

১৪।বোলতা ও বিচ্ছুর হুলে থাক
ক. হিস্টামিন
খ. হিস্টাসিন
গ. ফরমিক এ্যাসিড
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

১৫।পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়
ক. C-14.
খ. C-15
গ. C-16
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

১৬।আচার সংরক্ষণে ব্যবহৃত হয়
ক. ফরমিক এ্যাসিড
খ.ভিনেগার / এসিটিক এসিড
গ. সোডিয়াম বেনজোয়েড
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ

১৭।নিচের কোনটি হ্যালোজেন ?
ক. ফ্লোরিণ
খ. ক্লোরিন ,
গ. ব্রোমিন ,
ঘ. সবগুলো
উত্তর : ঘ

১৮।নিচের কোনটি মুদ্রা ধাতু ?
ক. তামা (Cu,কপার) ,
খ. রুপা(সিলভার Ag)
গ. সোনা (Au)
ঘ. সবগুলো
উত্তর : ঘ

১৯।আতরের সুগন্ধ ছড়া কিসের উদাহরণ
ক.ব্যাপন
খ. অভিশ্রবণ
গ। ইমবাইবিশন
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক

২০।নিচের কোনটি উদ্ধায়ী বা উর্ধ্বপাতিত পদার্থ ?
ক. ন্যাপথালিন, কর্পূর
খ. অ্যামোনিয়া , বেনজিন
গ. আয়োডিন, কঠিন কার্বন-ডাই -অক্সাইড ।
ঘ. সবগুলো
উত্তর : ঘ

২১। নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ আছে?
ক। প্রোটিয়াম (হাইড্রোজেন, H) ,
খ. ডিউটেরিয়াম(D2)
গ. ট্রিটিয়াম (T3)
ঘ. সবগুলো
উত্তর : ঘ

২২। নিচের বেকিং পাউডার
ক. সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3)
খ.ক্যালসিয়াম কার্বনেট (CaCO3
গ.সোডিয়াম ক্লোরাইড (NaCl
ঘ. ক্যালসিয়াম অক্সাইড (CaO)
উত্তর : ক

২৩।সিএনজিতে কোন গ্যাস কম্প্রেস করা হয় ?
ক. মিথেন
খ. ইথেন
গ. প্রোফেন
ঘ. বিউটেন
উত্তর : ক

২৪।বদ হজম সমস্যা সৃষ্টি করে কে?
ক. পিত্তরস
খ. অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড(HCl)
গ. লবণ
ঘ. হাইড্রোজেন ডাই সালফেট
উত্তর : খ

২৫।পাউরুটি ফোলাতে কী ব্যবহার করা হয় ?
ক, ঈষ্ট ছত্রাক
খ. ভিনেগার বা সিরকা
গ. সোডিয়াম ক্লোরাইড (NaCl
ঘ. ক্যালসিয়াম অক্সাইড (CaO
উত্তর : ক

২৬। খর পানিতে কে বেশি পরিষ্কার ভূমিকা পালন করতে পারে?
ক. সাবান
খ. ডিটারজেন্ট
গ. সালফিউরিক এ্যাসিড
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ

২৭।জোয়ার-ভাটার প্রধান কারণ-
ক. সূর্যের আকর্ষণ
খ. পৃথিবীর আবর্তন
গ. চাঁদের আকর্ষণ
ঘ. বায়ুপ্রবাহ
উত্তরঃ গ

২৮। জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
ক. অমাবস্যায়
খ. একাদশীতে
গ. অষ্টমীতে
ঘ. পঞ্চমীতে
উত্তরঃ ক

২৯।বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ২০.০১%
খ. ২১.০১%
গ. ২১.০৭%
ঘ. ২০.৭১%
উত্তরঃ ঘ

৩০।শল্য চিকিত্সায় যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কোনটি প্রয়োগ করা হয়?
ক. অবলোহিত রশ্মি
খ. X-ray
গ. অতি বেগুনি বিকিরণ
ঘ.কোনোটিই নয়
উত্তর : ক
ঘ. সায়ত্ত্বশাসন
উত্তর: খ

৩১।সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে ?
ক. ড্যাস
খ.কমা
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
উত্তর: খ

৩২। তারিখ লিখতে কোন যদি চিহ্নের ব্যবহার হয় ?
ক. সেমিকোলন
খ. কমা
গ. দাঁড়ি
ঘ. কোলন
উত্তর: খ

৩৩। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. ১বলার দ্বিগুণ সময়
গ. ১সেকেন্ড
ঘ. ২ সেকেন্ড
উত্তর: খ

৩৪। ‘শ্রীঘর’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. সুদৃশ্য ঘর
খ. বৈঠকখানা
গ. জেলখানা
ঘ. সরাইখানা
উত্তর: গ

৩৫। ‘হাতজোড়া থাকা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. অলস থাকা
খ. নিস্ক্রিয় হয়ে থাকা
গ. কর্মব্যস্ত থাকা
ঘ. চিন্তায় পড়া
উত্তর: ক

৩৬। ‘হাতির পাঁচ পা দেখা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. অবাক হওয়া
খ. গর্বে আনন্দিত হওয়া
গ. অহংকার বোধ করা
ঘ. ভুল দেখা
উত্তর: খ

৩৫। শিরে সংক্রান্তি’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. আসন্ন বিপদ
খ. মাথাব্যথা
গ.কুচক্রী মামা
ঘ. পাতানো মামা
উত্তর: ক

৩৬। ‘লঙ্ক পায়রা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. পলায়ন করা
খ. কুচক্রী
গ. উল্টাফল
ঘ. ফুলবাবু
উত্তর: খ

৩৭। মাছরাঙ্গার কলঙ্ক এই বাগধারাটির অর্থ কী ?
ক. গোপনে অপরাধ করা
খ. অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা
গ. ডুবে ডুবে জল খাওয়া
ঘ. প্রাণী হত্যাই যার বাঁচার অবলম্বন
উত্তর: খ

৩৮। যে নারীর স্বামী বিদেশে থাকে
ক. প্রষিতভর্তৃকা
খ. প্রেষিতভার্ষা
গ. প্রোষিতভর্তৃকা
ঘ. প্রেসিতভর্ভৃকা
উত্তর: গ

৩৯। শত্রুকে দমন করে যে
ক. শত্রুঘ্ন
খ. অরিন্দম
গ. শত্রুহন্তা
ঘ. কৃতঘ্ন
উ্ত্তর: খ

৪০। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
ক. আমি ঘুম থেকে জেগেছি
খ. আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
গ. আমি বেশ ঘুম দিয়েছি
ঘ. তোমার ভাল ঘুম হয়েছিল তো ?
উত্তর: খ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url